ছিলেন নায়িকা হয়ে উঠেছেন ভয়ংকর খলনায়িকা! একঘেয়ে চরিত্রে কেমন লাগছে শিঞ্জিনীর? কি বললেন অভিনেত্রী? ফিরতে কী চান নায়িকা চরিত্রে?

টেলিভিশনের পর্দায় প্রথম দেখা মিলেছিল ‘উমা’ ধারাবাহিকের মাধ্যমে। তখন তিনি ছিলেন নায়িকা, গল্পের কেন্দ্রবিন্দুতে। সেই শিঞ্জিনী চক্রবর্তীই আজ দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এক দুঁদে খলনায়িকা হিসাবে। ‘চিরসখা’ ধারাবাহিকে বর্তমানে তিনি বর্ষা, যে ঝড় তুলছে স্বতন্ত্র আর কমলিনীর দাম্পত্যে। চরিত্র নেগেটিভ হলেও জনপ্রিয়তার গ্রাফ দিব্যি ঊর্ধ্বমুখী। তাই অনেকে ভাবছেন, নায়িকা থেকে খলনায়িকা হয়ে ওঠার এই যাত্রা কি সুযোগের অভাবে, না কি এটি তাঁর নিজের সিদ্ধান্ত?

এই প্রশ্নের জবাবে অভিনেত্রী স্পষ্ট। সুযোগের অভাব নয়, বরং চরিত্রের বৈচিত্র্য তাঁকে টানে বেশি। শিঞ্জিনীর কথায়, “আমি কখনও ভাবিনি শিল্পী হব। বালি থেকে টালিগঞ্জে পৌঁছনোর পথটা সহজ ছিল না। তাই নতুন চরিত্র পেলেই নিজেকে ভাগ্যবতী মনে হয়।” নায়িকা, পার্শ্বচরিত্র বা খলনায়িকা, কোনও চরিত্রেই তিনি বাঁধা পড়তে চান না। তাঁর বিশ্বাস, একজন অভিনেত্রীর শক্তি তাঁর অভিনয়ের পরিসরে, চরিত্রের ধরনে নয়।

টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এমন ধারণা বহুদিন ধরেই প্রচলিত যে, কেউ যখন কোনও বিশেষ চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হন, তখন নির্মাতারা তাঁকে ওই একই ধরনের চরিত্রেই কাস্ট করতে থাকেন। ফলে অনেক সময়ে একঘেয়েমি তৈরি হয়। তবে শিঞ্জিনী জানান, তাঁর ক্ষেত্রে এমন হয়নি। “এখনও তো কেরিয়ার শুরু করেছি। একঘেয়েমি আসার সময় হয়নি। বরং নানা রকমের চরিত্র করে আমি আনন্দ পাই,” বললেন তিনি।

আরও পড়ুনঃ ‘সমাজে বিপজ্জনক বার্তা ছড়াচ্ছে, বিকৃত মানসিকতাকে বাহবা দিয়ে অপরাধ প্রবণতা বাড়িয়ে দিচ্ছে!’ দর্শকদের ক্ষোভ, আ’ত্মহ’ত্যা-অপরাধ-মিথ্যা ধ’র্ষ’ণের অতিরিক্ততা নিয়ে বিতর্কের শিরোনামে স্টার জলসার ‘চিরসখা’! উঠছে সংবেদনশীল বিষয়কে অতিরঞ্জিত করার অভিযোগ!

বর্তমানে ‘চিরসখা’-র বর্ষা হয়ে দর্শকদের মনোরঞ্জন করছেন শিঞ্জিনী। গল্পে তাঁর চরিত্রই এখন উত্তেজনার কেন্দ্র। দর্শকরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন, শিঞ্জিনীর এই যাত্রায় সামনে আরও কী চমক অপেক্ষা করছে। একজন অভিনেত্রী হিসাবে তিনি কোথায় পৌঁছবেন তা সময়ই বলবে, তবে এখনই স্পষ্ট, তিনি থেমে থাকার মানুষ নন।