“হাসপাতালটা আমার বাবার না!” “নজরে আসতে পরিকল্পিতভাবে আমাকে ভিলেন বানিয়েছে…ভুল করেছি, মিথ্যে অপবাদ সহ্য করব না!” ভিডিওগ্রাফারদের পারিশ্রমিক বি’তর্কে মুখ খুললেন দেবলীনা নন্দী! ফাঁস করলেন, দফায় দফায় টাকা পাঠানোর হিসেব! প্রকাশ্যে বি’স্ফোরক তথ্য!

গত বুধবার সুস্থ হয়ে বাড়ি ফিরতেই, সমাজ মাধ্যমে সক্রিয় ‘দেবলীনা নন্দী’ (Debolina Nandy)। এমনকি একটি ভিডিও করে, নিজের অবস্থানও স্পষ্ট করেছেন। সেই ভিডিওতে তিনি স্বীকার করেন, তিনি চরম মানসিক চাপে ছিলেন এবং আবেগের বশে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যা একেবারেই ঠিক ছিল না। নিজের প্রতি যত্ন নেওয়ার কথাই তখন তিনি ভুলে গিয়েছিলেন বলে জানান দেবলীনা। তাঁর কথায়, যে পথ তিনি বেছে নিয়েছিলেন, তা কোনও সমস্যার সমাধান হতে পারে না। এই ঘটনার পর তাঁকে ঘিরে যে কটূক্তি এবং ব্যক্তিগত আক্রমণ শুরু হয়েছে, সেগুলিও মানসিকভাবে তাঁকে আরও ভেঙে দিয়েছে বলেই জানান তিনি।

একই সঙ্গে তিনি ক্ষমা চান, জানান যে এইভাবে মানুষের সামনে আসাই তাঁর উদ্দেশ্য ছিল না। এই ভিডিওতেই দেবলীনা, তাঁকে নিয়ে উঠে আসা আরও বিতর্কেরও জবাব দেন। সেটা হলো ‘ভিডিওগ্রাফারদের পারিশ্রমিক না দেওয়া’ নিয়ে যে অভিযোগ সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। দেবলীনারা কথায় স্পষ্ট ছিল, প্রায় দেড় বছর আগে ওই দুজন ভিডিওগ্রাফার তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রোফাইল ম্যানেজ করার প্রস্তাব নিয়ে। তখন তাঁর সমাজ মাধ্যম থেকে কোনও উল্লেখযোগ্য আয়ই ছিল না। পারিশ্রমিকের বদলে তাঁরা পরিচিতি এবং কাজের সূত্রে অন্যদের সঙ্গে যোগাযোগ চান বলেই কাজ শুরু হয়।

দেবলীনা স্বীকার করেন, কাজ যথেষ্ট ভালো হয়েছিল এবং সেই সময়ে টাকা দিতে চাইলে তাঁরা নিতেও রাজি হননি। তাই কৃতজ্ঞতা হিসেবে বিভিন্ন সময়ে তিনি কখনও দামি ঘড়ি বা হেডফোনও দিয়েছেন, আবার সুযোগ বুঝে হাজার পাঁচেকের মতো অঙ্কের টাকাও পাঠিয়েছেন। ভিডিওতে দেবলীনা আরও জানান, ইনস্টাগ্রামে রিল বানানোর বিষয়টি তাঁদের উৎসাহেই শুরু হয়। পরে মন্দারমণিতে প্রথমবার পারিশ্রমিক দিয়ে শুট করার পরিকল্পনা হয়েছিল। দুটি গানের শুট হওয়ার কথা থাকলেও নানা সমস্যায় একটি গানই শেষ করা সম্ভব হয়।

সেই সময় হোটেলে দাঁড়িয়েই হঠাৎ করে অতিরিক্ত পারিশ্রমিক চাওয়ায় তিনি অস্বস্তিতে পড়েছিলেন বলেও জানান। তাঁর দাবি অনুযায়ী, বিষয়টি তখনই মিটে গিয়েছিল এবং এরপর দীর্ঘ সময় এই নিয়ে আর কোনও কথাই ওঠেনি। এমনকি তাঁর স্লিপ ডিস্কের সমস্যার সময় যোগাযোগ হলেও, টাকার প্রসঙ্গ তোলা হয়নি বলেই তিনি বলেন। দেবলীনা এমনকি ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন তাঁকে নিয়ে একের পর এক নেতিবাচক আলোচনা চলছে এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, ঠিক সেই সময় পুরনো বিষয় টেনে এনে ভিডিও বানানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘কঠোরতা নয়, ন্যায়ের শিক্ষা দেওয়াতেই বিশ্বাসী!’ ছোটপর্দার দাপুটে শাশুড়ি, অঞ্জনা বসুর কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকে শর্ত! যা না জানলে মিলবে না সবুজ সংকেত? তাঁর মন জিততে হলে ঠিক কী করতে হবে?

তাঁর মতে, ইচ্ছাকৃতভাবেই তাঁকে ছোট করে দেখানো হয়েছে এবং নজরে আসার জন্য পারিশ্রমিক নিয়ে মিথ্যে বিতর্ক তৈরি করা হয়েছে! সেই ভিডিও থেকে মিম ছড়ানো যে ‘দেবলীনা সব সময় হাসপাতালেই থাকে!’ অসুস্থতা এবং হাসপাতাল নিয়ে এইসব কটাক্ষ দেখে, তিনি গভীরভাবে আঘাত পেয়েছেন। তাঁকে এতটাই ব্যথিত করেছে যে তিনি বলেন, “দেবলীনা তো হাসপাতালেই থাকে, হাসপাতালটা কি আমার বাবার নাকি!” যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন, অনেকেই সত্যিটা জানেন বলেই তিনি দাবি করেন। ভিডিওগ্রাফারদের অভিযোগকে তিনি ভিত্তিহীন এবং পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা হিসেবেই দেখছেন।

You cannot copy content of this page