স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, কমলিনীকে নতুন উপদেশ দিচ্ছে। জীবনের অনেকগুলো বছর শুধু ছেলে-মেয়ে আর সংসারের কথা চিন্তা করে কাটিয়েছে কমলিনী, নতুন এবার সেই সব পিছুটান ঝেড়ে ফেলে কমলিনীকে শেষ জীবনটা নিজের ছন্দে কাটাতে বলে।
তারপর কমলিনীর পছন্দের কেক, ফল, ইত্যাদি সুন্দর করে নিজের হাতে গুছিয়ে খেতে দেয় নতুন। অন্যদিকে নতুনের কথায় আত্মবিশ্বাস ফিরে পেয়ে কমলিনী গান ধরে অনেক বছর পর। নতুন মুগ্ধ হয়ে কমলিনীর গান শুনতে থাকে, তারপর নিজের হাতে কমলিনীকে কেক খাইতে দেয়। আবেগাপ্লুত হয়ে কমলিনী নতুনকে বাবার প্রতিচ্ছবির আখ্যা দেয়।
কমলিনীর মুখে এই প্রশংসা শুনে নতুন একান্তে তাঁকে আলিঙ্গন করে জানায়, চিরসখা মানেই যার মধ্যে কখনও স্বামী, কখনও বাবা আবার কখনও বন্ধু খুঁজে পাওয়া যায়। এরপর দেখা যায় কমলিনীকে ফিরিয়ে নিয়ে যেতে তার বাপেরবাড়ির লোকেরা এসেছে। কমলিনীর শাশুড়ি এই বিষয়ে আপত্তি করলে, তার ছেলে চন্দ্রের কুকীর্তি মনে করিয়ে দেয় সবাই।
ছেলের কথা উঠতেই চুপ করে যান তিনি। চন্দ্রের খোঁজ করতেই জানা যায়, সে দ্বিতীয় স্ত্রী এবং মেয়েকে নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছে। এদিকে কমলিনীর দাদা পরিষ্কার করে জানিয়ে দেন, ইতিমধ্যেই গয়না চুরির অপবাদে চো’র বদনাম জুটেছে কমলিনীর কপালে। এরপর না মানুষ খু’নের দায়ে জেলে যেতে হয় তাঁকে।
আরও পড়ুনঃ মহালয়ার আগেই বড় পালাবদল! স্টার জলসায় আসছে ‘লক্ষ্মী ঝাঁপি’ও ‘কম্পাস’! নতুনদের জায়গা করে দিতেই বিদায় ‘অনুরাগের ছোঁয়া’কে! গাঁজাখুরি গল্পের জেরে শেষ হচ্ছে এককালের ‘বেঙ্গল টপার’! কবে থেকে শুরু নতুন ধারাবাহিক?
কমলিনীর বাড়ির লোকেরা এক মুহুর্তও তাকে এই বাড়িতে থাকতে দেবে না। কিন্তু কমলিনী নিজেই আপত্তি করে বলে, যে এই বাড়ি তাকে নতুন উপহার দিয়েছে। এই বাড়িতে তার অবর্তমানে কোনও ক্ষতি হোক সেটা চায় না কমলিনী। বড় ডিভোর্স হওয়ার পর চন্দ্রদের একটা তলায় রেখে, এমন ব্যবস্থা করবে যাতে আর কেউ অনুপ্রবেশ না করতে পারে।