স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজে এই মুহূর্তে দর্শকের নজর কেড়েছেন চান্দ্রেয়ী ঘোষ। ধারাবাহিকের শুরু থেকেই তাঁর অভিনয় এবং চরিত্রের গুরুত্ব গল্পকে অন্য মাত্রা দিয়েছে। টিআরপি তালিকাতেও ধারাবাহিকটি নিয়মিত ভাল ফল করছে। ঠিক এই সময়েই শোনা যাচ্ছে নতুন খবর। প্রতিদ্বন্দ্বী চ্যানেলের একটি নতুন ধারাবাহিকে নাকি একেবারে অন্য চরিত্রে দেখা যেতে চলেছে চান্দ্রেয়ীকে। ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তবে কি মাঝপথেই রাঙামতি তীরন্দাজ ছাড়ছেন তিনি। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
সূত্রের খবর অনুযায়ী, রাঙামতি তীরন্দাজের গল্পের বর্তমান ট্র্যাকে চান্দ্রেয়ীর চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপাতত এই ধারাবাহিক থেকে তাঁর সরে যাওয়ার সম্ভাবনা খুব একটা জোরালো নয়। বরং টেলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, একসঙ্গে দুটি ধারাবাহিকেই কাজ করতে পারেন অভিনেত্রী। নতুন যে প্রজেক্টের কথা শোনা যাচ্ছে, সেটি হতে চলেছে জি বাংলার আসন্ন এক মেগা ধারাবাহিক। সেখানেই নাকি নতুন রূপে দর্শকের সামনে ধরা দেবেন চান্দ্রেয়ী, যা নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে।
এই নতুন ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার কথা রাহুল মজুমদারের। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি আচমকা শেষ হয়ে যাওয়ার পর থেকেই রাহুলের ভক্তরা তাঁর নতুন কাজের অপেক্ষায় ছিলেন। ওই ধারাবাহিকেই আদিত্য চরিত্রে অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হলেও নতুন বছরে নতুন চ্যানেলে নতুন নায়ক হিসেবে ফিরছেন রাহুল, এমন খবরে খুশি তাঁর অনুরাগীরা।
শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে রাহুলকে দেখা যাবে একেবারে আলাদা লুকে। তিনি অভিনয় করবেন একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের চরিত্রে। অনুরাগের ছোঁয়ায় যে ইমেজে দর্শক তাঁকে দেখেছেন, তার সম্পূর্ণ বিপরীত রূপে ধরা দেবেন তিনি। শুধু প্রেম নয়, এই ধারাবাহিকের গল্পে গুরুত্বপূর্ণ জায়গা নেবে রাজনীতি। ফলে গল্পের পরতে পরতে থাকবে টানটান উত্তেজনা এবং সামাজিক বাস্তবতার ছোঁয়া।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার পর ফিরছে ‘দেশু’ জুটি! বিতর্ক অতীত, অবশেষে নতুন ছবিতে এক হচ্ছেন দেব-শুভশ্রী! ২০২৬-এর দুর্গাপুজোয় আসছে জুটির নতুন ছবি!
রাহুলের নায়িকা হিসেবে এই ধারাবাহিকেই অভিনয়ে আসছেন সম্পূর্ণা রক্ষিত। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনা থেকে অভিনয়ের জগতে পা রাখা এই নতুন মুখকে দেখা যাবে এক রাজনৈতিক নেতার মেয়ের চরিত্রে। এখনও ধারাবাহিকের নাম চূড়ান্ত না হলেও শোনা যাচ্ছে, খুব শীঘ্রই শুরু হবে শুটিং। কয়েক মাসের মধ্যেই জি বাংলার পর্দায় এই নতুন গল্প দেখতে পাবেন দর্শক। নতুন জুটি, নতুন চরিত্র আর সম্ভাব্য চ্যানেল বদলের জল্পনা মিলিয়ে এই মুহূর্তে টেলিপাড়ায় আলোচনার কেন্দ্রে একাধিক নাম।






