‘ছেঁড়া জিন্স দেখেছি, ছেঁড়া কোট প্রথম দেখলাম!’ ‘ওমা হাতে ওটা কি পড়েছে!’ ‘দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আবার বডিগার্ড নিয়ে ঘুরছে!’ সুস্মিতার পোশাক ঘিরে নতুন বিতর্ক? ক্লিয়ারকাটের গ্র্যান্ড মাস্টার ক্লাসে, অদ্ভুত পোশাকে ফের নেটিজেনদের কটাক্ষ!

টেলিপাড়ায় সুস্মিতা রায়ের (Susmita Roy) নাম নতুন করে আলোচনায় আসা আজ আর নতুন কিছু নয়। প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা থেকেই তাঁর ব্যক্তিগত জীবন বারবার উঠে এসেছে চর্চার কেন্দ্রে। কেউ তাঁর সিদ্ধান্তকে সাহসী বলেছেন, তো কেউ আবার সমালোচনা করেছেন তাঁর প্রতিটি পদক্ষেপের। কিন্তু সবকিছু ছাপিয়ে, হঠাৎ পোশাক এবং আচরণেই যেন আলাদা করে নজর পড়ছে অভিনেত্রীর উপর! আগের বিতর্কের রেশ এখনও কাটেনি, তার মধ্যেই নতুন করে শুরু হয়েছে নতুন দফায় সমালোচনা!

প্রসঙ্গত, ব্যক্তিগত টানাপোড়েনের মধ্যেও সুস্মিতা যে পেশাগত জীবনের দায়িত্বটা যথাযথ ভাবে পালন করেছেন, তা অস্বীকার করা যায় না। উদ্যোক্তা হিসেবে ‘মেডোকার্ট’ দিয়ে শুরু হলেও, ‘ক্লিয়ারকাট’ সংস্থাটি তাঁর নতুন সংযোজন। চলতি বছরের মাঝামাঝি ঘোষণা করেছিলেন তিনি যে, মহিলাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং তাঁদের স্বাবলম্বী করে তোলার জন্য এই নতুন সংস্থা তিনি খুলেছেন। অনেকেই তাঁর ভাবনাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

তবে নতুন সংস্থার কাজের চেয়ে, অনুষ্ঠানে তাঁর উপস্থিতি আর স্টাইলই যেন বেশি আলোচনার জন্ম দিচ্ছে! সম্প্রতি ‘ক্লিয়ারকাট’-এর ‘গ্র্যান্ড ইন্টারন্যাশনাল নেইল অ্যান্ড আইল্যাশ মাস্টার ক্লাস’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সুস্মিতা। সেখানে তাঁকে দেখা যায় সাদা রঙের কোট-প্যান্টে, যা দেখেই নেটপাড়ার একাংশের চোখ কপালে ওঠে! বিশেষ করে কোটের হাতার ডিজাইন যা কনুই থেকে দুই ভাগে বিভক্ত, অনেকের কাছেই বেমানান লেগেছে। তার উপর হাতে সোনালি রঙের অলংকার পরিস্থিতিকে আরও অদ্ভুত করে তুলেছে বলেই মত অনেকের।

এই পোশাক নিয়েই শুরু হয়েছে নতুন করে কটাক্ষ। কেউ লিখেছেন, “ছেঁড়া জিন্স দেখেছি কিন্তু ছেঁড়া কোট প্রথম দেখলাম!” উল্লেখ্য, এর আগেও সুস্মিতার বডিগার্ড নিয়ে আলোচনা হয়েছিল। যদিও এবার সেই প্রসঙ্গ তুলনামূলকভাবে কম। তবুও তাঁর সামগ্রিক উপস্থিতি ঘিরে প্রশ্ন তুলেছেন অনেকেই। নেটিজেনদের কেউ কেউ ব্যঙ্গ করে লিখেছেন, “উনি কোন হোতা বডিগার্ড নিয়ে ঘুরছেন?” এবার পোশাক আর অলংকার নিয়ে কটাক্ষ আরও তীব্র, “ওমা হাতে ওটা কি পড়েছে! কটকটি রাক্ষসীর মতো, বাপরে!

আরও পড়ুনঃ “অশ্লীল শব্দপ্রয়োগ এখন জলভাত…এটা আধুনিকতা নয়, কুশিক্ষা!” নব ইন্ডাস্ট্রির ভাষা-সংস্কৃতি নিয়ে সরব অভিনেত্রী রীতা দত্ত চক্রবর্তী! নতুন প্রজন্মের মানসিকতায় সামাজিক অবক্ষয় নিয়ে কী বললেন তিনি?

আরও কতো কি দেখা বাকি আছে!” এসব মন্তব্যে স্পষ্ট, নেটিজেনদের একাংশ তাঁর এই বদলে যাওয়া রূপ সহজভাবে মেনে নিতে পারছেন না। তবে, সমালোচনা এখানেই থামেনি। কেউ কেউ তো সরাসরি বলেছেন, “দিন দিন মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, সবকিছুতেই বাড়াবাড়ি করে এখন!” একসময় যাঁকে সাধারণ অথচ আত্মবিশ্বাসী হিসেবেই চিনতেন দর্শক, তাঁর এই নতুন স্টাইল অনেকের চোখে বাড়াবাড়ি বলেই ধরা পড়ছে। তবে সব বিতর্কের মাঝেও সুস্মিতা নিজের ছন্দেই জীবন কাটাচ্ছেন। আগামীতে ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার।

You cannot copy content of this page