টিআরপি তালিকায় বড় ওলট-পালট! টানা সপ্তম সপ্তাহ টিআরপি শীর্ষে পরিণীতা, শেষ হয়ে ছক্কা হাঁকালো নিম ফুল

সিরিয়াল প্রেমীদের কাছে টিআরপি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য। প্রতি সপ্তাহেই সিরিয়াল প্রেমীরা অপেক্ষা করে থাকেন তাদের প্রিয় সিরিয়ালের পজিশন জানার জন্য। এই নিয়ে উত্তেজনা সমাজ মাধ্যমে নেহাত কম নয়। বিগত কয়েক সপ্তাহে টিআরপি লিস্টে আমূল পরিবর্তন চোখে পড়ছে। তার ব্যতিক্রম এই সপ্তাহেও হলো না।

টেলিভিশনের টিআরপি তালিকায় আবারও দেখা গেল বড়সড় পরিবর্তন! ৬ই মার্চ প্রকাশিত সর্বশেষ রেটিং চার্ট অনুযায়ী, জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) ৭.৬ পয়েন্ট নিয়ে প্রথম স্থান ধরে রেখেছে। ধারাবাহিকের প্লট ও চরিত্রের গভীরতা দর্শকদের মন জয় করেছে, যার প্রতিফলন স্পষ্ট টিআরপি তালিকায়।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) ৭.০ পয়েন্ট নিয়ে, যা দীর্ঘদিন ধরে দর্শকদের পছন্দের শীর্ষে রয়েছে। একইভাবে, ‘ফুলকি’ (Fulki) ও ‘রাঙামতি’ (Rangamati) ৬.৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ভাগ করে নিয়েছে। বিশেষ করে ‘রাঙামতি’র নাটকীয় মোড় ও অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলে।

চতুর্থ স্থানে এসেছে ‘কোন গোপনে’ (Kon Gopone) ৬.৫ পয়েন্ট নিয়ে, যা গল্পের নতুন মোড়ের কারণে জনপ্রিয়তা ধরে রেখেছে। পঞ্চম স্থানে রয়েছে ‘গীতা LLB’ (Geeta LLB) ৬.২ পয়েন্ট নিয়ে, যা তার নিজস্ব দর্শকসংখ্যা ধরে রাখতে সক্ষম হয়েছে। এদিকে, ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ৪.১ পয়েন্ট নিয়ে ট্রেন্ডিং ধারাবাহিকের তালিকায় উঠে এসেছে। গল্পের নাটকীয় পরিবর্তন দর্শকদের আকর্ষণ করতে শুরু করেছে, যদিও টিআরপির দিক থেকে এটি এখনো শীর্ষ পাঁচে প্রবেশ করতে পারেনি।

অন্যদিকে, নতুন ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ (Tetul Pata) ৩.৪ পয়েন্ট নিয়ে ভালো পারফর্ম করছে, যা ভবিষ্যতে আরও ভালো করতে পারে বলে অনুমান করা হচ্ছে।
সর্বশেষ টিআরপি তালিকা থেকে স্পষ্ট, গল্পের নতুনত্ব ও অভিনয়ের দক্ষতা ধারাবাহিকগুলোর সাফল্যের মূল চাবিকাঠি। তবে আগামী সপ্তাহে কোনো বড় চমক অপেক্ষা করছে কি না, তা দেখার বিষয়!

আরও পড়ুনঃ ভাঙছে চুক্তির বিয়ে! ডিভোর্স হচ্ছে নীল-তৃণার! ৪ বছরের বিবাহিত সম্পর্ক নিয়ে কী বললেন অভিনেত্রী?

এবার এক নজরে দেখে নেওয়া যাক টিআরপি তালিকা–

BT •• পরিণীতা 7.6
2nd •• জগদ্ধাত্রী 7.0
3rd •• ফুলকি, রাঙামতি 6.6
4th •• কোন গোপনে 6.5
5th •• গীতা LLB 6.2

You cannot copy content of this page