সুখবর! বিয়ের দু’বছরের মাথায় “মিশকা” অহনার জীবনে আসছে নতুন অতিথি!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং অনুরাগের ছোঁয়ার “মিশকা” অহনা দত্ত (Ahona Dutta) অভিনয় জগতে বেশ পরিচিত মুখ। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। খলনায়িকা হয়েও যে এত লোকের মনে জায়গা করে নেওয়া যায়, অহনা তার উদাহরণ। ছোটপর্দার পাশাপাশি মডেলিংয়েও সফল এই অভিনেত্রী, যাঁর সোশ্যাল মিডিয়া উপস্থিতি বেশ নজরকাড়া।

পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি চর্চিত। দীর্ঘদিনের প্রেমিক দীপঙ্কর রায়-এর (Dipankar Ray) সঙ্গে গাঁটছড়া বাঁধেন অহনা। তাঁদের রোম্যান্টিক মুহূর্তগুলোর ছবি মাঝেমধ্যেই ভাইরাল হয় নেটপাড়ায়। দাম্পত্য জীবনে সুখী এই দম্পতি এবার আরও বড় আনন্দের খবর জানালেন অনুরাগীদের।

Ahona_Mishka

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্পের ছবি শেয়ার করে মাতৃত্বের সুখবর জানিয়েছেন অহনা দত্ত। ক্যাপশনে তিনি লিখেছেন, “আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হতে চলেছে… আগষ্টে আসছে আমাদের ছোট্ট অতিথি!” অভিনেত্রীর এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হতে শুরু করেছে। অনুরাগীরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন কমেন্ট বক্স।

গ্ল্যামার ওয়ার্ল্ডের ব্যস্ত শিডিউলের মধ্যেও মাতৃত্বের এই সফরকে উপভোগ করছেন অহনা। তাঁর কথায়, “এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। প্রতিটা মুহূর্ত উপভোগ করছি।” পরিবারের সদস্যরাও অহনার এই নতুন যাত্রা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। প্রসঙ্গত ১৩ ডিসেম্বর ২০২৩ সালে রেজিস্ট্রি ম্যারেজ করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ লোকে কুপ্রস্তাব দেবেই! নিজেকে শক্ত থাকতে হবে, ব্যক্তিত্বের বেড়াজালে নিজেকে বাঁধতে হবে! মেয়েদের বার্তা মমতা শঙ্করের

এই খবরে আনন্দিত শুধু তাঁর অনুরাগীরাই নন, ইন্ডাস্ট্রির অনেক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। টেলিভিশন দুনিয়ায় পা রাখার পর থেকেই নানা চরিত্রে মন জয় করেছেন অহনা, এবার তিনি নতুন ভূমিকায়— এক হবু মা!

 

View this post on Instagram

 

A post shared by @the_ahona_dutta_official