ভাঙছে চুক্তির বিয়ে! ডিভোর্স হচ্ছে নীল-তৃণার! ৪ বছরের বিবাহিত সম্পর্ক নিয়ে কী বললেন অভিনেত্রী?

বিয়ে যা ছিল আগে সাত জন্মের বন্ধন, আজ তা হয়ে উঠেছে চুক্তির সম্পর্ক! বিয়ে এবং ডিভোর্স আজকালকার দিনে এটা যেন একটা ফ্যাশনে পরিণত পেয়েছে। আকচারই শোনা যাচ্ছে ভেঙে যাচ্ছে বৈবাহিক সম্পর্ক, তা কোনো সেলিব্রেটি হোক কিংবা সাধারণ মানুষ।

বর্তমানে, টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ভাঙতে চলেছেন নীল-তৃণার সংসার। এই খবর শুনে মুখ ভার অনেক অনুরাগীরই। তবে, ছোটো পর্দার এই পাওয়ারফুল জুটি এক লহমায় উড়িয়ে দেয় গুজব। টলিউড ইন্ডাস্ট্রির জোর গুঞ্জন এই তারকা জুটির চার বছরের চুক্তিতে বিয়ে হয়েছিল।

New Web Series, Entertainment, Tollywood, OTT Platform, নীল ভট্টাচার্য, তৃণা সাহা, বিনোদন

প্রসঙ্গত, নীল তৃণার সম্পর্ক সেই কলেজ সময় থেকে। দীর্ঘদিনের প্রেম তারপর জীবনে প্রতিষ্ঠিত হয়ে সাত পাকে বাঁধা পড়েছেন গত ২০২১ সালে। ইতিমধ্যেই, বিয়ে ভাঙার গুজব সোশ্যাল মিডিয়ার চারিদিকে ছড়িয়ে পড়েছে।

বলাই বাহুল্য, অফ স্ক্রিন হোক কিংবা অন স্ক্রিন, দুই জায়গাতেই এই জুটির সম্পর্কের রসায়ন বরাবরই দৃষ্টি আকর্ষণ করে দর্শকদের। নীল তৃণার সংসার কি সত্যিই ভাঙতে চলেছে? নাকি সবটাই রটনা? অবশেষে, মুখ খুললেন অভিনেত্রী নিজেই।

আরও পড়ুনঃ জবর খবর! এবার বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দেবাদৃতা-রাহুল

শহরের এক সংবাদ মাধ্যমকে তৃণা স্পষ্ট জানিয়েছে, “এ রকম কিছুই হচ্ছে না। এ বারেও ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। পুরোটাই মিথ্যে”। অভিনেত্রী তার নিজের বক্তব্য রাখলেও এই বিষয়ে নীল কোনো মন্তব্য করেননি।

You cannot copy content of this page