টলিপাড়ায় গুঞ্জনের ঝড় তুলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। আগে থেকেই তাঁদের ঘনিষ্ঠতার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে শনিবার রাতের কনসার্টের পর তা যেন নতুন করে আগুনে ঘি ঢেলে দিল। নেটিজেনদের একাংশ সরাসরি বলছেন, “এবার আর লুকিয়ে লাভ নেই, সবই স্পষ্ট।” কেউ আবার মজা করে লিখেছেন, “পুরী থেকে কনসার্ট—সব জায়গায় একসঙ্গে, এবার ঘোষণা বাকি!”
শঙ্কর মহাদেবন ও হরিহরণের কনসার্টে হাজির ছিলেন সৃজিত-সুস্মিতা। একসঙ্গে বসে গান উপভোগ করছেন—এমন মুহূর্তই ধরা পড়েছে ক্যামেরায়। শুধু তাই নয়, সৃজিত নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছেন কনসার্টের ছবি ও ভিডিও। তাতেই শুরু হয় নতুন করে কটাক্ষ। এক নেটিজেনের মন্তব্য, “কনসার্টেও কাঁধে কাঁধ মিলিয়ে, বন্ধুত্ব না প্রেম সেটা বোঝা মুশকিল।”
আসলে এই জুটি নিয়ে আলোচনা শুরু হয় পুরীর শুটিং সেট থেকেই। লহ গৌরাঙ্গের নাম রে ছবির শুটিংয়ের সময় সমুদ্রের ধারে তাঁদের একাধিক মিষ্টি মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সুস্মিতার পোস্টে ক্যাপশন ছিল—“স্যার আঁখো পর”—যেখানে ‘স্যার’ বলতে সৃজিতকেই ইঙ্গিত করেছিলেন তিনি। সেই ছবির পর থেকেই টলিপাড়ায় চর্চা, দু’জন নাকি একান্ত সময় কাটিয়েছেন সমুদ্র শহরে।
প্রথমবার প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন তাঁরা ডিয়ার মা ছবির প্রিমিয়ারে। প্রশ্ন শুনে সৃজিত মুচকি হেসে বলেন, “সুস্মিতা কী বলবে তুমি?” উত্তরে অভিনেত্রী বলেন, “আমরা খুব ভাল বন্ধু, কয়েক দিনের মধ্যেই ঘনিষ্ঠ বন্ধু হয়েছি। এর বাইরে যা বলা হচ্ছে, সে বিষয়ে কিছু বলব না।” পরিচালকও বলেন, “একটা সেলফি নিয়ে এত কথা হচ্ছে, অবাক লাগে!”—যা শুনে নেটিজেনদের কটাক্ষ, “সেলফি দিয়ে শুরু, কনসার্টে ফিনিশ!”
আরও পড়ুনঃ “নারীদের না বললেই অসম্মান করা হয় না!” “তাদের ভুলটা ধরিয়ে দেওয়া কর্তব্য বলে মনে করি!”— মনোমালিন্যের পর জীতুর স্পষ্ট বার্তা! দিতিপ্রিয়ার সঙ্গে বিরোধ মিটিয়ে, অভিনেতার মুখে পেশাদারিত্বের পাঠ!
এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সৃজিতের নাম জড়িয়েছে। অন্যদিকে, স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে চলছে নানা জল্পনা। তাঁদের বহুদিন একসঙ্গে দেখা যায়নি, যা আরও সন্দেহ বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে সুস্মিতার সঙ্গে সৃজিতের বারবার জনসমক্ষে উপস্থিতি ও সামাজিক মাধ্যমে পোস্ট—সব মিলিয়ে নেটিজেনদের মন্তব্য, “এবার প্লট ক্লিয়ার, শুধু অফিশিয়াল ঘোষণা বাকি।”