টেলিভিশন তারকা ‘তৃণা সাহা’ (Trina Saha) আজ শুধুমাত্র এক জন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি একজন মেধাবী ছাত্রীরও নিখুঁত প্রতিচ্ছবি। অভিনয়ে আসার অনেক আগে থেকেই পড়াশোনায় তাঁর পারদর্শিতা ছিল চোখে পড়ার মতো। স্কুলজীবনে আইসিএসসি বোর্ডে পেয়েছিলেন ৮৫ শতাংশ এবং আইএসসিতে রীতিমতো ৯২ শতাংশ নম্বর! বাণিজ্য বিভাগে পড়াশোনা করে অ্যাকাউন্টেন্সিতে সেরা ফল করেছিলেন তিনি।
এমনকি কলেজজীবনেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অডিট বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছিলেন তৃণা। শুধু পড়াশোনা নয়, এক সময় কর্পোরেট জগতেও পা রেখেছিলেন এই অভিনেত্রী। এমবিএ-র মতো চাহিদাসম্পন্ন ডিগ্রিও রয়েছে তাঁর ঝুলিতে, যেখানে মার্কেটিং এবং ফিন্যান্স ছিল তাঁর মূল বিষয়। তবে কর্পোরেট ডেস্ক নয়, ক্যামেরার সামনেই নিজের স্বপ্ন খুঁজে পেয়েছিলেন তৃণা।
শুরুটা ছোট পর্দা দিয়ে হলেও নিজের অভিনয়গুণে দর্শকের মন জয় করতে সময় লাগেনি তাঁর। ‘খড়কুটো’ ধারাবাহিক ছিল তাঁর কেরিয়ারের অন্যতম মোড় ঘোরানো কাজ। গুনগুন চরিত্রে অভিনয় করে তৃণা যেন হয়ে উঠেছিলেন বাংলার ঘরের মেয়ে। এই চরিত্রই তাঁকে এনে দিয়েছিল বিপুল জনপ্রিয়তা, বাড়িয়ে দিয়েছিল তাঁর অভিনয় জীবনের গতিপথ। সেই ধারাবাহিক শেষ হওয়ার পর অনেকটা সময় কেটে গেলেও তৃণার প্রতি দর্শকের ভালোবাসা আজও অটুট।
বর্তমানে তিনি ‘আজকের নায়ক পরশুরাম’ ধারাবাহিকে মুখ্য নারী চরিত্রে অভিনয় করছেন। ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই টিআরপি-তে দাপট দেখাচ্ছে, আর সেই সাফল্যের বড় অংশ জুড়ে রয়েছে তৃণার অভিনয়প্রতিভা। নিজের চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে তাঁর মেধা ও সংবেদনশীলতা বারবার প্রশংসিত হয়েছে। তৃণা এই মুহূর্তে ছোট পর্দার অন্যতম নির্ভরযোগ্য মুখ।
আরও পড়ুনঃ এবার দুই সাংসদ এক ফ্রেমে! ‘প্রজাপতি ২’-তে নতুন চমক সাংসদ পার্থ ভৌমিক! কলকাতায় শুরু ‘প্রজাপতি ২’-এর দ্বিতীয় অধ্যায় পর্যায়ের শুটিং!
তবে বড় পর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না আজকাল। বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে অত্যন্ত স্পষ্টভাবে নিজের মত জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। জানিয়েছেন, তুলনামূলকভাবে বাংলা ছবিতে ডাক কম পেলেও তাতে তাঁর কোনও খেদ নেই। ইন্ডাস্ট্রির কারও সঙ্গে কোনও সম্পর্ক খারাপ হয়েছে বলেও মনে করেন না তিনি। বরং কাজের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা নিয়েই এগিয়ে যেতে চান। ছোট পর্দাতেই আপাতত তাঁর মনপ্রাণ ঢেলে কাজ করার ইচ্ছা।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।