অনেক হল জলসায়! এবার প্রতীক জি বাংলায়! নতুন পরিচয়ে, নতুন ধারাবাহিক নিয়ে জি’র পর্দায় ফিরছেন মহারাজ! বিপরীতে নায়িকা কে জানেন?

বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছে প্রতীক সেন আজ কোনও নতুন নাম নন। যাঁরা নিয়মিত স্টার জলসার ধারাবাহিক দেখেন, তাঁদের কাছে এই নাম অত্যন্ত পরিচিত। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মোহর’-এর শঙ্খ স্যার চরিত্র দিয়ে প্রতীকের কেরিয়ারে যেমন নতুন মোড় এসেছিল, তেমনি দর্শকরাও পেয়েছিল এক নতুন নায়ক, যাঁর অভিনয়ে ছিল বিশ্বাসযোগ্যতা, সংযম আর গভীরতা। তাঁকে ঘিরে টেলিভিশন প্রেমীদের আগ্রহ সেই সময় থেকে ক্রমশ বেড়েই চলেছে।

বাংলা সিরিয়ালের ভক্তরা জানেন, টেলিপাড়ার অভিনেতাদের ব্যক্তিগত ও পেশাগত চলাফেরা দর্শকদের কাছে যতটা আগ্রহের, তার থেকেও বেশি আগ্রহের হয়ে ওঠে তাঁদের পরবর্তী প্রজেক্টের খবর। কবে, কোথায়, কোন চরিত্রে, কোন নায়িকার বিপরীতে—সবটাই নিয়ে চলে নানা চর্চা। প্রতীক সেন, যিনি শুধু দর্শকদের নয়, প্রযোজকদের কাছেও এখন ভরসার নাম, সম্প্রতি আবারও খবরে উঠে এসেছেন। তাঁর অভিনয় যাত্রা কোথায় নতুন মোড় নিতে চলেছে, তাই নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে।

Pratik Sen, Uraan, Bengali Serial, Star Jalsha, উড়ান, বাংলা সিরিয়াল, স্টার জলসা, প্রতীক সেন

টেলিপাড়ার অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, প্রতীক সেন এবার নাকি জি বাংলার একটি নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। যদিও এখনও চ্যানেলের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ভক্তমহলে এই খবরে ব্যাপক উত্তেজনা। এর আগে ‘মোহর’, ‘এক্কা দোক্কা’, এবং সাম্প্রতিক ‘উড়ান’-এ তাঁর চরিত্র ছিল সম্পূর্ণ আলাদা ঘরানার। ‘উড়ান’-এ মহারাজ চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিজের লুক, ওজন—সবকিছু বদলে ফেলেছিলেন। এমন আত্মনিবেদিত অভিনয়শিল্পী যখন এক চ্যানেল ছেড়ে অন্য চ্যানেলে পা রাখেন, তখন তা যে আলোচনার কেন্দ্রবিন্দু হবে, তা বলাই বাহুল্য।

‘উড়ান’ ধারাবাহিকে রত্নপ্রিয়া দাসের সঙ্গে প্রতীকের রসায়ন ছিল নজরকাড়া। কিন্তু এবার শোনা যাচ্ছে, জি বাংলার নতুন ধারাবাহিকেও তাঁকে দেখা যাবে একদম নতুন নায়িকার সঙ্গে, একদম ভিন্ন ধরনের চরিত্রে। ধারাবাহিকটি নিয়ে চ্যানেল অনেকটাই গোপনীয়তা বজায় রাখছে। তবে সূত্রের খবর অনুযায়ী, গল্পটি হতে চলেছে আধুনিক এবং সামাজিক প্রেক্ষাপটে তৈরি এক সংবেদনশীল প্রেমকাহিনি। প্রতীক সেখানে এক দায়িত্ববান কিন্তু মানসিকভাবে জর্জরিত ব্যক্তির চরিত্রে অভিনয় করবেন।

আরও পড়ুনঃ ভারত-পাক সীমান্তে উত্তেজনা, নিজের ছবিতে ‘অপারেশন সিঁদুর’ লিখে পোস্ট অভিনেতা জনের! ‘লোক দেখানো দেশপ্রেম না দেখালেই হয় না!’, ‘ক্যাবলা কোথাকার’ তীব্র কটাক্ষ নেটিজেনদের

অবশেষে ইন্ডাস্ট্রি সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রতীক সেনকে জি বাংলার একটি নতুন প্রাইমটাইম ধারাবাহিকে দেখা যাবে বলেই সম্ভাবনা প্রবল। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি, তবু ধারাবাহিকটির প্রস্তুতি, শ্যুটিং লোকেশন এবং কাস্টিং ডিরেক্টরের ঘন ঘন জি বাংলার অফিসে যাতায়াত এই সম্ভাবনাকে আরও জোরদার করেছে। সব ঠিক থাকলে শিগগিরই স্টার জলসার ‘মহারাজ’ থেকে বদলে যেতে চলেছে পরিচিতি—প্রতীক সেন, জি বাংলার নতুন মুখ! এখন শুধু সময়ের অপেক্ষা, কবে চ্যানেল ঘোষণা করে এই বহু প্রতীক্ষিত খবরটি।

You cannot copy content of this page