বাংলা ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ‘পল্লবী শর্মা’ (Pallavi Sharma), কখনও জবা আবার কখনও পর্ণা হিসাবে পরিচিত। স্টার জলসার ‘কে আপন কে পর’-এর সাফল্যের পর, চ্যানেলে বদলে জি বাংলার ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের অভিনয় শুরু করেন। সেই চরিত্র যেন রাতারাতি সাফল্যের শিখরে পৌঁছে দেয় অভিনেত্রীকে। পর্না হয়ে ওঠে দর্শকদের ঘরের মেয়ে। চলতি বছরের শুরুতেই শেষ হয়েছে সেই ধারাবাহিক।
যতদিন এই ধারাবাহিক চলেছিল, জনপ্রিয়তা একটুও কমেনি মূলত পল্লবীর জন্যই। ইন্ডাস্ট্রিতে পল্লবীর নামে একটা কথা প্রচলিত আছে। তিনি নাকি যে ধারাবাহিকেই হাত দেন, সেটি এক নম্বর হয়ে ওঠে। পল্লবীকে তাই ‘টেলি কুইন’ আখ্যা দেন অনেক সহ-অভিনেতাই। জি বাংলার ধারাবাহিক শেষ হওয়ার পর থেকেই পল্লবীকে আর দেখতে পাওয়া যাচ্ছে না পর্দায়। পল্লবী যদিও এই সময়টা নিজের দিকে যত্ন দেওয়ার জন্যও কাজে লাগাচ্ছেন।
সম্প্রতি পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন, এছাড়াও বই পড়ে আর প্রিয়জনদের সঙ্গে সময় কাটিয়েই বিরতি উপভোগ করছেন। তবে কথা দিয়েছেন, খুব তাড়াতাড়ি ফিরবেন আবার পছন্দের পর্দায়। উল্লেখ্য, পল্লবী অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেকটাই আলাদা। তথাকথিত রাত পার্টিতে যান না তিনি। অতিরিক্ত উন্মুক্ত পোশাকেও তাকে দেখা যায়নি আজ পর্যন্ত। মূলত এইসব কারণেই তিনি ছোটপর্দার দর্শকদের পছন্দের অভিনেত্রী তালিকায় শীর্ষ।
অভিনয়ের দক্ষতা এবং সাবলীল ভাবে প্রতিটি চরিত্রকে জীবন্ত করে তোলার ক্ষমতার জন্য আপামর দর্শকের কাছ থেকে বরাবর প্রশংসা পেয়েছেন তিনি। তবে জানেন কি, অভিনেত্রীর আরও একটি গুণ আছে? অভিনয়ের পাশাপাশি পল্লবীর অসামান্য গানের গলা! সম্প্রতি এক পডকাস্ট শোতে তিনি এই প্রতিভাকেই প্রকাশ করলেন। সঞ্চালকের অনুরোধে তিনি গাইলেন, “সখী ভাবনা কাহারে বলে”। খালি গলায় এত সুন্দর গান শুনে ভক্তরা বলছেন, পল্লবীর উচিত এই প্রতিভাকেও একটা সুযোগ দেওয়া।
আরও পড়ুনঃ প্লুটোর অপমৃ’ত্যুতে পাগলপ্রায় অবস্থা অন্যন্যার, থানায় গিয়ে মিঠি-কমলিনীর নামে করল খু’নের অভিযোগ! মায়ের সঙ্গে স্বতন্ত্রর সম্পর্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য মিঠির! ‘চিরসখা’য় মেয়ের কথায় সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিল কমলিনী!
অভিনেত্রী যদিও খুবই ইন্ট্রোভার্ট বলে দাবী করেন নিজেকে, তবুও এই ভিডিওটি সমাজ মাধ্যমে প্রকাশ পেতেই অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। অনেকেই প্রশংসা করে বলেছেন, যতদিন না আবার পর্দায় ফিরছেন, ততদিন এই গানকে নিয়ে কিছু একটা করতে পারেন তিনি। যার ফলে দর্শকদেরও তাঁকে দেখার ইচ্ছে পূরণ হবে, আর উনিও আরও জনপ্রিয় হয়ে উঠবেন কণ্ঠের জোড়ে। আপনাদের কেমন লাগে পল্লবীকে?