বাংলা টেলিভিশনের পর্দায় এবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবে সবাই! রান্নাঘর নয়, এ যেন ভবিষ্যতের আয়নার সামনে দাঁড়িয়ে বাংলা দর্শক। নিশ্চই ভাবছেন কি এমন ঘটতে চলেছে? তাহলে শুনুন, আগামী ২৩ এপ্রিল ‘জি বাংলা রান্নাঘর’ (Zee Bangla Rannaghor) -এর মঞ্চে যে ঘটতে চলেছে এক নজিরবিহীন ঘটনা, যা দেখে চমকে উঠবেন সকলেই! জি বাংলা রান্নাঘর বরাবরই জড়িয়ে আছে বাঙালি আবেগের সঙ্গে। দীর্ঘদিন ধরে চলা এই অনুষ্ঠানটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় একসময় চ্যানেল কর্তৃপক্ষ।
কিন্তু দর্শকের ভালোবাসায় সঞ্চালিকা ‘কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের’ (Koneenica Banerjee) হাত ধরে আবারো ফিরে আসে এই রান্নাঘর। আসন্ন বুধবার প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় এক কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial intelligence) সম্পন্ন রোবট রান্না করবে জাতীয় চ্যানেলে! হ্যাঁ, ঠিকই পড়েছেন, মানুষের মতো দেখতে ‘উমা’ নামের এই রোবট (Robot)এবার দর্শকের সামনে তুলে ধরবে তার রান্নার জাদু। লাল-সাদা শাড়ি, সোনার গহনা, আর হাতে মশলার ট্রে! দর্শকদের তো ঝটকা লাগবেই, কিন্তু প্রথম ধাক্কাটা খেয়েছেন কে জানেন?
সঞ্চালিকা কনীনিকা বন্দ্যোপাধ্যায় নিজেই! নিজের যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি এই ঘটনা। এককালে যেই শো’তে ঘরোয়া থেকে মিশলিন স্টার রাধুনিদের প্রতিভা উঠে আসত, সেখানে এখন প্রযুক্তির এক আশ্চর্য আবিষ্কার জায়গা নিতে প্রস্তুত। উমার আগমন যেন শুধুই এক পর্বের বিনোদন নয়, বরং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, যেখান থেকে হয়ত শুরু হবে নতুন যুগ। রোবট উমার প্রতিটা গতিবিধি এবং কণ্ঠস্বর এতটাই নিখুঁতভাবে করা,যে মুহূর্তে মনে হতে পারে
এই তো কোনও বাঙালি গৃহবধূ রান্নাঘরে রান্না করছে। অথচ সে কোনো মানবী নয়, এক নিখুঁত প্রযুক্তি-নির্মিত অবয়ব। এই পর্বে সে শুধু রান্না নয়, উপস্থাপনাও করবে বাঙালিয়ানার মেজাজে। বোঝাই যাচ্ছে, এবার রান্নার আসরেও আধিপত্য বিস্তার করতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। টেলিভিশনের পর্দায় এমন ঘটনা আগে কখনও দেখা যায়নি, আর তাই দর্শকদের আগ্রহ তুঙ্গে। একদিকে ভবিষ্যতের প্রযুক্তি, অন্যদিকে বাঙালির ঘরের স্বাদ,
আরও পড়ুনঃ ভগবানকে সাক্ষী রেখে বিয়ে হল শুভ-আদি’র! দেখে কান্নায় ভেঙে পড়লো মোহনা! এবার কি তবে ভিলেন হয়ে আদি-শুভর জীবন ধ্বংস করবে মোহনা?
এই দুইয়ের মিশেলে তৈরি হচ্ছে এক নতুন জগৎ। যা হয়তো রিয়ালিটি শোর সংজ্ঞাই বদলে দেবে। এই এপিসোড শুধু রান্না শেখার নয়, বরং প্রযুক্তি আর আবেগের যুগলবন্দী উপভোগ করার সুযোগ। তাই কেউ এই ঐতিহাসিক মুহূর্ত মিস করবেন না! আগামী ২৩ এপ্রিল, বিকেল ৪টে, ‘জি বাংলা রান্নাঘর’-এ চোখ রাখতেই হবে, যেখানে ভবিষ্যতের ইতিহাস লেখা হতে চলেছে। উমার হাত ধরে টেলিভিশনের রান্নাঘর পেরিয়ে যাচ্ছে কল্পনার গণ্ডি, আর আপনিই হতে পারেন এই যাত্রার প্রত্যক্ষ সাক্ষী।