বছর শেষে হতে আর মাত্র মাস চারেক বাকি, কিন্তু বছরের শুরু থেকেই একাধিক তারকাদের সম্পর্ক নিয়ে চলা বিতর্ক এখনও শেষ হয়নি। টলিপাড়ার এমনই এক বিতর্ক যা নিয়ে কার্যত তোলপাড় হয়েছিল সমাজ মাধ্যম, তা হলো সায়ন্ত মোদকের সঙ্গে কিরণ মজুমদারের (Kiran Mazumder) বিচ্ছেদ। পরবর্তীতে এই বিতর্ককে আরও বাড়িয়েছিল সায়ন্তর প্রাক্তন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। দেখা গিয়েছিল, বিচ্ছেদের পর কিরণ একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে ধরেন সায়ন্তর বিরুদ্ধে। মানসিক চাপে রাখা, শারীরিক নির্যাতন, টাকাপয়সা নিয়ে খরচের অভিযোগ— সবই প্রকাশ্যে আনেন তিনি।
এমনকি ভিডিও করার স্বাধীনতায়ও নাকি হস্তক্ষেপ করতেন অভিনেতা। কিরণ সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সমাজ মাধ্যমে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এই ঘটনার পর কিরণের পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা। একসময় সায়ন্তর সঙ্গেই সম্পর্কে ছিলেন তিনি। তখন প্রকাশ্যে মুখ না খুললেও, কিরণের অভিযোগের পর নিজের অভিজ্ঞতাও শোনাতে দ্বিধা করেননি দেবচন্দ্রিমা। ফলে একের পর এক প্রাক্তনের অভিযোগে অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড় হয়।
তবে সায়ন্তকে ঘিরে বিতর্ক থেমে গেলেও, কিরণের জীবনে নতুন অধ্যায় শুরু হয় দেবচন্দ্রিমার হাত ধরে। একসময় তাঁরা একসঙ্গে ভিডিও বানাতেন, ঘুরতে যেতেন, এমনকি প্রায় বোনের মতো ঘনিষ্ঠ ছিলেন দু’জন। কিন্তু কিছুদিন পর হঠাৎই দেবচন্দ্রিমা নিজের সমাজ মাধ্যম থেকে কিরণের সঙ্গে ছবি ও ভিডিও মুছে ফেলেন। এমনকি একে অপরকে আনফলোও করেন তাঁরা। গুঞ্জন ছড়িয়ে পড়ে, কিরণ আবার সায়ন্তর কাছে ফিরে গিয়েছেন বলেই এই দূরত্ব তৈরি হয়েছে। যদিও দেবচন্দ্রিমা দাবি করেছিলেন, ব্যক্তিগত কারণে ছবিগুলি সরিয়েছেন।
তাঁদের সম্পর্ক এখনও আগের মতোই অটুট। এতদিন কিরণ নীরব থাকলেও, এবার তিনি মুখ খুলে সবটা জানিয়েছেন। উল্লেখ্য নতুন করে আবার অভিনয়ে ফিরে এসেছেন কিরণ। বিক্রম চ্যাটার্জির সঙ্গে তার আসন্ন ছবি ‘বাবা’র শুটিং ইতিমধ্যেই প্রায় শেষ। একটি মিউজিক ভিডিওর কাজও চলছে, যেটা মুক্তি পাবে পুজোতেই। এদিন তিনি বললেন, “দেবচন্দ্রিমার সঙ্গে আমার সম্পর্ক আগের মতোই আছে, আমরা এখনও খুব ক্লোজ। নিজের একটা আলাদা পরিচিতি করতে চেয়েছিলাম বলেই, একসঙ্গে খুব একটা দেখা যায় না এখন আমাদের।
অনেকেই বলছেন আমি নাকি আবার অতীতের কাছে ফিরে গেছি। এই কথা কিন্তু আমি একবারও বলিনি, যেটা বলতে চেয়েছিলাম পোস্টে সেটার অন্য মনে করা হয়েছে। আমি বলেছিলাম আত্মসম্মানের কাছে ফিরেছি। যেটা থেকে একবার মুক্তি পেয়েছি, আর সেখানে যাবো না।” বিচ্ছেদ বিতর্ক নিয়ে কিরণ বলেন, “আমার সঙ্গে বিচ্ছেদ হয়েছে এই খবরটা আমি নিজেই জানতাম না। সব জায়গা দিয়ে আমায় ব্লক করে রেখে, ভিডিও করে যা তা বোঝাচ্ছিল সবাইকে। আমি যে পার্সোনালি কিছু কথা বলবো সেই সুযোগই ছিল না।
আরও পড়ুনঃ যত কান্ড বিশ্বকর্মা পুজোয়! ঘুড়ি ওড়াতে গিয়ে রক্তারক্তি কান্ড বাঁধালেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ! এখন কেমন আছেন পর্দার ‘সুদীপা’?
বাধ্য হয়ে আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম। ভিডিওটা আসলে মানুষকে জানানোর উদ্দেশ্যে নয় বরং ওর সঙ্গে কিছু কথা ভাগ করে নেওয়ার জন্যই বানিয়েছিলাম। আমি কাউকে এক্সপোস করতে চাইনি, ভিডিও করে সিম্প্যাথি পাব আর তাই দিয়ে টাকা কামাবো, এমন মেয়ে আমি নই! উল্টে আমাকেই ওর অনুরাগীরা কমেন্ট বক্সে রে’প থ্রেট পর্যন্ত দিয়েছে! বলেছে আমি খারাপ, চরি’ত্রহীন, আমার মতো মেয়ে হয় না। সবটা সহ্য করে থাকা সম্ভব ছিল না, কিন্তু তারপর সবাই বিতর্কটা এত বাড়িয়ে দিল, মোটেই ভালো লাগেনি আমার। আমি সবটা শেষ করতেই ভিডিওটা বানিয়েছিলাম।”