‘চাই যেন এভাবেই শেষ হয়…’ কিছুদিন আগেই একে অপরকে সমাজ মাধ্যমে আনফলো, হঠাৎ নীলের ইঙ্গিতপূর্ণ পোস্টে তৃণার সঙ্গে বিচ্ছেদের জল্পনায় সিলমোহর?

টলিপাড়ায় প্রতিদিনই নতুন নতুন খবরে সরগরম থাকে পরিবেশ, তবে সম্প্রতি অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী তৃণা সাহাকে ঘিরে যে গুঞ্জন ছড়িয়েছে, তা আরও জোরালো হচ্ছে। অনেকেই বলছেন, বেশ কিছুদিন ধরেই নাকি আলাদা থাকছেন এই তারকা দম্পতি। যদিও প্রকাশ্যে কেউ কিছু বলেননি, তবুও তাঁদের ব্যবহারে নাকি বদল চোখে পড়ছে সহকর্মীদের।

দু’জনেই বর্তমানে আলাদা দুটি ধারাবাহিকে অভিনয় করছেন। তৃণাকে দেখা যাচ্ছে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘পরশুরাম’-এ, আর নীল আছেন ‘ভোলেবাবা পার কারেগা’-র দলে। কিন্তু হঠাৎই নীল শুটিং থেকে ছুটি নিয়ে ভিয়েতনামে বেড়াতে চলে যান একাই। সঙ্গে তৃণা না থাকায় তাঁদের বিচ্ছেদ নিয়ে কানাঘুষো আরও বৃদ্ধি পেয়েছে।

এই সময়েই নীল নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটিতে দেখা যায় আগে এক তরুণ যুগল, পরে এক বৃদ্ধ যুগল ভালোবেসে একসঙ্গে বসে আছে। ভিডিওর ক্যাপশনে নীল লেখেন— “আমি চাই তোমার গল্পটা যেন এভাবেই শেষ হয়।” এই পোস্টকে ঘিরেই নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা ঘুরছে। কেউ বলছেন নীল সম্পর্কের প্রতি নিজের আশা প্রকাশ করেছেন, আবার কেউ মনে করছেন এটি আক্ষেপও হতে পারে।

এর মধ্যেই দেখা যায়, সোশ্যাল মিডিয়ায় তাঁরা দু’জনই হঠাৎ করে একে অপরকে আনফলো করেছেন। বহুদিন কোনও ছবি নেই একসঙ্গে। যেখানে একসময় তাঁদের প্রেমের নানা মুহূর্তে ভরা থাকত প্রোফাইল, এখন সেখানে নীরবতা। ফলে সাধারণ দর্শক থেকে শুরু করে অনুরাগীদের মনে একটাই প্রশ্ন—তাহলে কি সত্যিই দূরত্ব বেড়ে গিয়েছে সম্পর্কের?

আরও পড়ুনঃ ‘নাম পাল্টায় ঠিকই, তবে সম্পর্ক পাল্টায় নাকি!’ ‘আগে যেমন বদলেছিল, আবার একটা অন্য জায়গায় এসে দাঁড়িয়েছে।’ বন্ধুত্ব থেকে বিবাহ আর এখন ভিন্ন অধ্যায়, দাম্পত্য ভাঙলেও সম্পর্কের সংজ্ঞা নিয়ে প্রান্তিকের নতুন দৃষ্টিভঙ্গি!

একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হলে নীল জানান, তিনি কোনও মন্তব্য করতে চান না। সরাসরি বিচ্ছেদ স্বীকার না করলেও, জল্পনা যে উড়িয়ে দিচ্ছেন না তাও স্পষ্ট। এখন দেখার, নীরবতার এই ফাঁকে ঠিক কী সিদ্ধান্ত নেন নীল–তৃণা, আর তাঁদের পথ কি সত্যিই দু’দিকে ভাগ হয়ে যাচ্ছে কিনা।