অভিনেত্রী ‘শোলাঙ্কি রায়’ (Solanki Roy) কে ঘিরে বরাবরই ছোটো পর্দার (Small Screen) দর্শকদের মধ্যে এক অন্যরকম আগ্রহ কাজ করে। ছোট পর্দায় তাঁর অভিনয়, সংলাপ বলার ধরণ কিংবা আবেগময় দৃশ্যে তাঁর অভিব্যক্তি—সব মিলিয়েই শোলাঙ্কির আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরেই এই জনপ্রিয় মুখটি টেলিভিশনের পর্দা (Telivision) থেকে ছিলেন অন্তরালে। দর্শকদের মনে প্রশ্ন জাগছিল—তিনি কোথায়? কেন আর দেখা যাচ্ছে না তাঁকে? আবার কবে ফিরে আসবেন? এই বিরতি কি সাময়িক নাকি বরাবরের মতো দূরে সরে গেলেন ছোট পর্দা থেকে?
এই অনুপস্থিতির মাঝেই অভিনেত্রী কিন্তু থেমে থাকেননি। কখনও কলকাতায়, কখনও আবার মুম্বইয়ে নিজেকে নতুন নতুন কাজে জড়িয়ে রেখেছেন সবসময়। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ—প্রতিটি মাধ্যমেই নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন শোলাঙ্কি। বিশেষ করে সাম্প্রতিক ওয়েব সিরিজ ‘বিষহরি’-তে তাঁর অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে। শোলাঙ্কির ক্ষেত্রে বিশেষভাবে চোখে পড়ে তার যেকোনো চরিত্রে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার বিশেষ যোগ্যতা। তিনি একদিকে যেমন গ্ল্যামারাস চরিত্রে সাবলীল,
তেমনই অন্যদিকে অনুভবনির্ভর চরিত্রে তাঁর সংযত অভিনয় নজর কাড়ে। এক জায়গায় থেমে থাকাটা কখনই পছন্দ করেন না তিনি। তাই তো কখনও ধারাবাহিকের ক্যামেরার সামনে, কখনও ছবির শুটিং ফ্লোরে আবার কখনও ডিজিটাল পর্দার নানা ফ্রেমে তাঁকে দেখা গেছে ভিন্ন ভিন্ন রূপে। এই ধরণের বহুমুখী কাজের মাঝেই তিনি বুঝে শুনেই বিরতি নিয়েছিলেন ছোট পর্দা থেকে। একদিকে যেমন নিজের পরিসর বাড়াতে চেয়েছেন, তেমনই নিজের অভিনয়ের ভাষাটাকেও নতুনভাবে লিখতে করেছেন।
এমন একজন শিল্পীর কাছ থেকে দর্শকদের প্রত্যাশাও থাকে আকাশছোঁয়া। এবার সেই প্রত্যাশারই যেন নতুন উচ্চতা পেতে চলেছে। শোনা যাচ্ছে, শোলাঙ্কি রায় আবার ফিরছেন ছোট পর্দায়। যদিও এই খবর নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি নিজেও, পাশাপাশি চ্যানেলের তরফ থেকেও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শীঘ্রই এক জনপ্রিয় বাংলা চ্যানেলের পর্দায় মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। দীর্ঘদিনের বিরতির পর আবার ধারাবাহিকে কাজ করতে চলেছেন এই গুণী অভিনেত্রী।
আরও পড়ুনঃ “তিনি যাকে পান, তার সঙ্গেই শুয়ে পড়েন”— অনস্ক্রিনে প্রেম, অফস্ক্রিনে নোংরামি! ইন্ডাস্ট্রির এক স্বনামধন্য অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর!
শোনা যাচ্ছে স্টার জলসায় আবারো এক মেগাতে নায়িকা হচ্ছেন শোলাঙ্কি রায়। এই নতুন ইনিংসে কে থাকবেন তাঁর বিপরীতে, কিংবা ঠিক কবে থেকে শুরু হবে শুটিং—তা এখনই জানা না গেলেও দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আপাতত মুম্বই নয়, কলকাতাতেই থাকবেন অভিনেত্রী। অভিনয়ের যে মাটিতে তাঁর শিকড়, সেই ছোটপর্দাতেই আবার একবার নিজেকে মেলে ধরতে চলেছেন শোলাঙ্কি রায়। দর্শকদের জন্য নিঃসন্দেহে এটা একটা বড় খবর, আর অভিনেত্রীর অনুরাগীদের কাছে তো রীতিমতো নতুন বছরের উপহারের সমান!