“আমায় চু’ল্লিতে দিয়ে আয় রে!” হঠাৎ এমন কথা কেন বললেন রুবেল? সকাল হতেই কী এমন ঘটল অভিনেতার সঙ্গে! হঠাৎ এমন মন্তব্যে ছড়াল উদ্বেগ, কী অবস্থায় পড়েছিলেন তিনি? কী জানালেন অভিনেতার স্ত্রী শ্বেতা?

আজকে মরশুমের শীতলতম দিন বলছে আবহাওয়া অফিস! সকাল থেকেই হালকা কুয়াশা আর তীব্র ঠান্ডা, যেন বাতাস নিজেই দারুণ গম্ভীর হয়ে গেছে। এমন সকালে ঘুম থেকে ওঠাই যেন কষ্টকর। তারপর সারাদিন ধরে হাড় কাঁপানো শীতে গরম কম্বলের খোঁজ। অনেকের জন্য হয়তো এটা শুধুই সাধারণ একটা শীতের সকাল, কিন্তু ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা রুবেল দাসের (Rubel Das) জন্য একদম অন্যরকম অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে!

এদিন সকালে, রুবেলের স্ত্রী তথা অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) সমাজ মাধ্যমে একটি ছোট্ট ভিডিওটি পোস্ট করেন, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে রুবেল তিন-চারটি কম্বল মাথা দিয়ে গায়ে জড়িয়ে বসে আছেন। ঠান্ডায় কাপতে কাপতে মাঝে মাঝে তিনি বলছেন, “আমায় চুল্লিতে দিয়ে আয় রে!” প্রথম দেখলে মনে হতে পারে শরীর খারাপ হয়েছে, হয়তো বা কিছু গুরুতর সমস্যা! কিন্তু বাস্তবে তেমনটা নয়, এটি একদমই মজার মুহূর্ত।

ভিডিওতে রুবেলের চোখে মুখে ঠান্ডা নিয়ে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট। প্রসঙ্গত, শ্বেতা ভিডিওটিতে জানিয়েছেন যে সকালে বাড়িতে পুজোর জন্য স্নান করানো হয়েছে জোর করে রুবেলকে এবং তারপর থেকেই রুবেল এই অবস্থা! ঠান্ডায় স্নান করা, তারপর সকালের হাওয়া গায়ে লেগে যেন তার শরীর যেন পুরোপুরি জমে গেছে। স্ত্রী হিসেবে শ্বেতা মজা করতেই বলেন যে, এবার দরজা ও জানলা সব খুলে দেবেন আর তখনই রুবেল আবার মজা করে চুল্লির কথা বলেন।

শ্বেতা যদিও রুবেলকে সতর্ক করেছেন যে, এমন কথা মজার ছলেও বলা উচিৎ নয়। এই ছোট্ট মুহূর্তেই আবার ধরা পড়ল তাদের খোলামেলা এবং স্বাভাবিক সম্পর্কের ছাপ। ভিডিওটি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই প্রথমে ভেবেছিলেন রুবেল হয়তো অসুস্থ, কিন্তু পুরো ভিডিও দেখার পর তারা হেসে ফেলেন এবং অনেকে স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছেন বলেও মন্তব্য করেছেন। শ্বেতা নিজেও মজা করে বলেছেন, রুবেলের এই করুণ অবস্থায় একদিকে হাসি আসে, অন্যদিকে খারাপও লাগে।

আরও পড়ুনঃ “সবথেকে বেশি ক্ষতি করেছে বাংলার জ্যোতি বসু, লাগাতার ধর্মঘটে কোম্পানিরা কলকাতা ছেড়েছে!” “ইংরেজি তুলে, বিখ্যাত স্ট্যাচুগুলো ব্যারাকপুরে ফেলে, কুৎসিত অরবিন্দকে আনলো বাংলা রাজ্য গড়তে!” সংস্কৃতির অবক্ষয়, তীব্র ক্ষোভ অঞ্জন দত্তের! প্রশ্ন তুললেন, কলকাতায় বিহারী ও মাড়োয়ারিদের অবদান নেই?

এমন মজার মুহূর্তই তাদের রোজকার জীবনের সঙ্গে ভক্তদের জুড়ে রেখেছে। তারকা হলেও, দম্পতির স্বাভাবিক সম্পর্কই যেন মানুষদের কাছে প্রিয় করে তুলেছে তাদের। এই মুহূর্তে শ্বেতা বিরতিতে আর রুবেল দাপিয়ে বেড়াচ্ছেন ছোটপর্দা। উল্লেখ্য, কিছুদিন আগেই তাদের ব্যক্তিগত জীবন বেশ চর্চায় ছিল। অনেকেই ভেবেছিলেন দম্পতির ঘরে সন্তান আসছে, তবে তেমন কিছু যে হচ্ছে না, সেটা দু’জনে পরিষ্কার করে দিয়েছিলেন।

You cannot copy content of this page