বাংলা বিনোদনের ইতিহাসে কিছু এমন জুটি থেকে যায় দর্শকের হৃদয়ের পাকাপাকি জায়গা করে নেয়। তাঁদের উপস্থিতি মানেই যেন পর্দায় একটা অন্যরকম ম্যাজিক। তেমনই এক জুটি হলেন ‘সোনামণি সাহা’ (Sonamoni Saha) ও ‘প্রতীক সেন’ (Pratik Sen) । ‘মোহর’ (Mohor) ধারাবাহিকে এই দুই তারকার রসায়ন ছিল এক কথায় অনবদ্য। শঙ্খ-মোহরের সম্পর্কের টানাপোড়েন, কড়া কথার আড়ালে জমে থাকা ভালোবাসা আর ধীরে ধীরে গড়ে ওঠা বন্ধন, সব মিলিয়ে তাঁদের কেমিস্ট্রিতে বুঁদ ছিল দর্শক।
স্টার জলসার ‘মোহর’ শুধুমাত্র একটা ধারাবাহিক ছিল না, ছিল আবেগের অন্য নাম। গল্প, সংলাপ, সামাজিক বার্তা আর চরিত্রের দৃঢ়তা, এই সবকিছু মিলিয়েই ধারাবাহিকটি একসময় জয় করেছিল লক্ষ লক্ষ মানুষের মন। মোহরের জেদ, সাহস, পড়াশোনা করার ইচ্ছা আর শঙ্খর আদর্শবাদী মানসিকতা নিয়ে ছিল বাস্তবধর্মী অথচ আবেগঘন এই ধারাবাহিক। দর্শক এতটাই জড়িয়ে পড়েছিলেন গল্পের সঙ্গে, যে মোহরের কোনও সাফল্য বা ব্যর্থতায় আবেগে ভেসেছেন তাঁরা।
তাই আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন শঙ্খ আর মোহর, মানে সোনামণি আর প্রতীক। চলতি বছরের শুরু থেকেই দেখা যাচ্ছে, টিআরপির দৌড়ে নিজেদের একধাপ এগিয়ে রাখতে বাংলা বিনোদনের প্রথম সারির চ্যানেলগুলি ফিরছে পুরোনো সোনার খনিতে। দুপুরবেলার স্লট জিততে, একের পর এক হিট মেগার পুনঃসম্প্রচারে ঝুঁকছে চ্যানেলগুলি। দর্শকের কাছে যেসব ধারাবাহিক আজও আবেগের নাম, তাকে ফেরত এনে লড়াই জমজমাট করে তুলছে তারা।
এবার সেই তালিকায় যুক্ত হল স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা ‘মোহর’। এবার আবারও ফিরছে সেই পুরনো যাদু। তবে নতুন কোনও গল্প নয়, দুপুরের স্লটে শুরু হচ্ছে ‘মোহর’-এর পুনঃসম্প্রচার। একদিকে যখন একাধিক নতুন ধারাবাহিক শেষ পরিণতির মুখে, তখন চ্যানেল কর্তৃপক্ষ বাজি ধরেছে পুরনো, এই হিট মেগার ওপর। তবে আপাতত নতুন কোনও ধারাবাহিকে ফিরছেন না সোনামণি ও প্রতীক সেন, শুধুমাত্র মোহরের মাধ্যমেই আবার টেলিভিশনে দেখা যাবে তাঁদের রসায়ন।
আরও পড়ুনঃ “দীপা কোনো অপরাধ করেনি!”—অনুরাগের ছোঁয়া’র বৈশাখী পর্বে ‘দীপা’র রক্তস্নান! পর্দার অসুর দমনকারী দীপার সঙ্গে কতটুকু মিল স্বস্তিকার? বাস্তব জীবনের সূর্যই বা কে জানেন?
ধারাবাহিকটি সাফল্যের পেছনে মূল ইউএসপি ছিল তার বাস্তবধর্মী চিত্রনাট্য ও নারীকেন্দ্রিক ভাবনা। শিক্ষা, আত্মনির্ভরতা, এবং মেয়েদের স্বপ্নকে সম্মান জানানোর বার্তা দিয়ে ‘মোহর’ হয়ে উঠেছিল সেরা। যদিও পরবর্তীকালে কিছু অতিরঞ্জিত মোড়ের জন্য দর্শকরা বিরক্ত হয়েছিলেন, তবুও মোহর-শঙ্খের সম্পর্কের গভীরতা দর্শককে টেনে রেখেছিল ধারাবাহিকের শেষ দিন পর্যন্ত। প্রসঙ্গত ১৪ এপ্রিল থেকে দুপুর ১ টায় পুনঃসম্প্রচার হতে চলেছে ‘মোহর’।