জুলাইয়ে জমজমাট টিআরপির লড়াই! সিংহাসনে ‘পরশুরাম’, ফুলকির দাপটও চমকে দিল! জগদ্ধাত্রী-রাঙামতির হাড্ডাহাড্ডি লড়াই! জি বনাম স্টার, ধারাবাহিকের যুদ্ধে কে বাজিমাত করল?

নতুন মাসের নতুন সপ্তাহ, আর সঙ্গে সঙ্গেই প্রকাশ পেল বাংলা টেলিভিশনের (Bengali Television) ‘টিআরপি’ (TRP) তালিকা (TRP List)। জুলাই মাসের প্রথম সপ্তাহের রেটিং যেন আরও একবার প্রমাণ করে দিল, দর্শকের হৃদয়ে স্থান করে নেওয়ার লড়াইয়ে কোনওভাবেই কমতি রাখছে না বাংলা ধারাবাহিকগুলি। প্রতিবারের মতো এবারও শীর্ষস্থান নিয়ে উত্তেজনার পারদ চড়েছে চূড়ায়। তবে একেবারে সিংহাসনে কে বসেছেন জানেন?

আবারও এককভাবে শীর্ষস্থান দখল করে নিয়েছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayok)। এই ধারাবাহিক যেন নিজের নামের মতোই ধারাল এবং অবিচল। ৭.৪ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকার শীর্ষে থাকা ‘পরশুরাম’ এবারও প্রমাণ করে দিল— সামাজিক বার্তা আর এক নির্ভীক নায়কের গল্প দর্শকদের মন কাড়তে বাধ্য। ধারাবাহিকের প্লট আর চরিত্ররা এই জনপ্রিয়তার মূল চাবিকাঠি।

দ্বিতীয় স্থানে উঠে এসেছে জি বাংলার ‘ফুলকি’ (Phulki)। ৭.৩ রেটিং নিয়ে এই ধারাবাহিক আবারও স্পষ্ট করে দিল, একটি সাধারণ মেয়ের অসাধারণ যাত্রা কেমন করে দর্শকের ঘরে ঘরে পৌঁছে যেতে পারে। বড় রাজার কাঁধে বয়ে চলা অতীত, ফুলকির আত্মপরিচয় ও সিংহাসনের সংঘাত—সবকিছু মিলিয়ে এবারও দর্শক টিভির পর্দায় চোখ রেখেই ছিলেন। টিআরপি বলছে, ফুলকির পথচলা ক্রমশ আরও শক্তিশালী হচ্ছে।

তৃতীয় স্থানে উঠে এসেছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)। ৭.০ রেটিং পাওয়া এই জি বাংলা ধারাবাহিক আগের চেনা গতি থেকে কিছুটা সরে এলেও, প্রধান চরিত্রের লড়াই এবং নতুন মোড়গুলো এখনো দর্শকের আগ্রহ ধরে রেখেছে। চরিত্রের রূপান্তর, আত্মসংঘাত এবং দায়িত্ববোধের দ্বন্দ্ব—সব মিলিয়ে ‘জগদ্ধাত্রী’ এখনো টিআরপির লড়াইয়ে টিকে আছে।

এই সপ্তাহে চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), রেটিং ৬.৬। কিছুটা পয়েন্ট নামলেও ধারাবাহিকের প্রতি আগ্রহে ভাটা পড়েনি। পঞ্চম স্থানে আছে ‘পরিণীতা’ (Parineeta)। ৬.৫ রেটিং নিয়ে এই ধারাবাহিক যেন সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন মুহূর্তে দর্শককে টেনে রেখেছে। পারুল-রায়ানের সম্পর্কের উত্থান-পতন, পারিবারিক জটিলতা নিয়েই এগোচ্ছে এই ধারাবাহিক।

আরও পড়ুনঃ স্বামীর একের পর এক সম্পর্কে বিধ্বস্ত! মেয়ের সামনেই মারধর! অবশেষে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে অভিনেত্রী স্বর্ণকমল দত্ত

এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 1st Week of July | 3rd July | Thursday | BT •• পরশুরাম 7.4 2nd •• ফুলকি 7.3 3rd •• জগদ্ধাত্রী 7.0 4th •• রাঙামতি 6.6 5th •• পরিণীতা 6.5

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।