অচেনা ফোনে ভরসা করে সর্বস্ব খোয়ালেন রাহুল! চালাক থেকেও বোকা হলেন অভিনেতা! নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে সাইবার প্র’তা’রণার নিয়ে সতর্কবার্তা রাহুলের!

সাইবার অপরাধের (Cyber Scam) জাল ক্রমেই ঘন হয়ে উঠছে চারদিকে। প্রতিদিনই কোথাও না কোথাও সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও এই ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছেন। ব্যাংক থেকে ফোন, ইনশুরেন্স বা ওটিটি রিচার্জ—নানা কৌশলে ঘটে চলেছে অর্থ আত্মসাতের ঘটনা। এবার সেই তালিকায় জনপ্রিয় অভিনেতা ‘রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়’ (Rahul Arunoday Banerjee) নাম লেখালেন।

সম্প্রতি রাহুল জানিয়েছেন, তিনি এক প্রতারকের কাছে ৫৫০০ টাকা হারিয়েছিলেন। তবে সৌভাগ্যবশত পুলিশের সক্রিয় হস্তক্ষেপে সেই টাকা তিনি মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফিরে পেয়েছেন। এই ঘটনার পর গল্ফ গ্রিন থানার পুলিশ এবং সাইবার সেলকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিনি। অভিনেতার মতে, পুলিশের তৎপরতা না থাকলে হয়তো এই অর্থ আর ফেরত পাওয়া সম্ভব হত না।

কিন্তু কীভাবে প্রতারিত হলেন রাহুল? সম্প্রতি একটি নতুন গাড়ি কেনার পর তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। বলা হয়, গাড়ির ইন্সুরেন্স সংক্রান্ত কিছু জরুরি ফি বাবদ তাঁকে ৫৫০০ টাকা দিতে হবে। পরিস্থিতি এবং কথার ভঙ্গিতে বিষয়টি বিশ্বাসযোগ্য মনে হওয়াতেই তৎক্ষণাৎ তিনি টাকা পাঠিয়ে দেন। পরে গাড়ি সংস্থার সঙ্গে যোগাযোগ করতেই আসল সত্য সামনে আসে, এই দাবি পুরোপুরি ভুয়ো ছিল।

সবচেয়ে চমকে দেওয়া বিষয় হলো, প্রতারণার কাজে যে ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছিল, সেটি ছিল এক নির্দোষ ডেলিভারি বয়ের। রাহুল জানান, “ওই ছেলেটি জানতেই পারেনি তার নম্বর ব্যবহার করে অন্য কেউ প্রতারণা করছে। এতে আমার যেমন ক্ষতি হয়েছে, তেমনি ছেলেটির জীবনেও অযথা সমস্যা তৈরি হয়েছে।” অভিনেতা এই পরিস্থিতিকে ভয়াবহ এবং উদ্বেগজনক বলেই মনে করছেন।

আরও পড়ুনঃ “আমি না চাইতেই সন্তান আসছিল, আর ও প্রেমিকাকে নিয়ে হোটেলে!” — দাম্পত্যের ভয়াবহ অধ্যায়ের ফাঁস করলেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত!

রাহুল আরও বলেন, এতদিন ভেবেছিলেন তিনি অত্যন্ত সচেতন ও সতর্ক একজন মানুষ, যাঁর সঙ্গে এমন কিছু ঘটবে না। কিন্তু এই ঘটনাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, প্রযুক্তির যুগে প্রতারণার কৌশল এতটাই নিখুঁত যে তাতে কেউই নিরাপদ নয়। তবে এই ঘটনার পর থেকে তিনি সকলকে আরও বেশি সতর্ক থাকার বার্তা দিয়েছেন।