বেশ কয়েক মাস ধরে, বলতে গেলে প্রায় এক বছরের কাছাকাছি ফেডারেশন (Federation Clash) নিয়ে টলিউডে সংঘাত শেষ হওয়ায় নাম নিচ্ছে না। একইভাবে ফেডারেশনকে নিয়ে পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) সঙ্গেও সম্পর্ক যে বারবার তিক্ত হয়েছিল, সেই খবরও নতুন নয়। একাধিক ভুল বোঝাবুঝি থেকে শুরু করে আইনি টানাপোড়েন মিলিয়ে ব্যাপারটা ধীরে ধীরে চরম আকার নেয়। তবে শুধু পরম নয়, তাঁর সঙ্গে আরও অনেক শিল্পী আর পরিচালকও একই ঝামেলায় জড়িয়েছিলেন। তাই পরিস্থিতি কবে শান্ত হবে, সে নিয়েও অনেকেরই কৌতূহল ছিল।
কিন্তু হঠাৎই কিছুদিন ধরে পরমের মনোভাব বদলানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, বিশেষ করে সন্তানের জন্মের পর থেকেই। অবশ্য কিছুদিন আগেই তিনি বলেছিলেন, আর কোনও অশান্তি বা আইনি লড়াই তিনি এগিয়ে নিতে চান না। তার পরেই আজ সকালে সমাজ মাধ্যমে একটি ভিডিওতে বিবৃতি প্রকাশ করে পরিষ্কার করে দিলেন, যে পুরনো দ্বন্দ্ব ভুলে তিনি আবার স্বাভাবিকভাবে কাজের জায়গায় ফিরতে চান। দীর্ঘদিনের অভিজ্ঞতার জায়গা থেকে তিনি মনে করছেন, বিবাদকে আদালতে নিয়ে যাওয়াটা ঠিক সিদ্ধান্ত ছিল না!
ভিডিওতে পরম আরও বলেছেন, ইন্ডাস্ট্রি শেষ পর্যন্ত একটা পরিবার, এখানে মতবিরোধ থাকতেই পারে কিন্তু কথা বললেই তার সমাধান করে নেওয়া সম্ভব। তিনি নিজে আর কোনও আইনি প্রক্রিয়ায় থাকতে চান না বর্তমানে, না ভবিষ্যতে। নিজের সিদ্ধান্ত তিনি স্পষ্ট করলেও অন্যদের বিষয়ে কোনও মন্তব্য করেননি। তাঁর বক্তব্যে এক ধরনের স্বস্তি মিলেছে ঠিকই, কারণ এতদিন ধরে টানটান যে সংঘাত চলছিল, তার সমাপ্তি হওয়ার ইঙ্গিত ছিল তাতে।
তবে সবাই যে তাঁর সিদ্ধান্তে খুশি, তা নয়। অনেকে প্রশ্ন তুলেছেন, তিনি কি তবে চাপের কাছে নতি স্বীকার করলেন? আবার কেউ কেউ বলেছেন, শিল্পী সমাজে ভাঙাচোরা সম্পর্ক সারিয়ে তোলার জন্য এটাই দরকার ছিল। পরম অবশ্য এসব বিতর্ক এড়িয়ে গিয়ে বরং ফেডারেশনের কাজের প্রশংসা করেছেন। সভাপতি স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে নানা গভার্নিং বডির কাজ যে সুসংগঠিত রয়েছে, এদিন সেগুলি তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন।
আরও পড়ুনঃ “বক্স অফিস এখন পুরো জল মেশানো!”— বিস্ফোরক দাবি তথাগত মুখার্জির! টলিউডে ‘মেগাস্টার–সুপারস্টার’ তকমা বাঁচাতে নাকি চলছে মিথ্যে হাউসফুলের খেল— “নিজেদের পারসেপশন বাঁচাতেই এসব,”- কটাক্ষ অভিনেতার! টাকা দিয়ে কি সত্যিই তবে দর্শক তৈরি হচ্ছে?
সব মিলিয়ে বোঝা যাচ্ছে, তিক্ততার পর্বটা আপাতত পেছনে ফেলতেই চাইছেন তিনি। আগের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ইচ্ছাই তাঁর মূল বার্তা। বছরের পর বছর কাজ করে গড়ে তোলা নিজের অবস্থানের জন্যই এই ইন্ডাস্ট্রিকে তিনি নিজের আপন জায়গা মনে করেন। তাই সভাপতি সঙ্গে সংঘাতকে “হঠকারী সিদ্ধান্ত” বলে অভিহিত করেছেন। সম্পর্ক জোড়া লাগিয়ে স্বাভাবিক কাজের পরিবেশে আবার কবে ফিরবেন, সেটা সময়ই বলবে।






“১০ মাস গর্ভে ধারণ করছি…” গর্ভবতী শ্বেতা? দাম্পত্যের দশ মাসে নতুন অধ্যায়ের ইঙ্গিত টেলিপড়ার সেরা জুটি শ্বেতা-রুবেলের! তবে কি খুব তাড়াতাড়ি সংসারে আসছে নতুন অতিথি?