স্বস্তিকার প্র’য়াত মা-বাবাকে নিয়ে কটাক্ষ! ঠাকুরঘরে বাবা-মায়ের ছবি নিয়ে নেটিজেনদের আপত্তি, সমালোচনার জবাবে কড়া প্রতিক্রিয়ায়, আবেগঘন বার্তা দিয়ে মুখ বন্ধ করলেন স্পষ্টবক্তা অভিনেত্রী!

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘স্বস্তিকা মুখোপাধ্যায়’ (Swastika Mukherjee) বরাবরই তাঁর স্পষ্টভাষী স্বভাবের জন্য পরিচিত। বিনোদন দুনিয়ার গ্ল্যামারের বাইরে তিনি সমাজ মাধ্যমে সমাজের যে কোনও বিষয়ে নিয়ে প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন। প্রসঙ্গ যদি হয় নারীর অধিকার বা পশুপাখির, তখনও নির্দ্বিধায় বলতে পিছপা হন না তিনি। সম্প্রতি নিজের প্রয়াত মা–বাবাকে (Late Parents) ঘিরে একটি আবেগঘন পোস্টে এক সমাজ মাধ্যম ব্যবহারকারীর নেতিবাচক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।

তবে আগের মতোই এবারও তিনি চুপ থাকেননি, বরং দৃঢ় জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। প্রসঙ্গত, কয়েক দিন আগে নিজের ঠাকুরঘরের ছবি ভাগ করেছিলেন স্বস্তিকা। ছবিতে দেখা যায়, শিব, সরস্বতী, গণেশ কিংবা বুদ্ধের মতো দেবদেবীর পাশে রয়েছে তাঁর প্রয়াত বাবা-মায়েরও ফ্রেম করা ছবি। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন, “বাবা–মা যখন পৃথিবী ছেড়ে চলে যান, তখনও তাঁরা সন্তানের জীবনে ভগবানের আসনে স্থান পান।”

সেই ব্যক্তিগত অনুভূতি থেকেই তিনি জানিয়েছেন, প্রতিদিনই প্রার্থনা করার জন্য মা–বাবার ছবিকে ঠাকুরঘরে স্থান দিয়েছেন তিনি। কিন্তু এই ছবিতেই কটাক্ষ করতে পিছপা হননি এক নেটিজেন। ওই ব্যক্তি মন্তব্য করেছিলেন, অভিনেত্রী নাকি বাবার ভালো কোনও ছবি খুঁজে পাননি। এমন মন্তব্যে স্বভাবতই বিরক্ত হন স্বস্তিকা। তিনি স্পষ্ট ভাষায় জবাব দিয়ে জানান, বাবা-মাকে মনে রাখতে হলে সুন্দর নয়, একটা ছবিই তাঁদের শেষ স্মৃতি হয়ে থাকতে পারে। সেই জবাবে তিনি কটাক্ষকারীকে উপদেশও দেন!

তিনি বলেন, “চাইলে আগে থেকেই নিজের বাবা-মায়ের একটি পছন্দসই ফটোশুট করিয়ে রাখতে পারেন, যাতে ভবিষ্যতে কোনও আফসোস না থাকে।” অনেকেই আবার অভিনেত্রীকে সমর্থন করে বলেছেন, “একটা কথা স্বীকার করতেই হয়, যে স্বস্তিকার এই নতুন পদক্ষেপেই প্রমান যে– তিনি কেবল একজন অভিনেত্রী নন, বরং একজন আদর্শ কন্যা, যিনি নিজের বাবা-মায়ের প্রতি আজও গভীর টান অনুভব করেন।” অভিনেত্রীর বক্তব্যে আরও উঠে এসেছে, “মা–বাবা সারাজীবন কারও পাশে থাকেন না।

কেবল তাঁদের স্মৃতিই পরবর্তী জীবনে ভরসা জোগায়। তাই সেই স্মৃতির বাহক যদি একটা সাধারণ ছবিও হয়, সেটাই যেন সন্তানদের কাছে সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে।” তিনি আরও জানান, যদি কেউ চান তো প্রয়োজনে ফটোগ্রাফার বা মেকআপ আর্টিস্টের ব্যবস্থা করিয়ে দিতে পারবেন, কারও বাবা-মায়ের সুন্দর ছবির জন্য যদি সেটা প্রয়োজন হয়। উল্লেখ্য, তবে এটাই প্রথমবার নয়, এর আগেও স্বস্তিকা সামাজিক মাধ্যমে বিভিন্ন সময়ে কটাক্ষ আর খারাপ মন্তব্যের শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ বিনোদন জগতে শোকের ছায়া! মাত্র ৩৮ বছর বয়সেই প্রয়া’ত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সহ-অভিনেত্রী! ‘পবিত্র রিস্তা’ খ্যাত অভিনেত্রীর আকস্মিক প্রয়া’ণে শোকস্তব্ধ অনুরাগীরা!

কিন্তু প্রতিবারই তিনি শান্ত এবং যুক্তিসঙ্গত ভাষায় নিজের মত প্রকাশ করে সমালোচকদের জবাব দিয়েছেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বরাবরের মতো এবারও তিনি দেখিয়ে দিলেন, সামাজিক মাধ্যমের নেতিবাচকতা তাকে দমাতে পারবে না। নিজের অভিজ্ঞতা, আবেগ আর আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন— কেউ যদি অহেতুক আঘাত করতে আসে, তবে তিনি তার জবাব দিতে ভালোভাবেই জানেন।

Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।

You cannot copy content of this page