দীর্ঘ অভিনয় জীবনের অবসান! প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা! শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন জগৎ!

বিনোদন জগতে (Entertainment Industry) নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রয়াত হয়েছেন দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রকে প্রাণবন্ত করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই জনপ্রিয় অভিনেতা (Famous Actor Death)। পর্দায় তাঁর উপস্থিতি মানেই ছিল এক অন্যরকম আবহ, যেখানে কখনও তিনি কঠোর চরিত্রে অবাক করেছেন, আবার কখনও সহজ-সরল মানুষ হয়ে ছুঁয়েছেন দর্শকদের মন।

চার দশকেরও বেশি সময় ধরে ছোটপর্দা থেকে চলচ্চিত্রেও সমান পারদর্শিতার ছাপ রেখেছেন তিনি। সিনেমার পাশাপাশি ধারাবাহিকেও সমান দাপুটে অভিনেতা ছিলেন তিনি। প্রথমে থিয়েটার থেকে টেলিভিশন, তারপর বড়পর্দা— অভিনয়জীবনে সবখানেই তিনটি মাধ্যমেই আলো ছড়িয়েছেন। কাজের প্রতি নিবেদন এবং স্বতঃস্ফূর্ত অভিনয় তাঁকে এনে দিয়েছিল আলাদা মর্যাদা। তাই তাঁর প্রয়াণে শিল্পী মহল এবং ভক্তমহলে নেমে এসেছে এক অপূরণীয় শূন্যতা।

এই অভিনেতার নাম ‘অচ্যুত পোতদার’ (Achyut Potdar)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি কিছুদিন ধরেই স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন এবং থানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই সোমবার তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি। আজ অর্থাৎ ১৯ অগাস্ট থানেতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।

চলচ্চিত্র জীবনে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তাঁর অভিনীত ছবির তালিকায় রয়েছে ‘আক্রোশ’, ‘অর্ধ সত্য’, ‘তেজাব’, ‘পরিন্দা’, ‘রাজু বান গয়া জেন্টলম্যান’, ‘দিলওয়ালে’, ‘রঙ্গীলা’, ‘বাস্তব’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘পরিণীতা’, ‘লাগে রহো মুন্না ভাই’, ‘দাবাং ২’ এবং ‘ভেন্টিলেটর’। বাণিজ্যিকভাবে সফল ছবি থেকে শুরু করে সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র—সবখানেই তিনি নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছিলেন।

আরও পড়ুনঃ “ছেলের ছোটবেলাটা মিস করতে চাই না, ওর পাশে না থাকতে পারার কষ্ট অসহনীয়!” “সাফল্যের উপর জীবন নির্ভরশীল নয়, পরিবারই আমার মানসিক শান্তি!”— অভিনয়ের চেয়ে মাতৃত্বকেই বড় প্রায়োরিটি দিলেন সোনালী চৌধুরী! আলো ঝলমলে দুনিয়ার ডাক উপেক্ষা, নতুন অফারও ফিরিয়ে দিচ্ছেন অভিনেত্রী!

তবে দর্শকের কাছে তাঁর বিশেষ জনপ্রিয়তা তৈরি হয়েছিল আমির খানের ‘থ্রি ইডিয়টস’ ছবিতে অধ্যাপকের চরিত্রে অভিনয়ের জন্য। তাঁর সংলাপ “ক্যাহনা কেয়া চাহতে হো” আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে। শুধু বড়পর্দাই নয়, টেলিভিশন জগতেও জনপ্রিয় ধারাবাহিক ‘ভারত এক খোঁজ’, ‘অল দ্য বেস্ট’, ‘প্রধানমন্ত্রী’, ‘আগলে জনম মোহে বেটিয়া হি কিজো’, ‘আহট’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘মাঝা হোশিল না’—সবখানেই ছিল তাঁর উজ্জ্বল উপস্থিতি। দর্শক-সহকর্মীদের কাছে তিনি শুধু একজন দক্ষ অভিনেতা নন, বরং ছিলেন এক অনুপ্রেরণা। তাঁর প্রয়াণে অভিনয় জগৎ হারাল এক অনন্য শিল্পীকে।