এই পুজোয় আবার পর্দায় ফিরছে দেব–ইধিকা (Dev-Idhika Paul) জুটি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত অ্যাকশনের ছবি ‘রঘু ডাকাত’-এর (Raghu Dakat) শুটিং সদ্য শেষ হয়েছে, আর ছবির গানের ডান্স সিকোয়েন্স শুট করতে নায়ক–নায়িকা উড়েছিলেন দূর থাইল্যান্ডে। গত শীতের ব্লকবাস্টার সাফল্যের পর এটাই তাঁদের পুনর্মিলন, ফলে মুক্তির দিন ঘোষণা হওয়ার আগেই টালিগঞ্জ থেকে সিনেপ্রেমী দর্শক—সকলেরই আগ্রহ তুঙ্গে।
থাইল্যান্ডের ঝলমলে লোকেশনে রাত–দিনের লম্বা শিডিউল মিটে যাওয়ার পরে ইধিকা আপাতত ছুটিতে। সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপনের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন, ফটোশুটও সেরে ফেলেছেন, তবে নতুন কোনও কাজের কথা এখনও আলোচনায় আসেনি। তাহলে কি বিরতি নিলেন পর্দা থেকে? সংবাদমাধ্যমকে নির্ভার গলায় জানালেন ইধিকা,“এখন একটু বিশ্রামই চাই, সবসময় তো দৌড়নো যায় না!” প্রসঙ্গত, ইধিকার বড় পর্দার উত্থান শুরু বাংলাদেশের দিক থেকে।
শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ তাঁকে মুহূর্তে সুপারস্টার বানায়। ছবির সাফল্যের রেশ লন্ডনের বাংলা প্রিমিয়ারে পৌঁছে যায়। সেই জনপ্রিয়তার ঢেউয়ে ভেসেই তিনি ফের শাকিবের সঙ্গে ‘বরবাদ’ করেন, যা দেশের বাজারে টানা হাউসফুল। দুই বাংলা মিলিয়ে অভিনেত্রীর গ্ল্যামার ও পারফরম্যান্স তখন থেকে আলোচনার কেন্দ্রে। এ দিকে বাংলার দর্শকের কাছে ইধিকা পাল নতুন মুখ নন। দেবের বিপরীতে ‘খাদান’-এ তাঁর ‘কিশোরী’ গান বিপুল ভাইরাল হয়েছিল।
তেমনি ছবিটি তিন কোটির বেশি ব্যবসা করে ইন্ডাস্ট্রির মুখ রক্ষে করে। তাই ‘রঘু ডাকাত’-এ তাঁদের জুটিকে ঘিরে প্রত্যাশা স্বাভাবিক ভাবেই বাড়তি। পুজোর ভিড়ে যখন একের পর এক বিগ বাজেট ছবি মুক্তি পাবে, তখন দেব–ইধিকার যুগলবন্দি যে বক্স-অফিসে বড়সড় ঝড় তুলবে, এই বিশ্বাস রয়েছে প্রযোজক–হল মালিক সকলেরই। তবে এই ঝলমলে সফরের শুরু ছোট পর্দা দিয়ে। ‘আরব্য রজনী’তে পরির পোশাকে নাচ–গান।
আরও পড়ুনঃ “অভিনয় ছাড়িনি, কারণ নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম”— কাছের মানুষদের সন্দেহ পেরিয়ে অভিনেত্রী জীবনের গল্প বললেন মৌসুমী সাহা!
এরপরেই রাজ চক্রবর্তীর ‘কপালকুণ্ডলা’য় নায়িকা হিসেবে তাঁর সাবলীল উপস্থিতি নজর কাড়ে। পরে ‘রিমলি’ আর ‘পিলু’র মতো ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা পোক্ত করেন। তবু ইধিকা স্পষ্ট জানিয়েছেন, আপাতত টেলিভিশনে ফিরে যাওয়ার পরিকল্পনা নেই, বড় পর্দার নতুন চরিত্র, নতুন গল্পেই নিজেকে ছড়িয়ে দিতে চান। স্বপ্ন দেখেন, দুই বাংলার শীর্ষ নায়কদের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ব্লকবাস্টার উপহার দেবেন। আর সেই লক্ষ্যেই অবসরটুকুকেও আগামী লড়াইয়ের প্রস্তুতি বানাচ্ছেন।