বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘মিঠু চক্রবর্তী’ (Mithu Chakraborty) তাঁর অসামান্য অবদানের জন্য সুপরিচিত। তাঁর স্বামী, প্রখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) , এবং তাঁদের দুই পুত্র, গৌরব ও অর্জুন চক্রবর্তী, সকলেই অভিনয় জগতে সুপ্রতিষ্ঠিত। মিঠু চক্রবর্তী তাঁর অভিনয় দক্ষতা ও মাধুর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর।
কিছু মাস আগে মিঠু চক্রবর্তী স্তন ক্যানসারে (Breast Cancer) আক্রান্ত হন, যা তাঁর অনুরাগী ও সহকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে। তবে চিকিৎসার পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সম্প্রতি, পুত্র গৌরব চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে পরিবারের এক ঘনিষ্ঠ উদযাপনের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে।
ঋদ্ধিমা ঘোষ তাঁর স্বামী, গৌরব চক্রবর্তীর জন্মদিনে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন, যেখানে মিঠু চক্রবর্তীকে পরিবারের সঙ্গে দেখা যায়। নীল সালোয়ারে মিঠুর চুল ছোট করে কাটা, ওজন কিছুটা কমেছে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও, পরিবারের সঙ্গে সময় কাটানোর আনন্দ তাঁর মুখে ফুটে উঠেছে।
View this post on Instagram
ছবিতে দেখা যায়, গৌরব তাঁদের সন্তানকে কোলে নিয়ে বসে আছেন, পাশে স্ত্রী ঋদ্ধিমা ও মা মিঠু। পেছনে বাবা সব্যসাচী ও শ্বশুর উপস্থিত। এই পারিবারিক মুহূর্তে মিঠুর উপস্থিতি তাঁর সুস্থতার দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত দেয়।
আরও পড়ুনঃ দেবা ও গৌরব দুই ভাই মিলে আচ্ছা করে শিক্ষা দিল প্রিয়রঞ্জনকে! দেবা কি পাবে নিজের আসল পরিচয়? দুই শালিকে ধামাকাদার পর্ব
এই ছবি দেখে অনুরাগীরা মিঠু চক্রবর্তীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। পরিবারের এই উদযাপনে মিঠুর উপস্থিতি তাঁর সুস্থতার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রমাণ। সকলের প্রার্থনা ও শুভেচ্ছা তাঁর সঙ্গে রয়েছে।