দেবী দুর্গা (Devi Durga) সিংহবাহিনী হলেও মর্ত্যে আসেন ভিন্ন ভিন্ন বাহনে করে। যেমন এবার দেবীর আগমন সোমবার হওয়ায়, বহন হচ্ছে গজ বা হাতি। রবিবার বা সোমবার, মানে শশী ও সূর্যে দেবী হাতির পিঠে চড়েই আসেন। মঙ্গল আর শনিবার দেবীর বহন হয় ঘোড়া। বুধবার হলে নৌকা, গুরু অথবা শুক্রে পালকি বা দোলাতে মর্ত্যে আসেন মা। এটাই বহু বছরের লোকবিশ্বাস। কিন্তু সম্প্রতি সামাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সেই ধারণাকেই ভেঙে দিয়েছে!
ঠিক কী ঘটেছে? সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে দেবীর বাহন এবার মর্ত্যের মানুষের নিত্যদিনের সঙ্গী মেট্রো! আর এই অদ্ভুত দৃশ্য দেখে চমকে উঠেছেন নেটিজেনরা, আবার অনেকে মজাও পাচ্ছেন ভরপুর। ভিডিওতে দেখা যাচ্ছে, বাংলাদেশের এক মেট্রো স্টেশনে এক খুদে সেজেছেন দুর্গা। তাঁর সাজসজ্জা একেবারেই যে দেবীর বাল্য রূপ। পরনে লাল বেনারসি শাড়ি, মাথায় মুকুট, চুলে গোঁজা গোলাপ ফুল, কপালে ত্রিনয়ন, হাতে আলতা।
সেই সঙ্গে পাশে রাখা রয়েছে একটি নীল ট্রলি, যেন বাপের বাড়ি আসার প্রস্তুতি নিয়ে বেরিয়েছেন। শুধু তাই নয়, ছোট্ট দুর্গার কোলে রয়েছে জ্যেষ্ঠ পুত্র গণেশ! সন্তানকে সঙ্গে নিয়ে এই ক্ষুদে দেবী দাঁড়িয়ে রয়েছেন মেট্রোর অপেক্ষায়। ভিড়ভাট্টার মধ্যে এক ঝলক তাকালেই মনে হবে সত্যিই যেন দেবী বাপের বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় বাহন ছেড়ে ভরসা করছেন আধুনিক যানবাহনকে! তাই নেমে পড়েছেন শহরের রাস্তায়। কিন্তু এত আয়োজনের পরও তিনি যথেষ্ট বিরক্ত!
মেট্রো না আসায় মুখে রাগের ছাপ স্পষ্ট, আর সেই ভঙ্গিমাতেই ভাইরাল ভিডিও। নেটপাড়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে। অনেকেই লিখেছেন, “এর থেকে দারুন উপায়ে দেবীকে মর্ত্যে আনার কল্পনা হয়তো হয়নি আগে।” আবার কারও কারও মতে, আধুনিকতার ছোঁয়া আর পুজোর আবহ একসঙ্গে মিশে গিয়েছে এই অভিনব ভাবনায়। খুদে দেবীর রাগী মুখ আর ট্রলি নিয়ে দাঁড়ানোর দৃশ্য দেখে হাসি থামাতে পারছেন না দর্শকরা!
আরও পড়ুনঃ একেই বলে মানব দরদী! বেটিং অ্যাপ কাণ্ডে সাত ঘণ্টার ইডি জেরার পরও মানুষের বিপদে পাশে থাকলেন সোনু সুদ! মুগ্ধ দেশ
উল্লেখ্য, দুর্গাপুজোকে ঘিরে এমন সব মজার মুহূর্তই প্রতি বছর পুজোর আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। ভক্তি, মজা আর অভিনবত্বের এই মেলবন্ধনই আসলে উৎসবকে এক একটা রং। এই ভিডিওটিও সেই তেমনই এক অনন্য উদাহরণ, যেখানে খুদের নিষ্পাপ মুখভঙ্গি মুহূর্তেই মুগ্ধ করেছে হাজার হাজার মানুষকে। আপনাদের দেবী দুর্গার এই নতুন বাহনকে কেমন লাগলো?