সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাস্ট্রোনমার (Astronomer) -এর সিইও অ্যান্ডি বাইরন (Andy Byron) এবং সংস্থার এইচআর হেড ক্রিস্টিন ক্যাবট (kristin cabot)। একে অপরকে আলিঙ্গনরত অবস্থায় তাঁদের কোল্ডপ্লে কনসার্টের ভিডিও ভাইরাল হতেই উত্তাল নেটদুনিয়া। কারণ, দু’জনেই বিবাহিত এবং বাইরনের ১৫ বছরের সন্তানও রয়েছে। এই ঘটনায় কেউ হতবাক, কেউ আবার নির্মম ট্রোলের বন্যায় মেতেছেন।
সেই ট্রোলিংয়ের ঢেউ এবার ফিরিয়ে আনল স্টার জলসার বিখ্যাত ধারাবাহিক ‘শ্রীময়ী’র (Sreemoyee) ‘জুন আন্টি’ (June Aunty) আর ‘অনিন্দ্য দা’-র স্মৃতি! ‘জুন-অনিন্দ্য’ কিভাবে ফিরে এলেন আবার? নেটদুনিয়ায় এখন ভাইরাল হচ্ছে এক মিম, যেখানে বাইরন-ক্যাবটের রোমান্টিক ছবির পাশেই বসানো হয়েছে জুন আন্টি ও অনিন্দ্য দার দৃশ্য। স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকে অনিন্দ্য এবং জুনের অফিস রোম্যান্স, শ্রীময়ীকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়া সম্পর্ক, একসময় তুমুল আলোচনার জন্ম দিয়েছিল।
সেই পুরনো চরিত্র এখন আবার ফিরে এল এই বাস্তব সম্পর্ক ঘিরে। দর্শকদের মনের ভিতরে এই চরিত্ররা এতটাই গেঁথে আছে যে, বাস্তব ঘটনায় তাদের ছায়া খুঁজে পাওয়া যেন স্বাভাবিকই। ‘জুন আন্টি’র চরিত্রে অভিনয় করা ঊষসী চক্রবর্তী নিজেই শেয়ার করেছেন ভাইরাল হওয়া মিমটি। মজার ছলে লিখেছেন, “সকাল থেকে বিষম খাচ্ছিলাম। এখন এসে কারণটা বুঝতে পারলাম। অনিন্দ্য দা, আমায় একটু জল দেবে না?” এই রসিকতায় দর্শকেরাও মাতোয়ারা। ঊষসীর মতে, পরকীয়ার ক্ষেত্রে ‘ওজি’ (original) হলেন ‘জুন আন্টি’।
তবে এর কৃতিত্ব তিনি দিলেন ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কে, যাঁর লেখাতেই চরিত্রগুলি আজও এত জনপ্রিয়। অনিন্দ্য দাও এদিন বললেন নিজের মনের কথা! ‘অনিন্দ্য’ চরিত্রে অভিনয় করা সুদীপ মুখার্জীও এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, “অনিন্দ্য-জুনকে নিয়ে যদি মানুষ আজও এরম ঘটনায় রিলেট করে থাকে, তবে বলব আমি ভাগ্যবান! এতবছর পরেও যে এই দুটো চরিত্র মানুষের প্রিয়, ভালোলাগছে জেনে। মানুষ আজকাল মিম তৈরি করে তাদের কাজের অভাবে, অথচ এসব আজ সারা বিশ্বে স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুনঃ “মা বলেছিলেন নারী-পুরুষ সমান, এখন মনে হচ্ছে মা ভুল বলেছিলেন!” “চিত্রাঙ্গদা সমানাধিকারের কথা বলেছিল, সেটাও কি ভুল? গা গোলাচ্ছে, শরীর খারাপ লাগছে!”— ঋতু’স্রাব নিয়ে মমতা শঙ্করের মন্তব্যে বি’স্ফো’রক ইমন!
নতুন কিছু তো আমি দেখতে পেলাম না। আমি বুঝতে পারি না আজকাল মানুষ কি মঙ্গল গ্রহ থেকে আসছে, না প্লুটো থেকে? সবকিছুতেই কেমন যেন আকাশ থেকে পড়ছে! এমন ঘটনা রামায়ণ-মহাভারতের যুগেও ঘটেছে, আজও ঘটছে।” এই মন্তব্যে বর্তমান সম্পর্কের দৃষ্টিভঙ্গিকে একেবারে ভিন্ন রূপে ব্যাখ্যা করলেন অভিনেতা। একটা সময় স্টার জলসার ‘শ্রীময়ী’ ছিল টিআরপির শীর্ষে। জুন-অনিন্দ্যের অফিস রোমান্স দর্শকদের একদিকে বিরক্ত করেছে, অন্যদিকে মজার খোরাকও জুগিয়েছে। আজ বাস্তবেরও রূপ নিয়েছে!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।