অবাঙালি মেয়ে থেকে টলিউডের অন্যতম সফল অভিনেত্রী জুন মালিয়া! দু’বার বিয়ে, তারপর বিচ্ছেদ! আজও কেনও তিনি ব্যবহার করেন প্রথম স্বামীর পদবী?

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাঁদের উপস্থিতি একসময় পর্দায় ঝড় তুলেছিল। তাঁদেরই একজন জুন মালিয়া (June Malia)। রূপোলি পর্দা থেকে শুরু করে টেলিভিশনের দুনিয়া—সব জায়গাতেই তিনি নিজের জায়গা তৈরি করেছেন দৃঢ়ভাবে। সৌন্দর্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস—সব মিলিয়ে এক অনন্য সংমিশ্রণ রয়েছে অভিনেত্রীর মধ্যে। কিন্তু আলোর মঞ্চের আড়ালেও ছিল এক অন্য লড়াই, এক ব্যক্তিগত অধ্যায়, যা খুব কম মানুষই জানেন।

জুনের পারিবারিক পদবী ছিল ‘দুবে’। অর্থাৎ খাতায় কলমে অবাঙালি হলেও, তাঁর শিকড় ছিল কলকাতাতেই। মা ছিলেন বাঙালি, এবং ছোটবেলা থেকেই শহরের নামী স্কুলে পড়াশোনা করেছেন তিনি। বাংলা ভাষা, সংস্কৃতি ও সিনেমার প্রতি গভীর টান থেকেই অভিনয় জগতে পা রাখেন জুন মালিয়া। অবাঙালি হয়েও বাংলা ইন্ডাস্ট্রিতে এত বড় জায়গা তৈরি করা সত্যিই সহজ ছিল না। কিন্তু নিজের প্রতিভার জোরে জুন হয়ে উঠেছিলেন দর্শকের প্রিয় মুখ।

অভিনয়ের শুরুতে জীবনের নতুন এক অধ্যায়ে পা রাখেন জুন। প্রথম স্বামী ছিলেন সঞ্জীব মালিয়া। জানা যায়, এক পাবে আলাপ হয়েছিল দু’জনের, সেখান থেকেই শুরু প্রেম। তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বিবাহিত জীবনের বাস্তব ছবি ছিল একেবারেই অন্যরকম। শোনা যায়, জুনের নাচ শেখা বা অভিনয় করার ব্যাপারে তীব্র আপত্তি ছিল স্বামীর।ছয় বছরের দাম্পত্য শেষে অবশেষে সেই অভিশপ্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন জুন। দুই সন্তানকে নিয়ে নতুন করে শুরু করেন জীবন ও কেরিয়ার।

পেশাগত জীবনে নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি জুন মালিয়া ধীরে ধীরে খুঁজে পান জীবনের নতুন আলো। দীর্ঘ ১৪ বছরের সম্পর্কের পর ২০১৯ সালের নভেম্বর মাসে ফের বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্বামী সৌরভ চট্টোপাধ্যায় পেশায় বিনোদন জগতের মানুষ নন। একান্ত অনাড়ম্বরভাবে, খুব সীমিত পরিসরেই জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেন জুন। তবে এবার তিনি স্বামীর পদবী নেননি, ফিরে যাননি নিজের পুরনো ‘দুবে’ নামেও। এখনো পর্যন্ত ‘মালিয়া’ নামেই পরিচিত তিনি—প্রথম স্বামীর পদবী, যা আজ তাঁর পেশাগত পরিচয়েরও অংশ হয়ে গেছে।

আরও পড়ুনঃ টলিউডে গোপন শুটিং নিয়ে বিতর্কের ঝড়! ফেডারেশনের নিয়মের বেড়াজাল ভেঙে ‘গুপি শুটিং’ ফের শুরু! কেন পরিচালকেরা বেছে নিচ্ছেন এই রাস্তা? কোথায় গিয়ে থামবে ফেডারেশন বনাম পরিচালক সংঘাত?

বর্তমানে অভিনয়ের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন জুন মালিয়া। তবে জনপ্রিয়তা একটুও কমেনি। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজনীতিতে পা রাখেন তিনি। এখন তিনি শুধুই অভিনেত্রী নন, একজন দায়িত্বশীল সাংসদও। জীবনের নানা উত্থান-পতনের পরেও জুন প্রমাণ করেছেন—একজন নারীর আত্মবিশ্বাস, স্বাধীনতা ও সাহসই তাঁর সবচেয়ে বড় পরিচয়।