‘বাংলায় এখন ফিঁতে কাটতে গেলেও সবাই খোলামেলা পোশাক পড়ে! আসলে প্রতিভার জেরে এখন আর কাজ মেলে না!’ বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফো’রক মন্তব্য ঋ’র

এক সময় টলিউডের জনপ্রিয় মুখ ছিলেন ঋতুপর্ণা সেন। দর্শকরা স্নেহ করে তাঁকে ‘ঋ’ নামেই চিনতেন। কিন্তু এখন আর আগের মতো সিনেমার পর্দায় দেখা যায় না তাঁকে। সর্বশেষ তিনি ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। অনেকেই জানতে চেয়েছেন, কেন তিনি হঠাৎ করেই হারিয়ে গেলেন? অন্য অভিনেত্রীরা যখন নিজেদের জায়গা তৈরি করছেন, তখন কেন তিনি পিছিয়ে পড়লেন?

সম্প্রতি Flimwallah-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। ঋতুপর্ণার কথায়, এখন টলিউডের প্রায় সব নায়িকাই একজিবিশনিস্ট হয়ে গেছেন। তিনি বলেন, বাংলার প্রায় প্রত্যেক নায়িকাই এখন আইটেম নাম্বার করছেন। অনুষ্ঠানে ফিতে কাটতে গেলেও বা কোনও পার্টিতে গেলেও সবাই খোলামেলা পোশাক পরে হাজির হন, স্টেজে ওঠেন, নাচ করেন। তাঁর মতে, এখন যেন এক্সপোজ করাটাই কাজ পাওয়ার প্রধান উপায় হয়ে দাঁড়িয়েছে। যদিও কিছু অভিনেত্রী চেষ্টা করছেন প্রতিভার জোরে কাজ করতে, কিন্তু তারাও শেষ পর্যন্ত গ্ল্যামার দুনিয়ার চাপে চকমকে পোশাক পরতে বাধ্য হচ্ছেন।

অভিনেত্রীর গলায় ছিল হতাশা ও ক্ষোভের মিশ্র সুর। তিনি মনে করেন, যদি সত্যিই প্রতিভার মাধ্যমে কাজ পাওয়া যেত, তাহলে তাঁর কাজের অভাব হতো না। কিন্তু এখন প্রতিভার মূল্য কমে গিয়ে গ্ল্যামার আর আলোচিত হওয়াটাই মুখ্য হয়ে উঠেছে। এই অবস্থাই তাঁকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

আরও পড়ুনঃ “বাংলায় খালি ম্যানেজ করার চেষ্টা, যেভাবেই হোক কাজ শেষ করতে হবে, আসল প্রতিভা খুঁজে আনার চেষ্টাই নেই, কিন্তু মুম্বইয়ে কাজ মানে নিখুঁত!”, টলিউডকে একহাত নিলেন গায়ক রাঘব চট্টোপাধ্যায়

উল্লেখ্য, ২০১০ সালে ‘গান্ডু’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন ঋতুপর্ণা। এরপর তাঁকে দেখা যায় ‘কসমিক সেক্স’ (২০১৩), ‘লুডো’ (২০১৫) এবং ‘ডেসপ্যাচ’ (২০২৪) ছবিতে। বহুদিন পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ১৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘আগ্রা’, যেখানে কানু বেহেলের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। দর্শকেরা আশা করছেন, এই ছবিতে এক অন্যরকম চরিত্রে দেখা মিলবে ঋতুপর্ণার।