টলিউডে ‘ইন্টেলেকচুয়াল হিরো’ বললেই প্রথম নাম আসে তিনি ‘অনির্বাণ ভট্টাচার্য’ (Anirban Bhattacharya)। কখনও থিয়েটারে, কখনও বড়পর্দায় কিংবা ওয়েব সিরিজে—চরিত্রের গভীরে প্রবেশ করে অভিনয়ে বাজিমাত করেছেন তিনি। তবে এই মুহূর্তে অনির্বাণের হাতে নেই কোনও নতুন কাজ। ‘রঘু ডাকাত’ ছবির শুটিং শেষ করলেও এরপর থেকে আর কোনও অভিনয়ের প্রস্তাব আসেনি তাঁর কাছে, এমনটাই অকপটে জানালেন অভিনেতা।
সম্প্রতি ‘হুলিগ্যানিজম’-এর একটি গানের ভিডিওর সিকুয়েলে অংশ নেওয়ার কথা ছিল অনির্বাণের। কিন্তু টেকনিশিয়ান গিল্ডের সঙ্গে সংঘাতে ফল স্বরূপ সেই শুটিংও সম্ভব হয়নি তাঁর পক্ষে। এখানেই থেমে থাকেননি তিনি—জানিয়েছেন, অনেকদিন ধরেই নতুন কোনও সিনেমা বা সিরিজের প্রস্তাব পাননি। আগামী কয়েক মাস যদি একইরকম কাটে, তাহলে নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলতে হতে পারে, এমন মন্তব্যও করেন অভিনেতা নিজেই।
অনির্বাণ স্পষ্ট বলেন, “পরবর্তী তিন-ছ’মাস এই হাল থাকলে বুঝবেন আমার ঘটি-বাটি-চটি সব গেল, এমনকি অভিনয়টাও গেল!” তবে এই হালেও অভিনয় ছেড়ে দেওয়ার কোনও ইচ্ছা তাঁর নেই। বরং থিয়েটার মঞ্চ কিংবা খোলা রাস্তাই হয়ে উঠতে পারে তাঁর আগামী অভিনয়স্থল। তিনি বলেন, “আমার কাছে তো মঞ্চ আছে, আমি রাস্তার উপরেও অভিনয় করতে পারি। ক্যামেরার সামনে থাকব না হয়তো, কিন্তু অভিনয় কখনো ছাড়ব না।”
এই পরিস্থিতিতে অনেকেই পাশে দাঁড়াতে ইচ্ছুক, কিন্তু অনির্বাণ চান না সহানুভূতি। বলছেন, “আমার পাশে দাঁড়াতে বলি না কাউকে, আমি নিজেই আমার লড়াই চালিয়ে যাব।” শিল্পীর এই মনোভাব আরও একবার প্রমাণ করল, টলিউডে অভিনয়ের বাইরে এক জন ব্যক্তি রয়েছেন, যিনি কেরিয়ারের শূন্যতাকেও সাহসের সঙ্গে মেনে নিতে জানেন। বর্তমানে কবে ফের পর্দায় ফিরবেন অনির্বাণ, তা বলা মুশকিল।
আরও পড়ুনঃ দীর্ঘ জল্পনার অবসান! ভেঙে গেল সুস্মিতা-সব্যসাচীর দাম্পত্য! পরস্পরের সম্মতিতে আলাদা হচ্ছেন দুজনে! সব্যসাচীর পোস্টে চূড়ান্ত স্বীকারোক্তি, জন্মদিনে বিচ্ছেদে সিলমোহর দিলেন সুস্মিতাও!
অবসাদের মাঝে আশার আলো জ্বেলে রেখেছেন অনির্বাণ। অভিনয়ই তাঁর ধ্যান, অভিনয়ই তাঁর অস্তিত্ব। পর্দা থাক বা না থাক, মঞ্চই অনির্বাণের চিরন্তন ঠিকানা। তাঁর বিশ্বাস— আত্মবিশ্বাস আর থিয়েটারের প্রতি ভালোবাসাই তাঁকে এগিয়ে নিয়ে যাবে। অনুরাগীরা তাই অপেক্ষায়, আবার কবে রূপোলি পর্দায় ফিরবেন তাঁদের প্রিয় পরিচালক এবং অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।