বাংলা টেলিভিশনে টিআরপি (TRP) মানেই সাপ্তাহিক উত্তেজনার অন্য নাম। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের তালিকা (TRP List) প্রকাশ হতেই, প্রতিবারের মতো সেই তালিকায় আবার দেখা গেল বিরাট রদবদল। বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলেই দেখা গেল নতুন সমীকরণ। যেখানে কিছু ধারাবাহিক পিছিয়ে পড়েও আবার নিজের পুরোনো জায়গা ফিরে পেয়েছে, আবার শীর্ষে থাকা ধারাবাহিকগুলো অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়েছে। কোন ধারাবাহিক এবার সবার মন জয় করল। কে এগোল, কে পিছিয়ে পড়ল?
এই সপ্তাহে শীর্ষস্থানে রয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta)। ধারাবাহিকটি ৬.৯ পয়েন্ট নিয়ে আবার প্রমাণ করল যে আবেগঘন গল্পের টান আজও দর্শকদের প্রিয়। এক সময়ে একটানা ১১ সপ্তাহ তালিকার শীর্ষে থাকার পর, অনেকটাই পিছিয়ে পড়েছিল ধারাবাহিকটি। এমনকি সেরা পাঁচের তালিকার বাইরেও চলে গিয়েছিল। এবার ফিরে পেল সেই হারানো আসন। পারিবারিক সম্পর্কের ওঠাপড়া, চরিত্রগুলির বাস্তবতা এবং গল্প বলার সহজ ভঙ্গি আবার তালিকার প্রথমে তুলে এনেছে।
বিগত কয়েক সপ্তাহে খারাপ ফলাফলের পর এবার পরিণীতা শীর্ষে ফেরায় ভক্তরা যথেষ্ট খুশি। এবার দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), ৬.৬ পয়েন্ট নিয়ে। গল্পের আবেগ এবং ভিন্ন স্বাদের উপস্থাপন দর্শকদের মনে বেশ প্রভাব ফেলেছে। ধারাবাহিকটি শুরু থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে থেকেছে এই তালিকায়। এই সপ্তাহে তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার জনপ্রিয় ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)। ৬.৫ পয়েন্ট পেয়ে কিছুটা পিছিয়েছে।
তবে গল্প এখনও দর্শককে টানছে সমানভাবে। অন্যদিকে, চতুর্থ স্থানে সমান পয়েন্ট নিয়ে রয়েছে দুই ধারাবাহিক— ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এবং ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ (RajRajeshwari Rani Bhabani)। দু’টিই ৬.৪ পয়েন্ট পেয়েছে। জগদ্ধাত্রীর নারীচরিত্রকেন্দ্রিক গল্প এবং রাণী ভবানীর ঐতিহাসিক পটভূমি দর্শকদের আলাদা স্বাদ এনে দিচ্ছে। যদিও এই সপ্তাহে শীর্ষে উঠতে পারেনি, তবু তালিকায় টিকে থাকার লড়াইয়ে ধারাবাহিকদুটির অবস্থান যথেষ্ট শক্ত।
সেরা পাঁচের তালিকায় শেষ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক, জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodinei Tumi Je Amar) এবং ‘ফুলকি’ (Phulki), দু’টিই ৬.১ পয়েন্ট পেয়েছে। ধারাবাহিকভাবে জনপ্রিয় এই দুটি গল্প এবারও দর্শকদের ভরসা জিতেছে। অন্যদিকে, ট্রেন্ডিং তালিকায় নজর কেড়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। সমাপ্তির সপ্তাহে ধারাবাহিকটি ৪.৮ পয়েন্ট পেয়ে প্রমাণ করেছে শেষ মুহূর্তেও দর্শকের টান কমেনি।
এদিকে জি বাংলার রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) এর গ্র্যান্ড ফিনালে পেয়েছে ৬.১ পয়েন্ট। সব মিলিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের টিআরপি একেবারে ওলট-পালট। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of September | 11th Sept | BT •• পরিণীতা 6.9 2nd •• রাঙামতি 6.6, 3rd •• পরশুরাম 6.5, 4th •• জগদ্ধাত্রী , রাণী ভবানী 6.4, 5th •• চিরদিনই তুমি যে আমার , ফুলকি 6.1 Trending •• কোন গোপনে মন ভেসেছে (ending Week) 4.8, ডান্স বাংলা ডান্স গ্র্যান্ড ফিনালে 6.1
আরও পড়ুনঃ “দু’বছর হল বাবা নেই…দুর্গাপুজোয় আর আগের মতো রং নেই, এই শূন্যতা ভালো লাগে না!” বাবা হীন সুদীপ্তার বেরঙিন পুজো!
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।