সব সিরিয়াল শেষ হয়ে যাবে কিন্তু এ আর শেষ হবে না! আর কত? অনুরাগের ছোঁয়া শেষের আর্জি দর্শকদের!

স্টার জলসার (Star Jalsa) জনপ্রিয় ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া” (Anurager Chhowa) শুরু থেকেই দর্শকদের মন জয় করে এসেছে। সূর্য-দীপা ও তাঁদের যমজ মেয়ে সোনা-রূপার গল্প ঘিরেই এগিয়েছে এই সিরিয়াল। লীনা গাঙ্গুলী একাধিকবার সূর্য-দীপাকে আলাদা করে দিলেও, তারা দর্শকের টেনে আবার এক হয়েছে। পাশাপাশি, সূর্য-দীপার সম্পর্কের টানাপোড়েন, মিসকার চক্রান্ত, আর একাধিক চমক নিয়ে গল্প এগোচ্ছে নতুন মোড়ে।

বর্তমানে এই সিরিয়ালে সোনা-রূপার চরিত্রে অভিনয় করছেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জি কন্যা সাইনা চ্যাটার্জি (রূপা) ও দেবপ্রিয় বসু (সোনা)। দর্শকের মনে হয়েছিল এরই বড় সোনা-রূপা এদেরকে নিয়েই হয়তো এগাবে গল্প কিন্তু লেখিকা লীলা গাঙ্গুলি এবার দিলেন নতুন চমক।সম্প্রতি বড় পরিবর্তন এসেছে সিরিয়ালে—সময়ের লিপ নিয়ে দেখানো হচ্ছে বড় সোনা ও রূপাকে।

অনুরাগের ছোঁয়া, সূর্য-দীপা, সোনা-রূপা, সাইনা চ্যাটার্জি, দেবপ্রিয় বসু, দেব চন্দ্রিমা সিংহ রায়, ভাবনা ব্যানার্জি। Anurager Chhowa, Surjo-Deepa, Sona-rupa, Saina chaterjee, Debapriya Basu, Debchandrima Singha Roy, Bhavana bhattacharya

যেখানে নতুন অভিনেত্রীরা এই চরিত্রে অভিনয় করছেন। তাদের চেহারা দেখে মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে তারা নতুন। ফেইসবুক ও ইনস্টাগ্রামে এই প্রমো অন এয়ার হতেই, এই পরিবর্তন দেখে দর্শকদের প্রতিক্রিয়া বেশ মিশ্র। কেউ বলছেন, “এই সিরিয়াল আর শেষ হবে না!” আবার কেউ তো রীতিমতো প্রতিজ্ঞা করেছেন, শেষ পর্যন্ত দেখে ছাড়বেন! একজন দর্শক মজার ছলে লিখেছেন, “পরিচালকের দুঃখে লাভণ্য মরে গেছে!”

আরও পড়ুনঃ মা হচ্ছে রোশনাই, বাবা হতে চলেছে আরণ্যক! সন্তানকে অস্বীকার করছে চ্যাটার্জি পরিবার! রোশনাইয়ের জীবনে শুরু নতুন লড়াই

আবার আরেকজনের মন্তব্য, “সোনা-রূপা বদলানো টা না করলেই ভালো হত, নতুনদের চেহারা মানিয়ে নিতে পারছি না!” কেউ আবার বলেছেন, “এরা কারা? আগের সোনা-রূপা কে দিয়েই তো শেষ করাতে পারতো, মোটেই মানাচ্ছে না ছি!” কারোর আবার প্রশ্ন “এই সিরিয়াল শেষ হবে কবে?” কেউ কেউ তো রীতিমতো ট্রোল করে বলছেন “এই নিয়ে কতবার আলাদা হলো সূর্য-দীপা?”

সবচেয়ে মজার কমেন্ট, “দয়া করে মিসকা’কে প্লিজ রাখবেন, মিসকা না থাকলে জমে না!” অর্থাৎ, খলনায়িকা ছাড়া যেন নাটকটাই অসম্পূর্ণ! এককথায় বলতে গেলে আবারও একবার এই সিরিয়াল নেটিজেনদের ট্রোলের মুখোমুখি। নতুন ট্র্যাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু ঠিকই তুঙ্গে। তাহলে কি সত্যিই “এই সিরিয়াল আর শেষ হবে না?”