শীতের শুরুতেই উষ্ণতা ছড়ালেন মনামী ঘোষ! পাহাড়ি রিসোর্টে নীল মনোকিনিতে, লাস্যময়ী রূপে অভিনেত্রীর দিক থেকে চোখ এড়ানো দায়!

সমাজমাধ্যমে সব সময়ই সক্রিয় মনামী ঘোষ। তাঁর প্রতিটি ছবি, ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কখনও ট্রাভেল পোস্ট, কখনও নাচ, কখনও আবার সহজ-সরল লুকে ধরা দেন তিনি। আর তাই তাঁর প্রতিটি পোস্টেই ঢেউ ওঠে কমেন্ট বক্সে।

ছুটি পেলেই মনামী ঘুরতে বেরিয়ে পড়েন। এ বারও শীতের শুরুতেই পাহাড়ে বেড়াতে গিয়েছেন তিনি। সেখানেই একেবারে চোখে পড়ার মতো লুকে ধরা দিলেন অভিনেত্রী। সুন্দর পরিবেশ আর আরামদায়ক ছুটি—সব মিলিয়ে বেশ ফুরফুরে মেজাজে মনামী।

পাহাড়ি রিসোর্টের রুফটপ পুলে নেমে নীল মনোকিনিতে ছবি তুললেন তিনি। সেই ছবিগুলো সমাজমাধ্যমে শেয়ার হতেই মুহূর্তে ঝড় উঠেছে। মনামীর উজ্জ্বল লুক দেখে অনুরাগীরা তো বটেই, টলিউডের সহ-অভিনেত্রীরাও প্রশংসা করেছেন। গীতশ্রী রায় থেকে মল্লিকা মজুমদার—অনেকেই মনামীর এই লুক দেখে মুগ্ধ।

ছোটপর্দা থেকেই মনামীর কেরিয়ার শুরু। টলিপাড়ায় আবারও শোনা যাচ্ছে তিনি নাকি শিগগিরই ছোটপর্দায় ফিরবেন। কোন সিরিয়ালে তাঁকে দেখা যাবে—তা নিয়ে এখনও কিছু বলেননি মনামী। কারণ, এই ধরনের গুঞ্জন প্রায়ই ওঠে।

আরও পড়ুনঃ ‘একই শব্দ আর একই লাইন, মৌলিকতা কোথায়?’ ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবি বিতর্কে টেকনিশিয়ানদের দুঃখ নিয়ে একের পর এক পরিচালকদের কপি-পেস্ট পোস্ট, ক্ষোভে ফুঁসছেন অভিনেতা ঋষভ বসু!

প্রতি বছর পুজোয় নতুন মিউজিক ভিডিও নিয়ে আসেন মনামী। এবারও তার অন্যথা হয়নি। ‘কল্কি’ নামের ভিডিওটি ইতিমধ্যেই ইউটিউবে বহু মানুষ দেখেছেন। ভিডিওর গান লিখেছেন ঋতম সেন আর সুর দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য। ভিডিও প্রচারে মনামীকে দেখা গিয়েছিল নীল আলতায়, আর এবার সেই ভাব বজায় রেখেই নীল মনোকিনিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)