পা ভাঙা, বন্ধু বঞ্চনা আর ইউটিউব ট্রোল! আবেগঘন ভিডিওতেই আবার ট্রোলের শিকার সায়ন্ত মোদক!

চার মাসের নিরবতা ভেঙে আবার ইউটিউবে ফিরলেন সায়ন্ত মোদক। যার ভিডিওতে একসময় ছিল তীক্ষ্ণ কটাক্ষ, বিদ্রুপ আর নেটদুনিয়ার রসদ, সেই তিনিই হঠাৎ করে উধাও হয়ে যাওয়ায় উঠেছিল নানা প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় কানাঘুষো চলছিল, ব্যক্তিগত জীবনের বিতর্ক, মানসিক চাপ, নাকি জনপ্রিয়তা কমে যাওয়া—কোনটা সত্যি? বহুদিন বাদে সেই সব জল্পনারই জবাব দিলেন তিনি নিজেই। তবে ভিডিওটি সামনে আসতেই ফের নেটিজেনদের ট্রোলের মুখে পড়লেন এই বিতর্কিত ইউটিউবার।

সায়ন্ত নিজের নতুন ভিডিওতে জানান, এই চার মাসে তার জীবনে যা ঘটেছে, তা জীবনের অন্যতম খারাপ সময়। ওই সময় একটি বড় দুর্ঘটনায় তার পা ভেঙে যায়, তখনও কারও সাহায্য পাননি বলে অভিযোগ তাঁর। এমনকি এক জনপ্রিয় ধারাবাহিকের শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে, তবে তিনি বারবার ভগবানের কাছে প্রার্থনা করতেন, যেন এই কাজটা হারাতে না হয়। সৌভাগ্যবশত, সিরিয়ালে তার পা ভাঙার ঘটনাকে স্ক্রিপ্টে অন্তর্ভুক্ত করে তাকে বাদ দেওয়া হয়নি। ভিডিওতে সায়ন্ত বলেন, ওই সময় অনেক ‘বন্ধু’ তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। কেউ কেউ অজুহাত দেয়—রাঁধুনি আসেনি, তাই সে আসতে পারবে না। এমনকী, ইউটিউব চ্যানেল থেকেও তখন সাবস্ক্রাইবার কমতে থাকে, যা আরও মানসিকভাবে ভেঙে দেয় তাঁকে।

দীর্ঘ বিরতির পর সায়ন্তের ইউটিউব ভিডিও মূলত এক আবেগঘন স্বীকারোক্তি। ব্যথা, একাকিত্ব, প্রত্যাখ্যান—সবকিছু খুলে বললেন তিনি। কিন্তু এখানেই আবার শুরু হয়েছে নয়া বিতর্ক। অনেকেই মন্তব্য করেছেন, “এই ভিডিওটাই স্ক্রিপ্টেড”, “এখানেও অভিনয়!”, আবার কেউ লিখেছেন, “পকেটে টান পড়েছে, তাই আবার ফিরেছে।” সায়ন্ত যেখানে নিজের দুর্দিনের কাহিনি শেয়ার করে একটু সহানুভূতির আশায় ছিলেন, সেখানে দর্শকের বড় অংশ তার সেই আবেগকে ‘নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন।

ভিডিওর কমেন্ট বক্স ভরে গেছে ট্রোল, কটাক্ষ আর রসিকতায়। কেউ লিখেছেন, “ মেয়েবাজ ছেলে একটা”, তো কেউ আবার বলেছেন, “নিজের গল্প বানিয়ে কান্নাকাটি করছে”—এমন মন্তব্যে ছেয়ে গিয়েছে সেকশন। অনেকে আবার সরাসরি কটাক্ষ করে বলেন, “তুই তো সবসময়ই স্ক্রিপ্ট নিয়ে চলে, এবারো সেটা-ই করছিস।” সায়ন্তর এই প্রত্যাবর্তন যে শুধুই সহজ নয়, তা স্পষ্ট বোঝা যাচ্ছে প্রতিক্রিয়ার বহর দেখলেই।

https://www.facebook.com/reel/617500641365884

আরও পড়ুনঃ ছবিতে স্পষ্ট ঘনিষ্ঠতা, ‘পরিণীতা’-র মল্লার ওরফে রিয়াজ প্রেমে পড়েছেন নায়িকার! অবশেষে মুখ খুললেন অভিনেতা! সম্পর্কে দিলেন কি সিলমোহর?

তবে সায়ন্তর একনিষ্ঠ অনুরাগীরা আবার মন্তব্য করছেন, “সব ভুলে ফিরে এসো, আমরা পাশে আছি।” সোশ্যাল মিডিয়া যেমন একদিকে নির্মম, অন্যদিকে সহানুভূতিতেও ভরপুর। এখন দেখার, এই প্রত্যাবর্তনের পরে সায়ন্ত আবার পুরনো জনপ্রিয়তা ফিরে পান কিনা। নাকি ট্রোলের ঝড়ে আরও একবার হারিয়ে যাবেন এই বিতর্কিত ইউটিউবার—সে উত্তর হয়তো সময়ই দেবে।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।