“যাঁরা সমালোচনা করছে, তাঁরা হিংসা করে! আমি যেটা পারি, তাঁরা সেটা পারে না!”— গর্ভাবস্থার ছদ্মবেশে মধুবনীর মার্কেটিং স্ট্র্যাটেজি! সন্তান আসছে না, ব্যাগ আসছে! প্রচারের প্যাঁচে ক্ষু’ব্ধ দর্শক, রাজা-মধুবনীর ধোকাবাজিতে সরগরম নেটদুনিয়া! উঠল ‘সস্তা প্রচার’-এর অভিযোগ!

ক্যামেরার সামনে দাঁড়ানো ‘মধুবনী গোস্বামী’ (Madhubani Goswami)। পাশেই হাসিমুখে বসে স্বামী ‘রাজা গোস্বামী’ (Raja Goswami)। বুধবার রাতে পোস্ট করা এই ছবিতে মধুবনীর স্ফীতোদর স্পষ্ট, তাঁদের চোখে-মুখে এক অন্য অনুভব। পোস্টের সঙ্গে লেখা এমনই এক ক্যাপশন, যা পড়ে অনেকেই ধরে নিয়েছিলেন দ্বিতীয়বার মা হতে চলেছেন অভিনেত্রী। পোস্টে লিখলেন, “আমরা এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না।” মুহূর্তে ভাইরাল সেই ছবি। বহু অনুরাগীর তখন শুভেচ্ছা জানাতে ব্যস্ত। কিন্তু বৃহস্পতিবার সকালেই চিচিং ফাঁক!

জানা গেল, সন্তান নয়, এই অন্তঃসত্ত্বা ভঙ্গিমা আসলে নতুন ব্যবসার ‘বেবি বাম্প’। সকাল হতেই সব ধোঁয়াশা দূর করে মধুবনী জানিয়েছেন, মা হচ্ছেন না, ব্যাগ বিক্রি করবেন তাঁরা। নতুন উদ্যোগ, ‘রাজা মধুবনী কালেকশনস’। আর এখানেই শুরু নতুন বিতর্ক। অভিনেত্রী যখন অন্তঃসত্ত্বা ভেবে শুভেচ্ছা জানাতে ব্যস্ত নেটদুনিয়া, তখনই এল ঘোষণা—ব্যবসার জন্য এই ক্যাম্পেন। অনেকেই বলছেন, “এটা কি প্রচার না প্রতারণা?” মাতৃত্বের অনুভূতিকে একধরনের ব্যবসার খাঁচায় ভরে ফেলার এই কৌশল সত্যিই দর্শকদের ভাবিয়েছে।

একাংশের মত, এমন কনটেন্টের সঙ্গে সত্যিকারের মা হওয়ার অনুভবের কোনও তুলনাই চলে না। “জীবনটা কী শুধুই ক্যাপশন আর ক্যাম্পেইন?” এমন প্রশ্নও উঠেছে নেটপাড়ায়। কেউ লিখেছেন, “প্রেগন্যান্সির মতো সংবেদনশীল বিষয়ে এমন মার্কেটিং মানে কেরিয়ার বাঁচাতে সবরকম সস্তার পথ নিচ্ছেন মধুবনী।” উঠছে ট্রোলের ঢেউ। কেউ লিখছেন, “ব্যাগ বেচার জন্য পেট বেচা!” তো কেউ আবার কটাক্ষ করছেন, “প্রেগন্যান্সি নিয়ে এমন গিমিক? সত্যিই সস্তা প্রচার!”

কেউ বলেছেন, “জীবনের সংবেদনশীল দিককে ব্যবহার করে একেবারে নীচুস্তরের পাবলিসিটি করেছেন এই দম্পতি!” প্রচারের এই ধরণকে কেউ কেউ বলছেন ‘ঘৃণ্য’, তো কেউ কেউ বলছেন, “এতো নিচে নেমে যাবেন ভাবিনি!” আবার অনেকেই বলছেন, মধুবনী এতটাই ‘ডেসপারেট’ হয়ে পড়েছেন যে গর্ভাবস্থার ছায়া দেখিয়েও বিক্রি বাড়াতে চাইছেন। এত কিছুর পরেও মধুবনী দমেননি। তিনি জানিয়েছেন, এটা তাঁর নিজের মার্কেটিং কৌশল। তিনি বলেন, “যাঁরা সমালোচনা করছেন, তাঁরা হিংসা করছেন। আমি যা পারি, তাঁরা সেটা পারেন না।”

আরও পড়ুনঃ বাংলা টেলিভিশনের চিত্র বদলে দিয়েছিল ‘বৌ কথা কও’ ধারাবাহিক! মৌরি-নিখিল এর জুটি আজও ভুলতে পারেন না দর্শক! এমন ধারাবাহিক আর দেখা যায় না! যদিও মানালি এখন জনপ্রিয় অভিনেত্রী, ঋজু কোথায় হারিয়ে গেলেন?

কিন্তু অনেকেই বলছেন, নিজের ছবিকে কাজে লাগানো এক কথা, আর ইমোশনাল ব্ল্যাকমেইল আর এক। একজন লিখেছেন, “নিজের ফোনে নিজের ছবি মানেই সবকিছু করা যায় না, একটু দায়িত্ব থাকা দরকার।” সবশেষে বলা যায়, নতুন ব্যাগের ব্যবসা যদি সত্যিই সফল হয়, তবে সেটা অবশ্যই প্রশংসনীয়। তবে সেই ব্যবসার প্রচারে অন্তঃসত্ত্বা হওয়ার ছদ্মাবরণ কতটা ন্যায্য, সেই প্রশ্ন থেকে যাচ্ছে। বাজার ধরতে গিয়ে আমরা ঠিক কতদূর যেতে রাজি? ব্যক্তিগত অনুভব, বিশেষ করে মাতৃত্বের মতো বিষয়ে এমন চমকপ্রদ ব্যবহার আদৌ কাম্য কি?