ব্যাকগ্রাউন্ডে তুষারপাত, কিন্তু আদৃত-মোহনার প্রেমে গ্রীষ্মকাল! পিছনে জ্যাকেট পড়ে লোকজন, সামনে স্লিভলেসে মোহনা! গৃহপ্রবেশে গরিবের গ্রাফিক্স আর ঋতু পরিবর্তনের বহর দেখে হেসে খুন নেটিজেনরা!

স্টার জলসার ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) গ্রাফিক্স এর বেহাল দশা নিয়ে কটাক্ষের শিকার হয়েছে কিছুদিন আগেই। আর এবার নতুন করে দর্শকদের চোখে পড়লো এমন এক ব্যাপার যা নিয়ে শুরু হয়েছে তুমুল হাসাহাসি। নিউইয়র্কের রাস্তায় প্রেম জমাচ্ছেন ধারাবাহিকের চরিত্ররা, আর পেছনে দেখা যাচ্ছে জুনিয়র আর্টিস্টদের গায়ে জ্যাকেট, টুপি আর মাফলার!

মানে একদিকে প্রেমের আগুন, আর অন্যদিকে বরফের তুষারপাত! স্টার জলসা যেন আবহাওয়া পরিবর্তনের নতুন সংজ্ঞা লিখতে চলেছে। গল্পে নিউইয়র্ক দেখানোর চেষ্টা বেশ কিছুদিন ধরেই চলছে। তবে যা দেখানো হচ্ছে, তা দেখে দর্শকরা বেজায় চটেছেন। দর্শকদের প্রশ্ন, এই কী তাহলে আসল গ্লোবাল ওয়ার্মিং? যেখানে চরিত্ররা শাড়ি আর স্লিভলেস ব্লাউজ পড়ে দিব্যি হাঁটছেন নিউইয়র্কের রাস্তায়, অথচ চারপাশের মানুষজন বরফে গুটিয়ে!

আবার কেউ বলেছেন, “কে বলেছে ধারাবাহিক গুলো বাস্তবতার ছোঁয়া দেয় না? এখানে তো আসল ঋতু পরিবর্তন দেখানো হচ্ছে, সামনে বসন্ত আর পেছনে শীত।” এমনই এক দৃশ্য সম্প্রতি সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে যেখানে আদৃত আর মোহনা ব্যাকগ্রাউন্ডে স্পষ্ট ফেক নিউইয়র্ক ভিউ নিয়ে বেঞ্চে বসে আছেন। পেছনে বরফের মধ্যে হাঁটা লোকজনকে দেখে একজন নেটিজেন লিখেছেন, “এটা গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রতিচ্ছবি!

আমাদের নায়ক নায়িকারা জন্ম থেকে হিউম্যান হিটার নিয়ে আসে, তাই তুষারঝড়েও শাড়ি আর স্লিভলেসে প্রেম।” একজন বলেছেন, “ফ্রন্ট ক্যামেরায় এই প্রেম, ব্যাকগ্রাউন্ডে বরফ! হাই বাজেটের ছবিতেও দেখা যায়না।” আবার কেউ লিখছেন, “এটা গৃহপ্রবেশ নয়, ঠান্ডা প্রবেশ!”আবার কেউ বলছেন, “স্টার জলসা এবার হিটার কোম্পানি খুলে ফেলুক, যাতে আমরাও এরম করতে পড়ি শীতকালে।”

আরও পড়ুনঃ প্রা’ণনা’শের হুমকি! ৯ ঘণ্টা স্টেশনে, নিউমোনিয়ায় অসুস্থ ডলি বসু! সেই রাত হতে পারত জীবনের শেষ রাত, ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন প্রবীণ অভিনেত্রী!

এমনকী কেউ কেউ ধারাবাহিকের নাম বদলে “শীতপ্রবেশ” রাখার দাবিও জানিয়েছেন! কেউ কেউ তো বলেছেন শীতের সাথে এটা অবিচার হচ্ছে, শীত পড়ছে কিন্তু নায়ক নায়িকাকে ছুঁতে পারছে না! দর্শকদের একাংশ এই পরিস্থিতিতে রীতিমতো ক্লান্ত। তাঁদের দাবি—এই বাজে গ্রাফিক্স আর চিত্রায়নের ফলে গল্পের আসল আবেগই উধাও হয়ে যাচ্ছে। এতদিন অনেক হয়েছে বিদেশ, এবার স্বদেশে ফিরুন বা আসল নিউইয়র্কেই যান!