লোকে কুপ্রস্তাব দেবেই! নিজেকে শক্ত থাকতে হবে, ব্যক্তিত্বের বেড়াজালে নিজেকে বাঁধতে হবে! মেয়েদের বার্তা মমতা শঙ্করের

ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও চলচ্চিত্র জগতে মমতা শঙ্কর (Mamata Shankar) একটি সুপরিচিত নাম। প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্কর ও অমলা শঙ্করের কন্যা মমতা শঙ্কর নিজেও একজন প্রতিভাবান নৃত্যশিল্পী ও অভিনেত্রী। তার নৃত্যদল ‘মমতা শঙ্কর ব্যালে ট্রুপ’ (Mamata Shankar ballet troupe) ভারতীয় নৃত্যশিল্পে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। চলচ্চিত্রে মমতা শঙ্করের অভিনয়ও উল্লেখযোগ্য। সত্যজিৎ রায়ের ‘আগন্তুক’ ও ‘শাখা প্রশাখা’ এবং মৃণাল সেনের ‘একদিন প্রতিদিন’ ও ‘মৃগয়া’ ছবিতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।

তার অভিনয়ে সংবেদনশীলতা ও গভীরতা তাকে বাংলা চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি, আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে, মমতা শঙ্কর সমাজে নারীদের প্রতি বিদ্যমান ভুল বার্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন,এই ভুল সংকেত সমাজে এতটাই প্রচলিত যে অনেক নারী নিজেরাই তা মেনে নিতে বাধ্য হন। তিনি মনে করেন, এই মানসিকতা বদলানোর দায়িত্ব শুধু নারীদের নয়, পুরো সমাজের। মমতা শঙ্কর মনে করেন, নারীদের আত্মসম্মান এবং আত্মমর্যাদা বজায় রাখা অত্যন্ত জরুরি।

Mamata Shankar had a swelling on her forehead

তিনি আরো বলেন, জীবনে বহু মানুষের সঙ্গে মিশেছেন, গভীর রাত পর্যন্ত শ্যুটিং করেছেন, আড্ডা দিয়েছেন, গান গেয়েছেন, কিন্তু কখনো অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হননি। কারণ, তিনি নিজের চারপাশে ব্যক্তিত্বের একটি সীমারেখা তৈরি করেছেন। তার মতে, নারীদের উচিত নিজেদের শক্তিশালী মানসিকতা গড়ে তোলা, যাতে তারা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারেন। তবে তিনি এটাও মনে করেন, বর্তমান প্রজন্মের অনেকেই এই ব্যক্তিত্বের সীমানা ধরে রাখতে পারছে না।

আরও পড়ুনঃ দেবার সত্যি সামনে আসতেই দুই ভাই এক হলো! দুই শালিকে টানটান উত্তেজনা!

যার ফলে নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। এর পেছনে মূল কারণ হিসেবে তিনি লোভ ও অতিরিক্ত চাহিদাকে দায়ী করেছেন।মমতা শঙ্কর বলেন, “মানুষের লোভ ক্রমশ বাড়ছে, যার ফলে তারা নিজেদের সীমানা ভুলে যাচ্ছে। যদি লোভকে নিয়ন্ত্রণ করা যায় এবং চাহিদাকে সীমিত রাখা যায়, তাহলে অনেক সমস্যার সমাধান সম্ভব।” নারী দিবস মানেই শুধুমাত্র শুভেচ্ছা জানানোর দিন নয়, বরং নিজেদের চিন্তাভাবনাকে নতুনভাবে গড়ে তোলার একটা সুযোগ।

সমাজ যদি নারীদের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে, তবেই প্রকৃত অর্থে নারী স্বাধীনতা ও সমানাধিকারের লক্ষ্য অর্জিত হবে। নারী দিবসের আগে মমতা শঙ্করের এই বার্তা সমাজমাধ্যমে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে। প্রসঙ্গত কিছুদিন আগেই তিনি এক সাক্ষাৎকারে মেয়েদের শাড়ি পড়ার ভঙ্গি নিয়ে মন্তব্য করায় বেশ সমালোচিত হয়েছেন। তার বক্তব্য শুধুমাত্র সমস্যার দিক তুলে ধরবে নাকি নিজের দিকে টেনে আনলেন নতুন কোনও ঝড়?