টেলিপাড়ার শ্যামবর্ণ রূপসী নায়িকা নাকি বহুদিন আগেই বিয়ে সেরেছেন, ইন্ডাস্ট্রিতে এখনও ‘সিঙ্গল’ ট্যাগেই পরিচিত! সহকর্মীরা কেউ জানে না, চুপচাপ সংসার করছেন… কে তিনি জানেন?

বিনোদন জগতে ঝলমলে পর্দার আড়ালেও লুকিয়ে থাকে বহু না-বলা গল্প। অনেকেই আছেন যারা ক্যামেরার সামনে যতটা খোলামেলা, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই সংযত। তাঁদের জীবন নিয়ে গুঞ্জন থাকলেও সত্যিটা অনেক সময় অধরাই থেকে যায়। ঠিক তেমনই একজন জনপ্রিয় অভিনেত্রী (Bengali Television Actress) আছেন, যিনি তাঁর শ্যামবর্ণ রূপের জন্য দর্শকের কাছে আলাদা পরিচিতি পেয়েছেন। প্রধানতই নেই টেলিভিশনের পর্দাতে নিয়মিত মুখ। তবে, কিছু ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্মেও দেখা গিয়েছে তাকে।

ইন্ডাস্ট্রিতে যখনই তার গায়ের রং নিয়ে প্রশ্ন উঠেছে, বরাবরই আত্মবিশ্বাসী এই অভিনেত্রী নিজের অবস্থান স্পষ্ট করেছেন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে, তিনি এখন স্টার জলসার এক জনপ্রিয় ধারাবাহিকে খল চরিত্রে অভিনয় করছেন। যদিও ছোটপর্দায় তাঁর অভিনয়যাত্রা শুরু হয়েছিল নায়িকার ভূমিকায়। বর্তমানে এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো চলছে বেশ কিছুদিন ধরেই। শোনা যাচ্ছে, অভিনেত্রী নাকি ইতিমধ্যেই বিবাহিত।

তবে, প্রকাশ্যে তিনি কখনও সেই বিষয়ে মুখ খোলেননি। জানার পরে অনেকে বিশ্বাসই করতে পারেননি যে, বছর ২৫-এর অভিনেত্রী বিয়ে সেরেছেন আগেই। যদিও তাঁর কাছের মানুষরা নাকি অনেক আগে থেকেই জানেন সেই খবর, কিন্তু অন্যরা প্রায় কেউই টের পাননি। অভিনেত্রী নিজেও ব্যক্তিগত বিষয়ে বরাবরই গোপনীয়তা রেখেছেন। উল্লেখ্য, তিনি কলকাতার মেয়ে নন, এখানে এসে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছেন টলিপাড়ায়। গত কয়েক বছরে তিনি বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন।

এখন নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও তাঁর অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে বারবার। অন্য এক জনপ্রিয় নায়িকার সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক নিয়েও অনেক আলোচনা হয়েছে, কিন্তু ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে তিনি সবসময় চুপ থেকেছেন। তবে, শোনা যাচ্ছে নাকি অভিনেত্রীর স্বামীর সঙ্গে বিনোদন জগতের কেউ নন। তিনি পেশায় স্কুল শিক্ষক এবং যথেষ্ট নামও আছে তাঁর, এমনকি তিনি-ই নাকি স্ত্রীকে অভিনয়জগতে নামতে উৎসাহিত করেছিলেন। তাঁদের মধ্যে বয়সের ফারাক বেশ কিছুটা হলেও সম্পর্ক নাকি বেশ মজবুত।

আরও পড়ুনঃ জীতু–দিতিপ্রিয়া জুটির ম্যাজিক ছাপিয়ে গেল সবাইকে! টিআরপির শীর্ষে ‘চিরদিনই তুমি যে আমার’! অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে টিআরপিতে জি বাংলার একক রাজত্ব! তালিকা থেকে বাদ পরল ‘পরশুরাম’! বাকিরা কে কোথায়?

অভিনয় জীবনের নানা চাপের মাঝেও স্বামীর সমর্থনই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে মনে করেন ঘনিষ্ঠজনেরা। তবে এখনও পর্যন্ত এই অভিনেত্রী নিজের বিয়ে নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি। সমাজ মাধ্যমেও ব্যক্তিগত জীবন নিয়ে কোনও তথ্য নেই। এখন একটাই প্রশ্ন— কবে মুখ খুলবেন এই রহস্যময়ী নায়িকা? সত্যিই কি তিনি বিবাহিতা, না কি সবটাই কেবল গুজব? টলিপাড়ার ভেতরের এই রহস্যই এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু। আপনারা কি চিনতে পারলেন তাঁকে?