কুপ্র’স্তাবের অভিযোগ থেকে বিতর্কে একসময় উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া! সেই অধ্যায় ছাপিয়ে এবার একসঙ্গে কাজ ঋজু বিশ্বাস ও অলকানন্দার! মিউজিক ভিডিওতে ধরা দেবেন জুটিতে?

টলিউডে আবার চমক। বহু আলোচিত শাড়ি বিতর্কের পর প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছেন অভিনেতা ঋজু বিশ্বাস ও অলকানন্দা গুহ। একটি বিশেষ মিউজিক ভিডিওতে রোমান্টিক জুটিতে দেখা যাবে এই দুই তারকাকে। কয়েক মাস আগে যে বিতর্কে ঋজুর নাম জড়িয়েছিল, সেই সময় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন অলকানন্দা। তখন এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনা হয়েছিল। সময়ের সঙ্গে সেই অধ্যায় এখন অতীত। নতুন কাজে একসঙ্গে কাজ করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এলেন তাঁরা। দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

২০২৫ সালে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট ঘিরে শুরু হয়েছিল শাড়ি বিতর্ক। অভিযোগ ছিল, ঋজু অনেক মহিলাকে একই ধরনের বার্তা পাঠাতেন যেখানে লেখা থাকত শাড়িতে তুমি সুন্দর লাগো। এই বার্তাগুলি ভাইরাল হতেই বিতর্ক দানা বাঁধে। কয়েকজন অভিনেত্রী প্রকাশ্যে কিছু না বললেও নাম না করে অভিযোগ তোলেন অলকানন্দা। তিনি জানিয়েছিলেন, কাজের প্রস্তাবের অজুহাতে তাঁকে নাকি বাড়িতে ডাকা হয়েছিল। যদিও ঋজু দাবি করেছিলেন, তাঁর পাঠানো বার্তাগুলিতে কোনও অশালীন বা অসম্মানজনক কথা ছিল না।

এই সব বিতর্ক পেরিয়ে এবার একসঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অলকানন্দা। তাঁর কথায়, কাজ করতে কোনও অসুবিধা হয়নি এবং সবাই সম্পূর্ণ প্রফেশনাল ছিলেন। সেটে এই বিষয় নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান তিনি। খুব সুন্দরভাবে শুটিং সম্পন্ন হয়েছে এবং অল্প দিনের মধ্যেই দর্শকেরা এই মিউজিক ভিডিও দেখতে পাবেন বলে আশাবাদী অভিনেত্রী। রোমান্টিক আবহে তৈরি এই ভিডিওতে দুজনকেই ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যেতে পারে।

সোমনাথ ভট্টাচার্যের পরিচালনায় তৈরি এই গানে কণ্ঠ দিয়েছেন সৌহার্দ্য রায় ও দেবারতি দাস সরকার। মিউজিক ভিডিওটি মুক্তি পেলেই নতুনভাবে আলোচনায় আসবে এই জুটি বলেই মনে করছেন অনেকে। দর্শকদের একাংশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাঁদের রসায়ন পর্দায় কেমন ধরা aপড়ে তা দেখার জন্য। গানটির গল্প, লোকেশন এবং চিত্রগ্রহণ নিয়েও ইতিমধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুনঃ ভারতীয় ডাকবিভাগের ডাকটিকিটে জায়গা পেলেন টলিউডের মেগাস্টার দেব! দুই দশকের কঠোর পরিশ্রমের জাতীয় স্বীকৃতি, উচ্ছ্বাস অনুরাগীদের!

অন্যদিকে, বিতর্কের সময় মানসিকভাবে ভেঙে পড়লেও কিছুদিন নীরব থাকার পর আবার কাজে ফিরেছেন ঋজু। বড় পর্দায় একটি ছবিতে অভিনয়ও সেরে ফেলেছেন তিনি। যদিও সাম্প্রতিক সময়ে ছোট পর্দায় তাঁকে খুব একটা দেখা যায়নি। এক সময় ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। নতুন এই কাজ তাঁর কেরিয়ারে আবার নতুন মোড় আনতে পারে বলেই আশা অনুরাগীদের।

You cannot copy content of this page