গত কয়েকদিন ধরে ‘জীতু কামাল’ (Jeetu Kamal) ও দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy) মনোমালিন্য ছিল শিরোনামে। সামাজিক মাধ্যমে দিতিপ্রিয়ার অভিযোগ, জীতুর পাল্টা স্ক্রিনশট আর নানা গুঞ্জন। কেউ কেউ এটাকে প্রচারের অংশ বললেও, অনেকে প্রকৃত উদ্বেগ প্রকাশ করেছিলেন ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে। সেটের মধ্যস্থতায় প্রযোজক ও চ্যানেলের হস্তক্ষেপে বেলা শেষে দু’পক্ষ আলাপ করে তিক্ততা মিটিয়ে নিয়েছে এবং বিষয়টি আপাতত মিটে গিয়েছে।
সমস্যা মিটে যাওয়ার পর জীতু একান্ত সাক্ষাৎকারে বিষয়টি সহজভাবে ব্যাখ্যা করেছেন। তাঁর কথায়, “নারীদের সব সময় সম্মান দেওয়া উচিত, এটাই মনে করি আমি। তবে তারা কোনও ভুল করলে অথবা অত্যাধিক কিছু আশা ব্যক্ত করলে, না বলাকে অসম্মান করা বলে না।” তিনি জোর দিয়ে বলেছেন যে কাজের জায়গায় ‘পার্সোনাল ইস্যু’ আলাদা রেখে পেশাগতভাবে দায়িত্ব পালন করাই কাম্য এবং তিনি পালিয়ে যাওয়া মানুষ নন।
জীতু আরও বললেন, তিনি প্রোডিউসার, চ্যানেল ও দর্শকের প্রতি দায়বদ্ধ বোধ করেন এবং আর্টিস্ট হিসেবে কোনও প্রোজেক্ট ছাড়ার একমাত্র বৈধ কারণই হবে ‘ব্রিচ অফ কন্ট্র্যাক্ট’, যেটা এই মুহূর্তে ঘটেনি। কিছু মানুষ তাঁকে এবং দিতিপ্রিয়াকে প্ররোচিত করছে বলে তিনি অনুভব করে স্ক্রিনশট দেখিয়েছিলেন, কিন্তু সব মিলিয়ে তিনি সমস্যাটা আলোচনার মাধ্যমে মিটিয়ে নিয়েছেন।
তিনি স্পষ্টভাবে জানালেন, কাউকে ভদ্রভাবে বোঝানো আর কাউকে অসম্মান করা—দুইটি আলাদা কথা। উল্লেখ্য, মনোমালিন্য মিটে যাওয়ার পর অনুরাগীরা মুখে হাসি ফুটেছে। অনেকেই দুই চরিত্রকে আবার একসঙ্গে দেখতে পেয়ে খুশি হয়েছেন। সামাজিক প্ল্যাটফর্মে দু’জনই অভিযোগের পোস্ট সরিয়েও নিয়েছেন। যেই বিষয় নিয়ে সমস্যা হয়েছে, সেটা নীরবভাবে না রেখে মিটিয়ে নেওয়ায়,
আরও পড়ুনঃ আদালতের রায়ে কমলিনীর জয়, চন্দ্রের মুখে প্রতা’রণা মামলার হুমকি! লড়াই জিতেও শান্তি নেই স্বতন্ত্র-কমলিনীর জীবনে! সোহিনীর উপস্থিতিতে পরিবারের ফাটল, বাড়িতে শুরু নতুন যুদ্ধ!
অনেকে প্রশংসা করেছেন প্রোডাকশনের মধ্যস্থতায় নেওয়া পদক্ষেপকে। শেষে জীতু সংবাদ মাধ্যমকে বলেছেন, তাঁর জন্য শ্রদ্ধা আর পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপুর্ণ, “আমি নারীদের বোঝাই, তারা ঠিক কোন জায়গায় ভুল, কিন্তু অসম্মান কখনোই করি না।” তিনি আশা প্রকাশ করেছেন যে পেশাগত শৃঙ্খলা আর পারস্পরিক সম্মান বজায় রেখেই সবাই আরও ভালো কাজ করবে, আর দর্শকরা সেই নিয়েই খুশি থাকবেন।