বাংলা টেলিভিশনের (Bengali Telivision) পর্দায় গল্পের টানাপোড়েন ঘিরে যেমন দর্শকের মনে উত্তেজনা থাকে, ঠিক তেমনই প্রতি সপ্তাহের টিআরপি (TRP) তালিকা হয়ে দাঁড়ায় এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতা। এই সপ্তাহের টিআরপি তালিকা দেখে চোখ কপালে ওঠার জোগাড় সকলের! আজ, অর্থাৎ ১৭ এপ্রিল প্রকাশিত টিআরপি তালিকা (TRP List) ফের প্রমাণ করল—টিআরপি যুদ্ধে হারজিত প্রতি মুহূর্তে বদলায়। দীর্ঘ ১৩ সপ্তাহ একটানা বেঙ্গল টপার হয়ে থাকা ‘পরিণীতা’ (Parineeta) অবশেষে দ্বিতীয় স্থানে সরে গেল।
তার জায়গায় ফিরে এল পুরোনো চ্যাম্পিয়ন—‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। এবং সঙ্গে চমক, সমান পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে ‘ফুলকি’ও (Phulki)। জি বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ও ‘ফুলকি’ এই সপ্তাহে যুগ্মভাবে বেঙ্গল টপার—দুটোই ৭.০ পয়েন্ট পেয়েছে। একদিকে রহস্য আর অ্যাকশনে ভরপুর জগদ্ধাত্রী, অন্যদিকে ফুলকির কুস্তির মঞ্চে লড়াই আর আবেগে জোড়া চমক—এই দুই ধারাবাহিক নিজেদের ইউএসপি ধরে রেখে ফের শীর্ষে ফিরল।
দুই বছরের বেশি সময় পরেও ‘জগদ্ধাত্রী’র ধারা অব্যাহত রাখাটা নিঃসন্দেহে প্রশংসনীয়। দ্বিতীয় স্থানে নেমে এল ‘পরিণীতা’, যার টিআরপি ৬.৯। যদিও এক শতাংশেরও কম ব্যবধানে পিছিয়ে, তবু ১৩ সপ্তাহ পর সিংহাসন হারানোর দুঃখটা কিছুটা অনুভব করতেই হচ্ছে অনুরাগীদের। তবে ধারাবাহিকের কাহিনিতে সম্প্রতি যেভাবে টান টান উত্তেজনা এসেছে, তাতে শীর্ষে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘রাঙামতি’ (৫.৯) ও ‘পরশুরাম: আজকের নায়ক’ (৫.৮)। এই দুই ধারাবাহিক ধারাবাহিকভাবে নিজেদের জায়গা ধরে রাখছে। সামাজিক বার্তা আর টানটান পর্ব দর্শকদের কিছুটা হলেও আকর্ষণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে, পঞ্চম স্থানে থাকা ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘গীতা এলএলবি’ (উভয় ৫.৫) মিলিয়ে স্থান বুঝিয়ে দিয়েছে হার না মানা লড়াই একদিন সাফল্য এনে দেয় ঠিকই!
আরও পড়ুনঃ দুঃসংবাদ! বিনোদন জগতে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি কৌতুক শিল্পী
তালিকার বাইরেও নজর কাড়ছে কিছু বিশেষ পর্ব ও ধারাবাহিক। বিশেষত ‘মহাসঙ্গমের ৫ দিন’, ‘গৃহপ্রবেশ’ ও ‘চিরসখা’ ৫.১ পয়েন্ট নিয়ে ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নিয়েছে। গল্পের গভীরতা আর নতুন মোড় নিয়ে এই ধারাবাহিকগুলিও শীঘ্রই মূল তালিকায় ঢুকে পড়বে বলেই মনে হচ্ছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা —
17th April | Thursday
•• 15+ Urban M+F
BT •• জগদ্ধাত্রী , ফুলকি 7.0 2nd •• পরিণীতা 6.9 3rd •• রাঙামতি 5.9 4th •• পরশুরাম 5.8 5th •• চিরদিনই তুমি যে আমার , গীতা LLB 5.5
Trending ••
মহাসঙ্গমের ৫ দিন – 5.1 গৃহপ্রবেশ + চিরসখা – 5.1