হাতা কাটা ফ্রকে উষ্ণতা ছড়াতে গিয়ে পড়লেন কটাক্ষের মুখে! ‘বুড়ি বয়সে নোংরামি না করলেই নয়?’ পোষাক নিয়ে তুমুল সমালোচিত অপরাজিতা !

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘অপরাজিতা আঢ্য’ (Aparajita Adhya) বরাবরই নিজের স্বতন্ত্র উপস্থিতি এবং অভিনয়ের জন্য প্রশংসিত। তবে সাম্প্রতিক সময়ে তিনি শুধু অভিনয় নয়, বরং তাঁর সাজসজ্জা নিয়েও বেশ আলোচনায় রয়েছেন। গত মাসেই শিবরাত্রির দিনে কাপালিনীর মতো বেশ ধারণ করে সমালোচিত হয়েছিলেন এমনকি বিতর্কের মুখেও পড়েছিলেন। এবার তাঁর ছুটি কাটানোর একটি ভিডিও নতুন করে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে।

যদিও তিনি জীবনকে উপভোগ করার বার্তা দিয়েছেন, কিন্তু তা সবার কাছে সমাদৃত হয়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, অপরাজিতা আঢ্য একটি হাতাকাটা ফ্রক পরে, চোখে সানগ্লাস, খোলা চুলে একদম অন্য মেজাজে সময় কাটাচ্ছেন, নির্ভারভাবে হাঁটছেন এবং জীবনের ছোট ছোট মুহূর্ত উপভোগ করছেন। সাধারণভাবে এই ধরনের পোশাকে অভিনেত্রীদের দেখা গেলেও, অপরাজিতার এই লুক অনেকের কাছে দৃষ্টিকটু লেগেছে।

কেউ কেউ বলছেন, “অভিনয়ে এত ভালো করেন তাহলে অযথা এইসব করে কী লাভ?” আবার একজন মন্তব্য করেছেন, “যে পোশাকে আপনাকে মানায় না, সেটা না পরলেই ভালো। ভারতীয় পোশাকে আপনাকে যথেষ্ট শ্রদ্ধার লাগে, সেটাই পরুন।” কেউ কেউ মনে করছেন, তাঁর মতো একজন প্রতিভাবান অভিনেত্রীকে এমন ‘অদ্ভুত’ সাজসজ্জায় দেখতে ভালো লাগে না। একজন দর্শক কমেন্টে লিখেছেন, “এরা এই যুগের সাথে স্টাইল মিলাতে গিয়ে ভুলে যান নিজের সীমা।”

আবার আরেকজনের মতে, “এই মেয়েটার লজ্জা বলে কিছু নেই।” একজনকে তো এমনও মন্তব্য করতে শোনা গেছে, “কচি বয়সে ফ্রক পরার সখ কি মেটেনি?” তবে শুধুমাত্র সমালোচনাই নয়, অনেকেই তাঁর এই স্বতন্ত্রতাকে সাধুবাদ জানিয়েছেন। একজন সমর্থক লিখেছেন, “কে কী পরবে সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমাদের উচিত অন্যের পছন্দকে সম্মান জানানো।”

অন্য আরেকজন বলেছেন, “নিজের জীবন নিজের মতো করে উপভোগ করাই আসল। সমাজ কী বলবে সেটা ভেবে লাভ নেই।” এ থেকেই বোঝা যায়, অপরাজিতার এই সাজসজ্জা নিয়ে দর্শকমহল দুই ভাগে বিভক্ত। অপরাজিতা আঢ্য কিন্তু বরাবরই স্পষ্টবাদী এবং আত্মবিশ্বাসী। তিনি নিজেকে যেমনভাবে উপস্থাপন করতে ভালোবাসেন, তেমনভাবেই থাকেন।তাই এই সমালোচনা তাঁর উপর আদৌ প্রভাব ফেলবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।

আরও পড়ুনঃ বিচারাধীন ঘটনা নিয়ে ছবি নির্মাণ কতটা নৈতিক? বাস্তব ও রূপোলি পর্দার মধ্যে সীমারেখা কোথায়? আরজি কর-কাণ্ড নিয়ে সিনেমা নির্মাণের নৈতিকতা নিয়ে উঠছে প্রশ্ন!

কারণ তিনি আগেও বলেছিলেন, “আমি যেমন, তেমনই থাকব। সবাইকে খুশি করা আমার কাজ নয়।” এই বিতর্ক হয়তো সাময়িক, কিন্তু এটি আবারও প্রমাণ করে দিল যে অভিনেত্রীদের শুধু তাঁদের কাজ নয়, তাঁদের ব্যক্তিগত জীবন, পোশাক এবং উপস্থাপনাও দর্শকদের নজর এড়ায় না। তবে দিনের শেষে, নিজের মতো করে বাঁচাটাই আসল, সেটাই অপরাজিতা আঢ্য যেন বারবার বুঝিয়ে দেন!