পর্দার হাসির রাজা আজ বেকার! একসময়ের পর্দা কাঁপানো কমেডি আইকন এখন অর্থকষ্টে ? কেমন আছেন লামা হালদার?

বিনোদন জগতে (Entertainment Industry) এমন অনেক চেনা মুখ রয়েছেন, যাঁরা একসময় দর্শকের মন জয় করেছিলেন তাঁদের অভিনয়ের গুণে। হাস্যরস (Comedy) কিংবা পার্শ্বচরিত্র (Side Role), যাই হোক না কেন তাঁদের উপস্থিতি দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তবে সময়ের সাথে তাল মেলাতে না পারলে, ধীরে ধীরে সেই পরিচিত মুখ হারিয়ে যেতে শুরু করেছে। সময়, পরিস্থিতি, আর সুযোগ, এই ত্রিমুখী চাপে পড়ে অনেক প্রতিভাই কোথাও যেন উধাউ হয়ে যাচ্ছেন।

এখনকার টেলিভিশন থেকে শুরু করে চলচ্চিত্র সবই নতুনদের দখলে। প্রতিদিনই সেখানে আসছে নতুন নতুন মুখ, নতুন চরিত্র আর গল্প। তবুও কিছু পুরনো মুখের কথা মনে পড়লে যেন একটা নস্টালজিয়া ভর করে দর্শকের মনে। কোথায় গেলেন তাঁরা? কেন এখন দেখা যায়না আর পর্দায়? অনেকেই ভাবেন, হয়তো ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন, কেউ বা ধরে নেন, ইচ্ছে করেই সরে গিয়েছেন লাইমলাইট থেকে। কিন্তু বাস্তবটা অনেক সময়ই একেবারে আলাদা।

একসময় যাঁর হাসির ছোঁয়ায় জমে উঠত পর্দার গল্প, যাঁর উপস্থিতিতে পার্শ্বচরিত্রগুলো পেত আলাদা প্রাণ, আজ তিনিই যেন একরকম প্রাণহীন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিমত জানিয়ে তিনি বলেন, “আমি এখনও অভিনয় করতে পারি। ভালো চরিত্র পেলে অবশ্যই করব।” তিনি আর কেউ নন,—অরিন্দম হালদার (Arindam Halder)। ইন্ডাস্ট্রির মানুষ তাঁকে চেনেন ‘লামা হালদার’ (Lama Halder) নামেই। একসময়ের জনপ্রিয় কমেডি অভিনেতা, যাঁর প্রতিটি অঙ্গভঙ্গিতেই ছিল হাসির ছোঁয়া।

আজ তিনিই অনেকটাই আড়ালে হাস্যরসহীন জীবন কাটাচ্ছেন। অভিনয়ের প্রতি তাঁর ভালোবাসা আজও অটুট। তবে তিনি মানেন, সব দোষ একা পরিচালকদের নয়। অনেক সময় পরিচালকরাও এত নতুন মুখের ভিড়ে পুরনোদের কথা ভুলে যান। অভিনেতা অকপটেই স্বীকার করেন নিজের ব্যর্থতার কথা। তিনি নিজে খুব একটা মিশুকে প্রকৃতির নন, পিআর বলতে গেলে নেই। ঘরকুনো স্বভাবের জন্য প্রচারের আলোয় থাকেন না।

আরও পড়ুনঃ দীপার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে সোনা! ‘নিম ফুলের’ গন্ধ এবার ‘অনুরাগের ছোঁয়াতে’! ‘বাবুউউর মা’ এবার রুডির মা! অরিজিতার আগমনে দ্বিগুণ উত্তেজনা অনুরাগে!

অথচ তাতে তাঁর কোনও আক্ষেপ নেই। দশ-বারো বছর আগে হয়তো হত, কিন্তু আজ তিনি জীবনের ছন্দ খুঁজে নিয়েছেন নিজের মতো করে। অভিনেতা বলেন, “লাইমলাইটে না থাকলেও, আমার কাজ দর্শকের মনে রয়ে গেছে। তাই আজও যখন কেউ বলেন, ‘আরে আপনি তো লামা হালদার!’ তখন যেন একটা পুরনো দিনের আলো ছুঁয়ে যায়।” ইন্ডাস্ট্রি বদলেছে, বদলেছে মানুষের রুচি, কিন্তু এই মানুষটা এখনও বিশ্বাস রাখেন নিজের উপর।