সপরিবারে ভয়ঙ্কর দুর্ঘ’টনার মুখে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! মুহূর্তের ব্যবধানে বাঁচলেন মৃ’ত্যুমুখ থেকে, কীভাবে ঘটল দুর্ঘ’টনা? এখন কেমন আছেন তিনি ?

পুজো শেষ, তাই পরিবারের সঙ্গে একটু ঘোরাঘুরি করতেই গিয়েছিলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। টেলিভিশনের পর্দায় পরিচিত মুখ তিনি। সাম্প্রতিক সময়ে কাজের ব্যস্ততা কাটিয়ে স্ত্রী, বাবা-মা ও ছেলে যশজিতকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন ভাইজ্যাকে। মন ভালো করার এই সফরেই ঘটল এমন এক ঘটনা, যা মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল সকলকে।

ভাইজ্যাক থেকে ফেরার পথে ঘটে বড়সড় দুর্ঘটনা। অভিনেতা নিজেই গাড়ি চালাচ্ছিলেন, সঙ্গে ছিলেন পরিবারের বাকি সদস্যরাও। পথে আচমকাই বিপত্তি। আর কিছুক্ষণের মধ্যেই সামনে এসে পড়ে এক লরি। মুহূর্তের ভুলে ঘটে যায় ভয়ঙ্কর সংঘর্ষ। গাড়ির সামনের দিক চূর্ণবিচূর্ণ, তবে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে যান সকলে।

একটি সাক্ষাৎকারে জয়জিৎ বলেন, “আমার গাড়ি আর লরিটা দুটোই খুব স্পিডে চলছিল। হঠাৎ এমনভাবে লরিটা চাপ দেয় যে আমার গাড়ি ঘুরে যায়। সত্যি বলতে, কপাল জোরে বেঁচে গিয়েছি।” অভিনেতার কথায়, দুর্ঘটনার সময় গাড়িতে বাবা-মা ও ছেলে ছিল— ভাবতেই এখনও শিউরে ওঠেন তিনি।

দুর্ঘটনার খবরটি প্রথমে সমাজমাধ্যমে জানান জয়জিৎ। কিন্তু অল্পক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দেন। পরে আরেকটি পোস্টে লেখেন, “অ্যাক্সিডেন্টের পোস্টটা ডিলিট করেছিলাম কারণ একসঙ্গে অনেক ফোন আসছিল। আমাদের জন্য সবাই দুশ্চিন্তা করছিলেন। সবাইকে অন্তর থেকে ধন্যবাদ।”

আরও পড়ুনঃ এই কালী মায়ের জন্য কোন‌ও বাংলার সিনে তারকা পাঠাচ্ছেন মহামূল্য বেনারসি, কেউ রুপোর তোড়া! তো কেউ সোনার গয়না! জানেন খ্যাতনামীদের সেই মা কে?

ঘটনার পর উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। তবে এখন অনেকটাই স্বস্তির খবর কারন জয়জিৎ নিজেই জানিয়েছেন, “চোট লেগেছিল ঠিকই, তবে এখন পুরোপুরি ঠিক আছি। পরিবারও ভালো আছে।” বর্তমানে তাঁরা কলকাতায় ফিরে এসেছেন। কয়েক দিন আগেই যেভাবে ভাইজ্যাক ট্রিপের ছবিতে উচ্ছ্বাস ধরা পড়েছিল, সেই আনন্দ মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল— কিন্তু ভাগ্যক্রমে, এবারও অভিনেতার হাসিই ফিরল মুখে।

You cannot copy content of this page