“পর্দার আর বাস্তবের শ্রীময়ী এর মধ্যে কোনও তফাৎ নেই!” “একে কাজের লোকের চরিত্রেই মানায়, আভিজাত্যপূর্ণ চরিত্র এর নয়”— ‘বুলেট সরোজিনী’তে শ্রীময়ীয়ের অভিনয় দেখে ক্ষুব্ধ দর্শক! তুলছেন পাল্টানোর দাবি!

টিভির পর্দায় মুখ ভার করে দাঁড়িয়ে রয়েছেন তিনি। গলায় মুক্তোর হার, কানে হীরের দুল, কপালে বড় টিপ, সবকিছু ঠিকঠাক। শুধু একটাই সমস্যা— যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন ‘শ্রীময়ী চট্টোরাজ’ (Sreemoyee Chattoraj)। আর যেই ধারাবাহিকের কথা হচ্ছে — ‘বুলেট সরোজিনী’ (Bullet Sarojini)। সাবেকি সঙ্গীতশিল্পী রাগিণী চ্যাটার্জীর ভূমিকায় অভিনয় করছেন এখানে শ্রীময়ী। সদ্যই মেয়ের ছয় মাস সম্পন্ন হতেই, তিনি ফিরে এসেছেন অভিনয় জগতে।

স্টার জলসায় সদ্য শুরু হয়েছে এই ধারাবাহিক। প্রথমেই একে বিকেলের স্লট দেওয়া হয়েছে, যা নিয়ে দর্শকদের মনে ক্ষোভের শেষ নেই। এদিকে একজন রাশভারী চরিত্রে, বলতে গেলে গল্পের ভিত্তি সে, সেখানে অভিনয় করছেন শ্রীময়ী? দর্শক বলছেন, “এই কে দেখে মনে হচ্ছে যেন কেউ জোর করে স্ক্রিপ্ট মুখস্থ করিয়ে দিয়েছে! ওনার চোখ-মুখের এক্সপ্রেশন আর সংলাপ বলার ধরণ, সবটাই যেন পুতুলের মতো সাজানো, প্রাণহীন!”

অনেকে সরাসরি কটাক্ষ করেছেন, “অভিনয় একদমই আসে না, এত কষ্ট করে স্ক্রিপ্ট বলছে যেন প্রোম্পটার সামনে আছে।” কেউ আবার লিখেছেন, “শ্রীময়ীকে দেখে মনেই হচ্ছে না তিনি এই চরিত্রে অভিনয় করতে পারবেন। বরং একটা বাড়ির কাজের লোকের চরিত্রে বেশি মানায়, এই অভিজাততার ভার একেবারেই বইতে পারছেন না।” এমন নানান প্রতিক্রিয়ায় ভরে উঠেছে সমাজ মাধ্যম, যা দেখে স্পষ্ট—দর্শকের একটা বড় অংশ এই কাস্টিং নিয়ে ভীষণ বিরক্ত।

ধারাবাহিকে নতুনত্ব আনতে গিয়েই যদি ভুল অভিনেতা বা অভিনেত্রীকে এমন গুরুত্বপূর্ণ চরিত্রে বসানো হয়, তাহলে যে বিপত্তি ঘটতে পারে, এখন দর্শক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেটা। সমাজ মাধ্যমে একাধিক দর্শক এই চরিত্রের জন্য অন্য কাউকে আনার দাবি জানিয়েছেন। একজন তো সোজাসুজি লিখেছেন, “সবাই ভালো অভিনয় করছে, শুধু উনি একাই যেন নষ্ট করে দিচ্ছেন সবকিছু।”

আরও পড়ুনঃ কমলিনী গেলো নতুনের ফ্ল্যাটে! ডল আজ মনের কথা বলল স্বতন্ত্রকে! নতুন বৌঠান ও ঠাকুরপোর মধ্যে কি আদৌ দূরত্ব কমবে? ধুন্ধুমার পর্ব চিরসখাতে

একজন দর্শক আরও তীব্র কটাক্ষ করে বলেছেন “পর্দার চরিত্র আর বাস্তবের শ্রীময়ী এক। যা দেখছি পর্দায়, সেটাই যেন রিয়েল লাইফ পার্সোনালিটি।” এর থেকে বোঝাই যাচ্ছে যে পর্দায় অভিনয়ের ছাপ এতটাই ফিকে যে, দর্শক মনে করছেন এটা বাস্তবের শ্রীময়ী তবে অন্য রূপ, যে একটু দাম্ভিক, মুখে বড় বড় কথা বলা এক মহিলা।
সব মিলিয়ে বলাই যায়, দর্শকদের কথা হলো—সাজগোজ দিয়ে চরিত্রের গাম্ভীর্য ধরা যায় না, তার জন্য দরকার অভিনয়। আপনাদের কি মতামত? জানাতে শুরু না কিন্তু।

You cannot copy content of this page