নতুন বছরের শুরুতেই বাংলা টেলিভিশনের (Bengali Television) টিআরপি তালিকা (TRP List) ফের একবার প্রমাণ করে দিল, দর্শকের পছন্দ এখন আগের মতো একরৈখিক নেই! জানুয়ারির প্রথম সপ্তাহের পরিসংখ্যান সামনে আসতেই স্পষ্ট, গল্পের নতুনত্ব আর চরিত্রের গভীরতা যেসব ধারাবাহিকে আছে সেগুলিই এগিয়ে যাচ্ছে। শুক্রবার, ২ জানুয়ারি প্রকাশিত এই তালিকা নতুন করে আলোচনার কেন্দ্রে। বিশেষ করে স্টার জলসার (Star Jalsha) ধারাবাহিকগুলো যেভাবে শুরু থেকেই দাপট দেখাচ্ছে, সেখানে জি বাংলাকে (Zee Bangla) কিছুটা কোণঠাসাই মনে হচ্ছে।
এই সপ্তাহের টিআরপি তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে স্টার জলসার ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee) এবং ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayok)-এর সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান দখল! দুটি ধারাবাহিকই এইবার পেয়েছে ৭.২ নম্বর। নতুন বছর শুরু হতেই এমন ফলাফল প্রমাণ করে দিচ্ছে, দর্শক এই গল্পের সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছেন। স্বস্তিকা দত্তের অভিনয়, বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য আর সমাজের বাস্তব দিকগুলো তুলে ধরার সাহসী চেষ্টা মিলিয়ে এই ধারাবাহিক এখন স্টার জলসার অন্যতম ভরসার জায়গা হয়ে উঠেছে।
এবারের তালিকার দ্বিতীয় স্থানে বরাবরের মতো রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamati Tirandaj), ৭.১ নম্বর নিয়ে। ধারাবাহিকটি শুরু থেকেই সেরা পাঁচের মধ্যে রয়েছে, তবে বছরের শুরুতে এমন ভালো রেটিং প্রমাণ করে দিল যে দর্শকের আগ্রহ এখনও অটুট। অন্যদিকে, তৃতীয় স্থানে উঠে এসেছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৬.৯ নম্বর পেয়ে। আবেগ আর সম্পর্কের টানাপোড়েনকে সহজভাবে তুলে ধরার কারণে এই ধারাবাহিক ধীরে ধীরে দর্শকের মনে জায়গা করে নিচ্ছে।
অবশেষে চতুর্থ স্থানে জায়গা করেছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) পেয়েছে ৬.৮ নম্বর। নারী-কেন্দ্রিক গল্প হলেও অতিরিক্ত নাটকীয়তার বদলে সম্পর্কের সূক্ষ্ম দিকগুলো দেখানোর চেষ্টা এখনও দর্শককে ধরে রাখতে সাহায্য করছে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে পল্লবী শর্মা নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), ৬.৪ নম্বর নিয়ে। ধীর গতির গল্প বলার ধরন হলেও কিছু দর্শক এই ধারাবাহিকের পাশে রয়েছে, যা রেটিংয়েও স্পষ্ট।
আরও পড়ুনঃ “হঠাৎ চোখের সামনে সাদা আলো হয়ে গেল…” এতদিন পরে সামনে এল পীযূষ গঙ্গোপাধ্যায়ের অকাল মৃ’ত্যুর প্রকৃত ঘটনা! মুখ খুললেন একমাত্র প্রত্যক্ষদর্শী মালবিকা সেন! কীভাবে প্রাণ হারান অভিনেতা? অজানা তথ্য এবার সামনে!
সব মিলিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহের টিআরপি বলছে, নতুন বছরের শুরুতে স্টার জলসা কার্যত বাজিমাত করেছে। বিশেষ করে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ যেভাবে ধারাবাহিকভাবে উপরের দিকে রয়েছে, তা চ্যানেলের জন্য বড় সাফল্য। অন্যদিকে জি বাংলার ধারাবাহিকগুলো এখনও লড়াই চালালেও শীর্ষ দখলের ক্ষেত্রে কিছুটা পিছিয়েই পড়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা– TRP list of Bengali Television for First Week Of January | 2nd Jan | Friday | BT •• প্রোফেসর বিদ্যা ব্যানার্জি, পরশুরাম 7.2
2nd •• রাঙামতি 7.1
3rd •• ও মোর দরদিয়া 6.9
4th •• পরিণীতা 6.8
5th •• তারে ধরি ধরি মনে করি 6.4






