স্টার জলসার ‘চিরসখা’র (Chiroshokha) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, স্বতন্ত্র আর কমলিনী পাশাপাশি দুটো ঘরে শুয়ে রয়েছে। ঘর দুটির মধ্যে একটা দরজা, কিন্তু সেটাও খোলা রেখেছে কমলিনী। রাতে বৃষ্টিতে ভেজার কারণে কিছুতেই কাশি থামছে না কমলিনীর, এমনকি তার ঘুমও আসছে না।
এদিকে স্বতন্ত্রর চোখেও এক ফোঁটা ঘুম বা শরীরে ক্লান্তি নেই। সে কমলিনীর সঙ্গে গল্প করেই রাত কাটাতে চায়, কিন্তু সকালে যদি সবাই কমলিনীর চেহারায় রাত জাগার চিহ্ন দেখতে পায় তাহলে অন্য মনে বের করবে। সেই কথা ভেবেই আর সাহস হয় না স্বতন্ত্রর। কিন্তু কমলিনী বুঝতে পারে, মনের মধ্যে কি চলছে তার।
কমলিনী নিজের থেকেই রাজি হয়, গল্প করে রাত কাটাতে। স্বতন্ত্র আবদার করে একটা গান শোনাতে, কমলিনী পাল্টা বলে সে পরে শোনাবে আগে স্বতন্ত্রকেই শোনাতে হবে। এরপর স্বতন্ত্র গান শুরু করে, আবেগে ভেসে যায় কমলিনী। অন্যদিকে বুবলাই আর চন্দ্র পুলিশ স্টেশনে হাজির, কমলিনীর নামে মিসিং ডাইরি করতে।
পুলিশকে চন্দ্র জানায়, তার অবর্তমানে স্বতন্ত্র আর কমলিনী বাড়ির অনেক ক্ষতি করেছে। এবার চন্দ্রকে কমলিনী ডিভোর্স দিচ্ছে, কোর্টে মামলা হয়েছে। এইবার যদি স্বতন্ত্রর বাজে কাজগুলো বেরিয়ে যায়, সেই ভয়ে কমলিনীকে নিয়ে গেছে হয়তো মে’রে ফেলতে। বুবলাই বলে, তার মা’কে যে করেই হোক উদ্ধার করে আনতে।
আরও পড়ুনঃ উত্তম কুমার নেই, কিন্তু রয়ে গেছে ঐতিহ্যের ছাপ! আজও মহানায়কের দুই পুত্রবধূ একসাথে থাকেন একই বাড়িতে, প্রকাশ্যে উত্তম কুমারের পরিবারের অজানা গল্প!
জায়গার নামটা চন্দ্রের জানা থাকায়, সে পুলিশকে বলে আর স্বতন্ত্রর নামে অভিযোগ দায়ের করে। এদিকে কমলিনী নিজের গান শোনায় স্বতন্ত্রকে, তারপর মুগ্ধ হয়ে স্বতন্ত্র কমলিনীকে কাছে টেনে আলিঙ্গন করে। এমন সময় হাজির হয় পুলিশ। অনেক কটুকথা শুনিয়ে গাড়িতে উঠতে বলে দু’জনকে। কমলিনী স্বইচ্ছায় এসেছে শুনে পুলিশ এটাকে অপরাধ বলে, ডিভোর্সের মামলা চলাকালীন রাত কাটানো একজন পর পুরুষের সঙ্গে!