বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানুর গান আজও কোটি কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাঁর কণ্ঠের মাধুর্য এবং আবেগময় গান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছে। এমন অসংখ্য অনুরাগীর মধ্যেই এক ভক্তের অস্বাভাবিক আচরণ সম্প্রতি সকলকে চমকে দিয়েছে। অতি ভক্তির কারণে ওই ব্যক্তি একাধিকবার আত্মহননের চেষ্টা করেছেন বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে বিহারের ছাপরা জেলার এক বাসিন্দাকে ঘিরে। নাগপুরে কাজ শেষে ট্রেনে বাড়ি ফেরার সময় তিনি আচমকা ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। সহযাত্রীদের তৎপরতায় সেই যাত্রায় প্রাণে বেঁচে যান তিনি। পরে জব্বলপুর স্টেশনের শৌচাগারে কবজিতে ব্লেড চালান এবং গলা কাটারও চেষ্টা করেন। হাসপাতালে ভর্তি করার পরও দ্বিতীয় তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
চিকিৎসকদের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি কুমার শানুর অন্ধ ভক্ত। সম্প্রতি সোশাল মিডিয়ায় অন্য গায়কদের গান শোনার পর তাঁর মনে ভয় ঢুকে যায়। তিনি ভাবতে শুরু করেন, শানুর ভক্ত হয়ে অন্যের গান শোনা বিশ্বাসঘাতকতা। এমনকি অন্য ভক্তরা তাঁকে শাস্তি দিতে পারে বলেও ভয় পান। এই মানসিক চাপ থেকেই তিনি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এই খবর জানার পরই বিচলিত হয়ে পড়েন কুমার শানু। তিনি দ্রুত ওই ব্যক্তির চিকিৎসক মনোবিদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নেন। জানতে পারেন, জব্বলপুর থেকে তাঁকে পাটনায় স্থানান্তর করা হয়েছে। এরপর গায়ক ফোনে ওই ব্যক্তির বাবার সঙ্গেও কথা বলেন এবং সমবেদনা জানান।
আরও পড়ুনঃ রাজ্যে ভোটের মুখে ‘লক্ষ্মী এলো ঘরে’! রাজ-শুভশ্রীর ছবিতে শাসকদলের প্রকল্পের ঢালাও প্রচার! “অতীতের বিতর্ক এড়াতেই কি এই আত্মসমর্পণ?” প্রশ্ন নেটিজেনদের!
কুমার শানু বলেন, তিনি অত্যন্ত দুঃখিত এমন একটি খবর শুনে। একজন বাবা হিসেবে এমন ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি ভক্তের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন থাকার বার্তা দেন। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, অতি আবেগ এবং ভুল ধারণা মানুষের জীবনে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে।






