“সৌমিতৃষা কুন্ডু” আপামর বাংলা সিরিয়াল প্রেমী মানুষদের কাছে বোধয় একটি পছন্দের নাম। বিশেষত “মিঠাই” চরিত্রের জন্য তিনি আজও ওই নামেই পরিচিত। তাঁর কৃষ্ণভক্তি কারোর অজানা নয়। কিছুদিন আগেই জন্মদিন পালন করেছেন বৃন্দাবনে গিয়ে। সেখানে তিনি মন্দির ঝাঁর দেওয়া থেকে শুরু করে কীর্তন সবই করেছেন। ভগবানে ভক্তির জন্যই ওনার নাম রয়েছে বিশেষ। মহাশিবরাত্রির দিনে অভিনেত্রী সাদা পোশাকে সেজে মা কে নিয়ে পুজোর আয়েজন করতে দেখা যায়।
এই নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছিলেন টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। তবে সেই পোস্টের চেয়ে বেশি চর্চায় এখন তাঁর করা এক মন্তব্য। এক মুসলিম ভক্ত তাঁর পোস্টে মন্তব্য করে লেখেন, “আমি মুসলিম, তবুও আপনাকে ভালোবাসি।” সাধারণত সেলিব্রিটিরা এমন মন্তব্য এড়িয়ে যান, কিন্তু সৌমিতৃষা সরাসরি জবাব দেন, “ভালোবাসার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। আমি যখই আজান শুনতে পাই, গায়ে কাঁটা দিয়ে ওঠে!”
এই একটি মন্তব্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। অনেকেই মনে করছেন, সৌমিতৃষা এমন একটি সংবেদনশীল বিষয়ে মন্তব্য করে অকারণ বিতর্কে জড়িয়ে পড়লেন। কেউ কেউ বলছেন, তিনি ইচ্ছা করেই এমন কথা বললেন, যাতে সোশ্যাল মিডিয়ায় আরও বেশি চর্চায় থাকতে পারেন। আবার কেউ প্রশ্ন তুলছেন,” মহাশিবরাত্রির মতো একটি ধর্মীয় উৎসবের দিনে কি এই ধরনের মন্তব্য করা ঠিক ছিল? আজকের দিনেই কেনো বলতে গেলেন এসব?”
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুই ভাগে বিভক্ত নেটিজেনরা। একদিকে, কিছু মানুষ সৌমিতৃষার বক্তব্যকে প্রশংসা করে বলছেন, “তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়েছেন। অন্যদিকে, অনেকে বলছেন, একজন সেলিব্রিটি হয়ে তাঁকে আরও সংযতভাবে কথা বলা উচিত ছিল।” কারও কারও মতে, “ধর্ম এবং ব্যক্তিগত বিশ্বাস নিয়ে মন্তব্য করে তিনি নিজেই অযথা বিতর্ক ডেকে আনলেন।”
আরও পড়ুনঃ গৃহপ্রবেশ”-এ নতুন মোড়! রোমিতের সিদ্ধান্তে বিরাট চমক! সেবন্তীর মুখোশ খুলে দিল শুভ
এই প্রথম নয়, সৌমিতৃষাকে আগেও বিতর্কিত মন্তব্যের কারণে ট্রোল হতে হয়েছে। তবে এবার বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ এটি সরাসরি ধর্মকে স্পর্শ করেছে। কিছু সমালোচক বলছেন, “তিনি যদি সত্যিই ধর্মের ঊর্ধ্বে থাকতে চান, তবে মহাশিবরাত্রির দিনে হিন্দু ধর্মের রীতি নিয়ে পোস্ট করারই বা দরকার কী ছিল?” এই প্রশ্নের উত্তর কিন্তু এখনও মেলেনি।
এখন দেখার, সৌমিতৃষা কি এই বিতর্কের জবাব দেবেন, নাকি চুপ করে থাকবেন? সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠলেও অভিনেত্রী এই বিষয়ে আর কোনো মন্তব্য করেননি। তবে যেভাবে বিতর্ক দানা বাঁধছে, তাতে ভবিষ্যতে তাঁকে এই প্রসঙ্গে মুখ খুলতেই হতে পারে!