স্টার জলসার সিরিয়াল ‘গৃহপ্রবেশ’এ, বর্তমানে একেরপর এক ধামাকা এসেই চলেছে। শুভ আর আদৃত কে আলাদা করতে চেয়ে যতই প্ল্যানিং প্লটিং করুক না কেন কেউ তুড়ি মেতে তাসের ঘরের মতন ভেঙে দিচ্ছে শুভ। সাম্প্রতিক এপিসোড গুলিতে আমরা দেখতে পাচ্ছি শুভ ও আদৃতের সম্পর্ক এক এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। দুজনের এই কেমিস্ট্রি দর্শকরাও যে পছন্দ করছেন তা আর বলতে হবে না।
বর্তমান পর্বে, ‘ডোনা’র আবার প্যানিক অ্যাটাক হতে দেখা যাচ্ছে। ডোনার এমন ভেঙে পরা দেখে শুভ বলে, “ডোনা তুই না আমার বোন, তোর কোনো অসুবিধা হবেনা এই দিদি থাকতে। তুই চিনত করিস না ঘুমিয়ে পর”। এরপর গান গেয়ে শুভ ডোনাকে ঘুম পাড়িয়ে দেয়। তুলি ও ঋদ্ধি এরজন্য শুভকে অনেক ধন্যবাদ দিয়ে বলে,”শুভ দি না থাকলে কি হত কে জানে। এতবছর এ আমরা যা পারিনি তুমি করে দেখিয়েছো”।
আদৃত কেও দেখা যায় বউয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে। অন্যদিকে পরদিন সকালে রোমিতের রেজাল্ট বেড়ায়, সে এবারও ফেল করেছে। তার বাবা রেগে গিয়ে বলেন, “তুই এই রায় বাড়ীর কলঙ্ক, তোকে দিয়ে কিচ্ছু হবে না”! আদৃত শান্ত করার চেষ্টা করলেও তিনি শান্ত হোন না। রঞ্জিনী তখন বলে, “ছেলেটা চেষ্টা করেছে, না পারলে কি করবে? ওকে প্লিজ এভাবে বলোনা”। কিন্তু তিনি কারোর কথাই শোনেন না বরং আরও বলতে থাকেন।
এবার শুভ আসে রোমিতকে বাঁচাতে আর বলে, “সবার জীবন তো আর সমান নয়, ও হয়তো কম পেরেছে এভাবে বলোনা তুমি ওকে তাই বলে”। উত্তরে মেজকা বলেন,”আমি যা করছি ঠিক করছি! লাই পেয়ে পেয়ে ছেলেটা মাথায় চড়ে বসেছে”। রোমিত এবার চুপ করে না থেকে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। রঞ্জীনি এবার ভাবে ছেলেটা কিছু করে না বসে। অনেক বার সবাই ডাকাডাকি করলেও সে দরজা খোলে না।
আরও পড়ুনঃ সব সিরিয়াল শেষ হয়ে যাবে কিন্তু এ আর শেষ হবে না! আর কত? অনুরাগের ছোঁয়া শেষের আর্জি দর্শকদের!
শুভ তখন বলে,”জীবন একটাই এতেই ভালো থাকতে হবে কোনো পাগলামো করো না”। আদৃত সবাইকে শুভর উপর বিশ্বাস রাখতে বলে সবাইকে নিয়ে চলে যায়। শুভ এবার রোমিতের উদ্দেশ্যে বলে, “দেখ, আমাদের দাদুও কিন্তু অনেক পড়াশোনা জানা নন। উনি ব্যাবসা ভালো পারেন তাই ওটা করেছেন। তোর ও একটা দিক খারাপ বলে পুরোটাই খারাপ নয়। তুই যা বলবি তাই হবে একবার দরজাটা খোল”।
এরপর দরজা খুলে রোমিত ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। শুভ তাকে সান্তনা দিতে থেকে কিন্তু রোমিত বলে, “আমি এখানে থাকবো না, আমি এখানে থাকলে কিচ্ছু করতে পারব না”। দাদু সহ সবাই এতে আপত্তি করলেও শুভ সবাইকে বোঝায়। এরপর সে সবাইকে প্রণাম করে বেরিয়ে যায়। এমন সময় শুভর শাশুড়ি শুভকে কথা শোনাতে থাকলে শুভ বলে, “তোমার ছেলেকে তুমি নিজেই বোঝনা অন্যকে কি বুঝবে?” এরপর শেষে সিনে আমরা দেখি সেবন্তি শুভকে চর মারতে গেলে শুভ হাতটা ধরে নায়ে।